নিউজ পোল ব্যুরো: শুধুমাত্র একটি সাইকেল (Cycling Adventure), সাহসিকতার অদম্য জ্বালা, আর সমাজ সচেতনতার একাধিক বার্তা নিয়ে এগিয়ে চলেছেন মুর্শিদাবাদের (Murshidabad) লালগোলার বাসিন্দা প্রসেনজিৎ দাস, যাকে সবাই চেনেন জোজো কুমার (Jojo Kumar) হিসেবে। সাইকেলের (Cycling Adventure) সঙ্গে তার স্বপ্নগুলো ভর করে উঠেছে যেন। যার মাধ্যমে তিনি শুধু নিজের সীমাবদ্ধতা ছাড়িয়ে বিভিন্ন প্রান্তে ছুটে বেড়াচ্ছেন বরং সমাজের প্রতি নিজের দায়িত্বও পালন করছেন। সাইকেল (Cycling Adventure) চালিয়ে দূষণমুক্ত পরিবেশ (Pollution-free environment) বৃক্ষরোপণ Tree (plantation) রক্তদান (Blood donation) এবং অন্যান্য সমাজ সচেতনতার বার্তা (Social awareness message) সরিয়ে দিচ্ছেন তিনি।
আরও পড়ুন:Madhyamgram Murder: অভিযুক্তরাই দেখিয়ে দিলেন কোথায় অস্ত্র, উদ্ধার হল বঁটি

ছোটবেলা থেকে সাইকেলের গভীর ভালোবাসা ছিল জোজোর। সেই ভালোবাসা একদিন তাকে রাজ্য এবং দেশ ছাড়িয়ে বিশ্ব ভ্রমণের (World travel) পথে বের করে দেয় ২০১৯ সালে সাইকেল নিয়ে ভারত ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়েছিলেন জোজো (Jojo Kumar)। ২২৮ দিনে ১৬ হাজার ১০০ কিলোমিটার পথ পেরিয়ে ভারত জয় করেছিলেন তিনি। এরপর ২০২৩ সালে প্লাস্টিক বর্জন (Plastic elimination) এবং পরিবেশ সচেতনতা (Environmental awareness) প্রচারে ৪ হাজার ৫০০ কিলোমিটার সাইকেল চালিয়ে লালকেল্লায় পৌঁছে স্বাধীনতা দিবসে (Independence Day) পতাকা উত্তোলনে অংশ নেন।
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:https://www.facebook.com/share/1XhiZuM5DK/
বর্তমানে, ২০২৫, ৪ জানুয়ারি বিশ্বের বিভিন্ন দেশ ঘুরে বেড়ানোর উদ্দেশ্যে সাইকেল নিয়ে বেড়িয়েছেন তিনি। তার প্রথম গন্তব্য শ্রীলঙ্কা, এরপর দক্ষিণ ভারত, নেপাল,ভুটান, বাংলাদেশ, মায়ানমার, লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর এবং ইন্দোনেশিয়া। মোট ১৮ হাজার কিলোমিটার পথ পাড়ি দিতে তার সময় প্রায় দুই বছর লাগবে।

এটি শুধু ভ্রমণ নয়, বিশ্বজুড়ে সচেতনতা তৈরি করার একটি মহান প্রচেষ্টা। বিদেশে গিয়ে, যেখানে সুযোগ পাবেন, সেখানে চারা গাছ লাগানোর পাশাপাশি, সাইকেল (Cycling Adventure) চালানোর মাধ্যমে সুস্থ শরীর এবং পরিবেশ গড়ে তোলার বার্তা দিচ্ছেন তিনি। তার এই যাত্রা, তার স্বপ্ন এবং তার অঙ্গীকার যে পৃথিবীকে শিশুর বাসযোগ্য করে তোলা, তা প্রশংসনীয়। জোজোর (Jojo Kumar) মত একজন যুবক তার উদ্যোগে সমাজকে আরও সুন্দর এবং সচেতন করার পথে এগিয়ে যাচ্ছেন, যা সত্যিই অনুপ্রেরণাদায়ক।
আরও পড়ুন:WB HS Exams 2025 পুরনো পদ্ধতির শেষ উচ্চমাধ্যমিক আজ থেকে