টলিউড(Tollywood) থেকে বলিউড সর্বত্রই কখনও বিচ্ছেদের গুঞ্জন কখনও আবার বন্ধনের গুঞ্জন। তবে কানাঘুষো বিবাহ বিচ্ছেদের গুঞ্জনই বেশি শোনা যায়। এবার সেই বিচ্ছেদের গুঞ্জনে নাম জড়ালো নীল-তৃণার(Neel-Trina)।

আরও পড়ুন:Malda Road Accident: সাত সকালেই মালদায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা
দক্ষিণ কলকাতার(South Kolkata) এক কোচিং সেন্টারে পড়তেন দম্পতি। সেখান থেকেই আলাপ, বন্ধুত্ব, তারপর ধীরে ধীরে প্রেম। পড়াশোনা শেষের পর দু’জনে তাদের কাজের সূত্রে যান দুই দিকে। দিল্লি চলে যান তৃণা। নীল পা রাখেন অভিনয় দুনিয়ায়। তারপর আবার ধারাবাহিকের মাধ্যমেই তাদের মনে প্রেমের ঘণ্টা বেজে ওঠে। ২০২১-এর ৫ ফেব্রুয়ারি ছাদনাতলায় চার হাত এক হয়েছিল এই দম্পতি। প্রায় গোটা টলিউড(Tollywood) জড়ো হয়েছিল সেই বিয়েতে। বিয়ের অনুষ্ঠানে ছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ, নীল-তৃণা(Neel-Trina) শাসকদলের ঘনিষ্ঠ। এরপর দুজনেই ফেরেন তাদের কাজের জগতে।

আরও পড়ুন: Abhishek Bachchan: অমিতাভের প্রশংসায় অভিষেক!
সম্প্রতি চর্চায় নীল-তৃণা(Neel-Trina) বিচ্ছেদ। কিছুদিন আগে শোনা যায় চুক্তি করে নাকি বিয়ের পিঁড়িতে বসেছিলেন তারা, চুক্তি শেষ, তাই এবার এই তারকা দম্পতি নাকি বিচ্ছেদের পথে হাঁটবেন। আরও শোনা যায় চার বছরের চুক্তির বিয়ে ছিল নীল-তৃণার। সেই চুক্তি শেষ হয়েছে গত ৫ ফেব্রুয়ারি। গুঞ্জন, উভয়েই নাকি আইনি বিচ্ছেদের পথে। শুধু তাই নয় অভিনেতা নাকি শাসকদলের কোনও এক নেতার মেয়ের প্রেমে আচ্ছন্ন। তবে কোনও গুঞ্জনেরই উত্তর দেননি অভিনেতা – অভিনেত্রী(Actor-Actress) । জানা গিয়েছে, কর্মব্যস্তার জন্য একসঙ্গে তাঁদের খুব একটা দেখা যাচ্ছিল না। পরে নীলের জন্মদিন পালন করতে দেখা যায় তৃণাকে।বর্তমানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের প্রযোজনা সংস্থার ধারাবাহিক ‘অমর সঙ্গী’তে রয়েছে অভিনেতা, কাজ নিয়ে ব্যস্ত তিনি। অন্যদিকে, তৃণার নতুন মেগা ‘পরশুরাম- আজকের নায়ক’ চলতি মাসের ১০ তারিখ থেকে স্টার জলসা পর্দায় সম্প্রচারিত হওয়া শুরু হবে।
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক: https://www.facebook.com/share/p/1BdYDy8o1Y/