নিউজ পোল ব্যুরো: ফের হামলার অভিযোগ পাকিস্তানের (Pakistan) খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু অঞ্চলে (Bannu)। এর পেছনে তেহরিক-ই-তালিবান পাকিস্তান (Pakistan) (টিটিপি) এবং জইস-উল ফুরসানের যৌথ প্রচেষ্টা রয়েছে। মঙ্গলবার রাতে, সেনাশিবিরে (Army camp) দুটি শক্তিশালী বিস্ফোরণ (Explosion) ঘটানো হয়,যার ফলে ৯ জন নিহত এবং ২৫ জন গুরুতর আহত হয়েছেন। এই হামলায় দুই মানববোমা(Human bomb) সেনাশিবিরে প্রবেশ করে বিস্ফোরক ভর্তি গাড়ি নিয়ে প্রাচীর ভেঙে ভেতরে ঢুকে পড়ে। বিস্ফোরণের (Explosion)পর,আরও কিছু সশস্ত্র বিদ্রোহী গুলি চালাতে চালাতে সেনানিবাসে প্রবেশ করে এবং তাদের সঙ্গে সেনার গুলির লড়াই শুরু হয়। উল্লেখ্য,গত জুলাই (July) মাসেও এই সেনাশিবিরে টিটিপি বাহিনী (TTP forces)আরেকটি হামলা করেছিল।
আরও পড়ুন:Trump Vs Zelenskyy: বৈরীতা ভুলে কাছাকাছি আমেরিকা-রাশিয়া? ফুঁসছে ইউক্রেন

এই হামলা পাকিস্তানের (Pakistan)খাইবার পাখতুনখোয়া অঞ্চলে চলমান অশান্তির মধ্যে ঘটেছে। গত সপ্তাহে,পাকিস্তানি সেনার একটি অভিযানে টিটিপি বাহিনীর(TTP forces) এক উচ্চপদস্থ কম্যান্ডারের (Command)মৃত্যু ঘটে,যার পর থেকে খাইবার পাখতুনখোয়া অঞ্চলে উত্তেজনা আরও বৃদ্ধি পায়। একই সময়,পাকিস্তান-আফগান সীমান্তে তালিবানদের (Taliban)সঙ্গে পাকিস্তানি (Pakistan) সেনার সংঘর্ষ (Collision)চলতে থাকে এবং এতে পাকিস্তানি সেনার চার সদস্য নিহত এবং ১৩ জন তালিবান যোদ্ধা নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
আরও পড়ুন:Kashmir: উত্তপ্ত উপত্যকা, পুলিশ পোস্ট লক্ষ করে গ্রেনেড হামলা
অপরদিকে,সীমান্তে পাকিস্তানি (Pakistan) সেনা এবং আধসোনা ফ্রন্টিয়ার কোরের অভিযানে ব্যাপক তৎপরতা চলছে। আফগানিয়াস্তানের তালিবান যোদ্ধারা সীমান্তের গুরুত্বপূর্ণ এলাকায় অবস্থান নিয়েছে,যেন পাকিস্তানি বাহিনীর আক্রমণ রুখে দিতে পারে। পাকিস্তান সেনার অভিযোগ, আফগান তালিবানের একটি অংশ টিটিপিকে (TTP)সমর্থন করছে,যা সীমান্তে উত্তেজনা সৃষ্টি করেছে।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:https://www.facebook.com/share/1XhiZuM5DK/
টিটিপি যা ২০২২ সালের নভেম্বরে (November) পাকিস্তান সরকারের সঙ্গে শান্তি আলোচনা ভেঙে ‘যুদ্ধ’ ঘোষণা করেছিল,তারা সংঘর্ষবিরতি লঙ্ঘন এবং পাকিস্তানি সেনার যৌথ বাহিনীর (Joint Forces) অভিযানের বিরুদ্ধে প্রতিবাদ জানায়। ২০১৪ সালে পেশোয়ারের স্কুলে আত্মঘাতী হামলা চালিয়ে শতাধিক ছাত্র হত্যার জন্য দায়ী টিটিপি (TTP),যে গোষ্ঠী পাকিস্তান সরকারের বিরোধী এবং একাধিক অভিযানেও পাকিস্তানি সেনার কাছ থেকে পরাজিত হয়নি।