নিউজ পোল স্পোর্টস ব্যুরো: আজ চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy 2025) সেমিফাইনালে মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া (IND Vs AUS)। প্রায় ১৬ বছর পর চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে মুখোমুখি দুই দেশ। যাই হোক, ভারত কি পারবে ২০২৩ বিশ্বকাপ ফাইনাল হারের বদলা নিতে? নাকি এদিনও দেড় বছর আগের পুনরাবৃত্তি ঘটতে চলেছে?
আরও পড়ুনঃ IND Vs AUS: কী হবে সেমিফাইনালে বৃষ্টি হলে? রিজার্ভ ডে আছে?
আরও পড়ুনঃ IND Vs AUS: অজিদের ফাইনালে দেখছেন না ওঁরা
খেলার ফলাফল কী হবে তা আর মাত্র কয়েক ঘণ্টা পরই জলের মত পরিষ্কার হয়ে যাবে। তবে তার আগে দেখে নেওয়া যাক দুই দলের হেড টু হেড পরিসংখ্যান। একদিনের ক্রিকেটে এখনো পর্যন্ত ১৫১ বার ভারত-অস্ট্রেলিয়া দ্বৈরথ হয়েছে। এর মধ্যে ভারত জিতেছে মাত্র ৫৭ বার। আর অজিরা জিতেছে ৮৪ বার। এছাড়া ১০টি খেলায় কোনো ফলাফল আসেনি।
একইভাবে ৫০ ওভারের বিশ্বকাপেও এগিয়ে অস্ট্রেলিয়া। মেন ইন ব্লু’কে দুটি ফাইনাল (২০০৩ ও ২০২৩) এবং একটি সেমিফাইনালে (২০১৫) হারিয়েছে তারা। তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে (Champions Trophy) গল্পটা কিন্তু একটু অন্যরকম। এই প্রতিযোগিতায় আজ পর্যন্ত মাত্র একবারই ভারতকে হারাতে পেরেছে ক্যাঙ্গারুরা। আরো গুরুত্বপূর্ণ যে বিষয়টি তা হল, চ্যাম্পিয়ন্স ট্রফির নক আউট পর্বে আজ পর্যন্ত একবারও অস্ট্রেলিয়ার কাছে হারেনি টিম ইন্ডিয়া।
নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/
এখনও পর্যন্ত মোট ৪ বার চ্যাম্পিয়ন্স ট্রফিতে (Champions Trophy) মুখোমুখি হয়েছে ভারত-অস্ট্রেলিয়া। এর মধ্যে ১৯৯৮ এবং ২০০০ সালে প্রতিযোগিতাটির নাম ছিল নক আউট ট্রফি। দুবারই কোয়ার্টার ফাইনালে জয় পেয়েছে ভারত। আর অজিরা জেতে ২০০৬ চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বের ম্যাচে। ভারতের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফিতে এটিই তাদের একমাত্র জয়। এরপর ২০০৯ চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বের ম্যাচে তারা ভাল জায়গায় থাকলেও শেষপর্যন্ত বৃষ্টিতে ভেস্তে যায় সেই খেলা।