Tollygunge: শহরে ধর্ষণের শিকার ৬ বছরের নাবালিকা

breakingnews অপরাধ কলকাতা

নিউজ পোল ব্যুরো: এবার টালিগঞ্জে (Tollygunge)। শহর কলকাতায়(Kolkata) ঘটে চলেছে একের পর এক নারী নির্যাতনের ঘটনা। বিশেষ করে কিছু মানুষের বিকৃত লালসার শিকার হচ্ছে নাবালিকারা। সাম্প্রতিক সময়ে কলকাতা জুড়ে নাবালিকাদের সঙ্গে হওয়া একাধিক ধর্ষণ ও শ্লীলতাহানী ও যৌন নির্যাতনের খবর সামনে আসছে। এতেই উঠেছে শহরে মেয়েদের বিশেষ করে নাবালিকাদের (minor) নিরাপত্তা নিয়ে প্রশ্ন। ৬ বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ সামনে এসেছে। ঘটনায় আটক করা হয়েছে এক যুবককে। ধর্ষণের(rape) অভিযোগকে ঘিরে এলাকায় ব্যপক শোরগোল সৃষ্টি হয়েছে।

ঘটনা জানাজানি হতেই নির্যাতিতার পরিবার থানায় অভিযোগ দায়ের করেছে। জানা গিয়েছে, ঘটনায় যে যুবককে আটক করা হয়েছে সে এলাকারই বাসিন্দা। স্থানীয়রা ও নাবালিকার পরিবারের সদস্যরা ফাঁসির দাবিতে সরব হয়েছে। ঘটনা প্রসঙ্গে নাবালিকার মা বলেছেন, “আমি কাল রাত সাড়ে ১১টা নাগাদ ঘটনাটা জানতে পারি। ওর প্যান্টে রক্তের দাগ লেগেছিল। গোপনাঙ্গ দিয়ে রক্ত বের হচ্ছিল। মেয়ে বলছে এই প্রথম নয়, একমাস আগেও ওর উপর নির্যাতন হয়েছে। কাল বাড়িতে ছেলেটা কখন ঢুকেছিল বোঝা যায়নি। থানায় অভিযোগ দায়েরের পর পুলিশ গ্রেফতার করেছে। আমি চাই ওর ফাঁসি হোক।”

আরও পড়ুনঃ https://thenewspole.com/2025/03/05/tollygunge-minor-raped-one-person-detained/

কলকাতার (Kolkata) এই ধরনের ঘটনা প্রথম নয়, হাসপাতাল, স্কুল একাধিক জায়গা থেকেই নাবালিকাদের উপর নির্যাতনের ঘটনা সামনে আসছে। একদিন আগেই দমদমে একটি সরকারি স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে নাবালিকা ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছিল। তার আগে ডায়মন্ড হারবার ও হাড়োয়ায় সরকারি হাসপাতালের মধ্যে নাবালিকার উপর যৌন নির্যাতনের অভিযোগ সামনে এসেছে। এই ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। তবে এর মধ্যেই শহরে নারী নিরাপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন। আরজি করের ঘটনার পর রাজ্যে মহিলাদের সুরক্ষা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন।

নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/