নিউজ পোল ব্যুরো: মঙ্গলবার ব্রিটেনে (United Kingdom) পা রেখেছেন ভারতের বিদেশমন্ত্রী(External Affairs Minister) এস জয়শংকর (S Jaishankar)। বুধবার লন্ডনে(London) চ্যাথাম হাউসে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ভারতের বিদেশমন্ত্রী, সেই সময়েই খলিস্তানিরা জয়শংকরের উপর হামলা চালায়। চ্যাথাম হাউসের বাইরে বিক্ষোভ দেখায় খালিস্তানপন্থী বিক্ষোভকারীরা। পুলিশের সামনেই ভারতের জাতীয় পতাকা ছিঁড়ে ফেলা হয় । সেই ঘটনার তিব্র নিন্দা করল নয়াদিল্লি। দিল কড়া প্রতিক্রিয়া।
কেন্দ্র বৃহস্পতিবার বিদেশমন্ত্রী (EAM) এস জয়শঙ্করের যুক্তরাজ্য সফরের সময় নিরাপত্তা লঙ্ঘনের তীব্র নিন্দা জানিয়েছে। বিদেশ মন্ত্রণালয় (MEA) একটি বিবৃতিতে জানিয়েছে, “লন্ডনের চ্যাথাম হাউসের বাইরে খালিস্তানপন্থী বিক্ষোভকারীরা একটি বিক্ষোভ সমাবেশ করে, যেখানে বুধবার শ্রী জয়শঙ্কর একটি আলোচনায় অংশ নিয়েছিলেন। মন্ত্রী যখন অনুষ্ঠানস্থলের ভেতরে আলোচনায় ব্যস্ত ছিলেন, তখন পতাকা এবং লাউডস্পিকার বহনকারী বিক্ষোভকারীরা স্লোগান দেয়। আমরা বিদেশমন্ত্রীর যুক্তরাজ্য সফরের সময় নিরাপত্তা লঙ্ঘনের ফুটেজ দেখেছি। আমরা বিচ্ছিন্নতাবাদী এবং চরমপন্থীদের এই ছোট দলের উস্কানিমূলক কার্যকলাপের নিন্দা করি। আমরা এই ধরণের ঘটনার দ্বারা গণতান্ত্রিক স্বাধীনতার অপব্যবহারের নিন্দা করি। আমরা আশা করি এই ধরণের ক্ষেত্রে আয়োজক সরকার তাদের কূটনৈতিক বাধ্যবাধকতা সম্পূর্ণরূপে পালন করবে।”
আরও পড়ুনঃ Mamata at Oxford: অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়

সূত্রের খবর, বুধবার জয়শংকর একটি আলোচনায় যোগ দিয়ে চ্যাথাম হাউস থেকে বাইরে আসছিলেন। সেই সময়েই ওই রাস্তার ধারে এক দল হলুদ পতাকাধারী বিক্ষোভ দেখাচ্ছিল। দেওয়া হচ্ছিল খলিস্তানিদের স্লোগান। সেই সময়ে এক ‘হামলাকারী’ জয়শংকরের কনভয়ের সামনে ছুটে যায়। পুলিশের সামনেই ছিঁড়ে ফেলে ভারতের পতাকা। তাতেই সালিল হয় অন্যান্য বিক্ষোভকারীরা। মুহূর্তের জন্য পুলিশও অবাক হয়ে যায়। সেই ঘটনার একাধিক ভিডিও সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। তারই নিন্দা জানিয়েছে বিদেশমন্ত্রক। এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো, বিক্ষোভ সত্ত্বেও, জয়শঙ্কর তাঁর কূটনৈতিক কার্যক্রম অব্যাহত রেখেছেন। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার, পররাষ্ট্র সচিব ডেভিড ল্যামি এবং অন্যান্য সিনিয়র নেতাদের সঙ্গে দেখা করেছেন। মঙ্গলবার যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী ইভেট কুপারের সাথে এক বৈঠকে ভারতের বিদেশমন্ত্রী চরমপন্থা মোকাবেলায় যৌথ প্রচেষ্টা সহ গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আলোচনা করেছেন।
নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/