Kunal Ghosh in SLST Rally: এসএলএসটি চাকরিপ্রার্থীদের হাইকোর্ট অভিযানে তোলপাড়! কুণাল ঘোষের নেতৃত্বে চরম উত্তেজনা

কলকাতা রাজনীতি শহর

নিউজ পোল ব্যুরো: ২০১৬ সালের এসএলএসটি (SLST) পরীক্ষায় উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলন এক নতুন মোড় নিল, যখন তাদের নেতৃত্বে(Kunal Ghosh in SLST Rally) দেখা গেল তৃণমূল নেতা কুণাল ঘোষকে (Kunal Ghosh)। নিজেদের চাকরির দাবিতে তারা “হাইকোর্ট চলো” (High Court Chalo) অভিযানে সামিল হলেও মাঝপথেই পুলিশ তাদের আটকে দেয়। এরপর রাস্তাতেই বসে পড়েন কুণাল ঘোষ এবং সেখান থেকেই সরাসরি আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যকে (Bikash Bhattacharya) আক্রমণ করেন। কুণাল ঘোষ সংবাদমাধ্যমে দাবি করেন, বিকাশ ভট্টাচার্যের মামলা (Legal Case) দায়ের করার কারণেই চাকরিপ্রার্থীদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। তিনি একজন বিচারপতির নাম উল্লেখ করে বলেন, তার মধ্যে অভিজিৎ গাঙ্গুলির (Abhijit Ganguly) “প্রেতাত্মা” (Spirit) লুকিয়ে রয়েছে। তার মতে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) চাকরিপ্রার্থীদের জন্য কাজ করে চলেছেন, অথচ কিছু মানুষ আইনগত প্রক্রিয়াকে কাজে লাগিয়ে তাদের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছেন।

আরও পড়ুন:- https://thenewspole.com/2025/02/28/cpim-wins-at-jadavpur-university/

কুণাল ঘোষ স্পষ্ট জানান, সুপ্রিম কোর্টে (Supreme Court) চলমান মামলার (Case) সঙ্গে এই প্রতিবাদ মিছিলের কোনো সম্পর্ক নেই। তিনি বলেন, চাকরিপ্রার্থীরা সম্পূর্ণ যোগ্য (Eligible) এবং তাদের চাকরির দাবি বৈধ (Legitimate)। তৃণমূল নেতা আরও বলেন, “আমি শুরু থেকে এদের পাশে ছিলাম, মাঝপথে সরতে পারি না। এটা কোনও রাজনৈতিক অভিযান(Kunal Ghosh in SLST Rally) নয়, বরং তাৎক্ষণিক প্রতিক্রিয়া।” এই বিষয়ে আইনজীবী বিকাশ ভট্টাচার্য চাকরিপ্রার্থীদের উদ্দেশে বার্তা দিয়ে বলেন, “তৃণমূল দল (TMC) ও কুণাল ঘোষের মতো দুর্নীতিবাজদের (Corrupt) সঙ্গে নিজেদের যুক্ত করবেন না। ছাত্রসমাজ যেন এই অনৈতিকতার বিরুদ্ধে রুখে দাঁড়ায়।” তার মতে, বর্তমান সরকার (Government) ও তৃণমূল কংগ্রেস দুর্নীতির সঙ্গে যুক্ত এবং সেটাই চাকরিপ্রার্থীদের এই সংকটের মূল কারণ। চাকরিপ্রার্থীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা প্রধান বিচারপতির (Chief Justice) হস্তক্ষেপ চাই। দিনের পর দিন মামলা (Legal Proceedings) চললেও কোনো সিদ্ধান্তে আসা যাচ্ছে না। ৬৮টি শুনানি (Hearing) হয়েছে, অথচ আমরা এখনো বিচার পাইনি!” তাদের দাবি, ২০১৬ সালে কর্মশিক্ষা ও শারীরশিক্ষা (Work Education & Physical Education) পরীক্ষায় পাশ করেও মিথ্যে মামলার কারণে তাদের চাকরি আটকে রাখা হয়েছে।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/164mWXbsyp/