Road Accident: কলকাতায় চিকিৎসার জন্য আসার পথে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত ৩

breakingnews রাজ্য

নিউজ পোল ব্যুরো: শনিবার সকালে জাতীয় সড়কে মর্মান্তিক দুর্ঘটনায়(Road Accident) মৃত্যু ৩ জনের। গুরুতর আহত হয়েছেন একজন। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি করা হয়েছে। শনিবার সাতসকালে নন্দকুমার মেছেদা জাতীয় সড়কে তমলুকের(Tamluk) কুমরগঞ্জ(kumarganj) এলাকায় মেচেদাগামী একটি মারুতি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা গ্যাস ট্যাঙ্কারে। তাতেই ঘতে যায় মর্মান্তিক দুর্ঘটনা।

পুলিশ জানিয়েছে ঘটনার মৃত্যু হয় গাড়ির ড্রাইভার সহ আরো দু’জনের। গুরুতর আহত হয় একজন। ঘটনাস্থলে তমলুক থানার পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে তাম্রলিপ্ত গভমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়। পুলিশ জানিয়েছে মৃত ডাইভারের নাম সুদীপ মাইতি (৫২) নন্দীগ্রাম টু ব্লকের খোদামবাড়ী এলাকার বাসিন্দা। গাড়ির ভেতরে থাকা চন্ডিপুরের বাসিন্দা দেবাশীষ দাস ও কমলা পালেরও মৃত্যু হয়। গড়ির ধাক্কার তীব্রতা এতটাই ছিল যে মারুতিটি ব্যপক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এমনভাবে মারুতি ক্ষতিগ্রস্ত হয় স্থানীয়রা কোনভাবেই ভিতরে থাকা যাত্রীদের গাড়ি থেকে বের করতে পারেনি। তমলুক থানার পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে। গুরুতর আহত অবস্থায় তাম্রলিপ্ত মেডিকেল কলেজে ভর্তি করা হয় মহিষাদল এর বাসিন্দা মমতা দাসকে।

আরও পড়ুনঃ https://thenewspole.com/2025/03/01/rape-case-2-men-have-been-accused-of-raping-a-female-student-who-was-taking-the-secondary-school-exam/

পুলিশ জানিয়েছে, গাড়ির ভেতরে থাকা প্রত্যেকেই কলকাতায় চিকিৎসার জন্য যাচ্ছিলেন। শনিবার প্রায় পৌনে ছটা নাগাদ সময় তমলুকের কুমরগঞ্জ এলাকায় মারুতি ভ্যানের ডান দিকের পেছনের চাকা বাস্ট করে, নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা গ্যাস ট্যাঙ্কারের পেছনে ধাক্কা মারে (Road Accident) । সাতসকালে এমন দুর্ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয়। মৃতদেহদের ময়নাতদন্তের জন্য নিয়ে আসা হয় মেডিকেল কলেজে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/