IND vs AUS: মহারণের আর কয়েক ঘণ্টা

ক্রিকেট ক্রীড়া

নিউজ পোল স্পোর্টস ব্যুরো: আবারও একটা আইসিসি নক-আউট (ICC Knock Out)। আবারও ভারত-অস্ট্রেলিয়া (IND vs AUS)। সেদিন ছিল ফাইনাল (Final) আর আজ সেমি (Semi-final)। সপ্তাহের শুরুতে স্কুল-কলেজ-অফিসের মাঝেও উৎকণ্ঠায় টিভির পর্দায় চোখ রাখবেন মিলিয়ন মিলিয়ন দর্শক। আর এই মাঠের বাইরে বা “মাঠ-ভর্তি জনতাকে নীরব করিয়ে দেওয়ার মত আনন্দ আর কিছুতে নেই” — যিনি (Pat Cummins) বলেছিলেন তিনি আজ থাকবেন না উল্টোদিকে। তা বলে কি হাঁফ ছেড়ে বাঁচার কোন উপায় আছে? নাহ্ একেবারেই না। ভারতের (Indian Cricket Team) সবথেকে বড় ‘মাথা-যন্ত্রনা’ যে উপস্থিত থাকবেন আজ‌ও। আর মাথা-যন্ত্রনা কি একটা? লাবুশানে, হেড, স্মিথ, ম্যাড-ম্যাক্সরা তো আছেন‌ই সঙ্গে ‘তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে’ -এর মত অলক্ষ্যে হাসেন অ্যাডাম জাম্পা। ২০২৩ সালের (2023 Cricket World Cup) আহমেদাবাদ (Ahmedabad) চুপ করে গিয়েছিল সেদিন। মাঝে ২০২৪ টি-২০ বিশ্বকাপে (2024 T20 World Cup) সেন্ট লুসিয়ায় (St. Lucia) পাল্টা দেওয়া গেলেও দুধের স্বাদ কি ঘোলে মেটে? দুটো ফরম্যাট যে আলাদা। একদিনের ক্রিকেটে (ODI) সেই হৃদয়ভঙ্গের ১৯ নভেম্বর রাতের পর আজ ২০২৫ সালের ৪ মার্চ আবার মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া। যদিও বিশ্বকাপ আর চ্যাম্পিয়ন্স ট্রফি দুটো আলাদা টুর্নামেন্ট। তবুও আইসিসি নক-আউট তো। বদলা শব্দটা এখনকার যে কোন খেলার সঙ্গে ঠিক যায় না। তবু এই পেশাদারীত্বের যুগেও এই দ্বন্দ্বগুলোই তো বেঁচে থাকা রোজকার ১০ টা ৫ টা জীবনে।

আরও পড়ুন: IND Vs AUS: কী হবে সেমিফাইনালে বৃষ্টি হলে? রিজার্ভ ডে আছে?

২০২৩ থেকে ২০২৫ — দুই দলেই বেশ কিছু বদল এসেছে। অজি বোলিং লাইনআপের প্রধান তিন অস্ত্র প্যাট কামিন্স, মিচেল স্টার্ক এবং জশ হ্যাজেলউড নেই আজকের দলে। ভারতীয় দলেও বিপক্ষের ত্রাস জসপ্রীত বুমরাহ নেই। তবে এখন রোহিত শর্মার দলে এখন আরও অনেক একার হাতে ম্যাচ জেতাতে পারেন এরকম ক্রিকেটার এসেছেন। যার মধ্যে সবথেকে বড় উদাহরণ বরুণ চক্রবর্তী। যাঁকে এই দলের এক্স-ফ্যাক্টর ধরা হচ্ছে। হর্ষিত রানার বদলে দলে এসেছিলেন তিনি আর এসেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ উইকেট নিয়ে বুঝিয়ে দিয়েছেন জাদেজা, অক্ষর এবং কুলদীপের সঙ্গে জুটি বাঁধতে তৈরি তিনি। ফলে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের (DICS) স্পিন সহায়ক উইকেটে আজকের ম্যাচে (IND vs AUS) অস্ট্রেলিয়ার থেকে এগিয়েই থাকবেন মেন ইন ব্লুজরা (Men In Blues)।

বর্তমানে ভারতের (Team India) বোলিং গভীরতা অসাধারণ। আর এটাই এখন চিন্তার ভাঁজ ফেলেছে অধিনায়ক রোহিতের (Rohit Sharma) কপালে। কাকে ছেড়ে কাকে রাখবেন প্রথম একাদশে সেই নিয়ে হিমশিম খাচ্ছেন তিনি এবং তাঁর টিম ম্যানেজমেন্ট। বরুনের পাঁচ উইকেটের পর টিম ম্যানেজমেন্টের কাছে এখন বড় সমস্যা স্মিথদের বিরুদ্ধে (IND vs AUS) অতিরিক্ত স্পিনার নাকি পেসার নিয়ে নামবেন। যদিও কেকেআর স্পিনার মাত্র দুটি ওয়ানডে খেলেছেন, কিন্তু তাঁকে এখন‌‌ও একবার‌ও খেলেনি অস্ট্রেলিয়া। সেই সুযোগটাই কাজে লাগাতে চাইবেন রোহিতরা। প্রাক ম্যাচ সাংবাদিক বৈঠকে রোহিত প্রথম একাদশ নিয়ে কিছু বলেননি রোহিত।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/

ব্যাটিংয়ের দিক থেকে ভরসা জুগিয়েছে দুই দলের ব্যাটাররাই। একদিকে যেরকম হেড, লাবুশানে, ইংলিশরা রয়েছেন ব্যাগি গ্রিনদের দলে সেরকম গিল, কোহলি, অক্ষর, শ্রেয়সরা ভারতীয় দলের সেমিফাইনালে (IND vs AUS) ওঠার পথ প্রশস্ত করেছেন। ইতিহাস যাই বলুক, অস্ট্রেলিয়া যত‌ই এগিয়ে থাকুক হেড-টু-হেডে খেলার মাঠে প্রত্যেকটা দিন‌ই একটা নতুন দিন। একটা নতুন শুরু। যে কথা বলছিলেন অধিনায়ক রোহিত‌ও। অতীত নিয়ে ভাবিত নন তিনি। বরং ভাবতে চান গ্রুপ লিগের তিনটি ম্যাচ নিয়েই। সবমিলিয়ে একটা ভাল হাড্ডাহাড্ডি লড়াইয়ের অপেক্ষায় দুই দল থেকে ক্রিকেট বিশ্ব‌। আর ২০১১ সালের পর আইসিসি নক-আউটে স্মিথদের দুরমুশ করে অজি-গর্ব মাটিতে মিশিয়ে দিক রোহিতরা এই অপেক্ষায় আসমুদ্র-হিমাচল।

সম্ভাব্য একাদশ:

ভারত: রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, অক্ষর প্যাটেল, কেএল রাহুল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মহম্মদ শামি, বরুণ চক্রবর্তী।

অস্ট্রেলিয়া: ট্র্যাভিস হেড, জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক, স্টিভ স্মিথ, মার্নাস লাবুশানে, জশ ইংলিস, অ্যালেক্স ক্যারি, গ্লেন ম্যাক্সওয়েল, বেন দ্বারশিয়াস, নাথান এলিস, অ্যাডাম জাম্পা, স্পেন্সার জনসন।