নিউজ পোল ব্যুরো: যাত্রীদের জন্য আবারো ভোগান্তির আশঙ্কা! হাওড়া লাইনে মেগা পাওয়ার ব্লক (Mega Power Block) চলবে যার কারণে বহু লোকাল (Local) এবং এক্সপ্রেস ট্রেন বাতিল (Train Cancellation) হওয়ার সম্ভাবনা রয়েছে। রেল কর্তৃপক্ষ সূত্রে খবর, এই ব্লকটি আগামী ৩০ এপ্রিল থেকে শুরু হবে এবং তা অন্তত ১৯ দিন চলবে। ফলে, ২০০-রও বেশি লোকাল ট্রেন (Local Train) এবং প্রায় ৬৪ টি এক্সপ্রেস ট্রেনের চলাচলে (Express Train) বিরূপ প্রভাব পড়তে পারে। বিশেষ করে হাওড়া-খড়গপুর (Howrah-Kharagpur) শাখায় এই পাওয়ার ব্লকটি প্রভাব ফেলবে।
আরও পড়ুন:Fire Incident : টায়ার রিসোলিং কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড
এত দিনের পরিকল্পনা অনুযায়ী, ৩০ এপ্রিল থেকে ১৯ দিন ধরে পাওয়ার ব্লক কার্যকর হবে। এর মধ্যে ২১২ টি লোকাল ট্রেন বাতিল (Train Cancellation) হতে পারে এবং দুই মেয়ে থেকে ১৮ ই মে পর্যন্ত ৬৪ টি মেল ও এক্সপ্রেস ট্রেনও বন্ধ (Train Cancellation) থাকতে পারে। এছাড়া কিছু দূরপাল্লার ট্রেন অনিয়মিত সময় চলতে পারে এবং ৩ মে থেকে ১৭ মে পর্যন্ত ১২ জোড়া এপ্রিল ট্রেনের রুট পরিবর্তন হতে পারে। এই কারণে যাত্রীরা বাড়তি সমস্যায় পড়বেন, বিশেষ করে যাদের দৈনিক যাতায়াতের উপর নির্ভরশীলতা রয়েছে।

এছাড়া, রেল কর্তৃপক্ষের তথ্য সূত্রে খবর, এ মেগা ব্লকটি সাঁতরাগাছি ইয়ার্ডের (Santragachi) রিমডেলিং কাজ এবং অন্যান্য উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্য করা হচ্ছে। এটি পূর্বে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার কারণে পিছিয়ে দেওয়া হয়েছিল এপ্রিলে গরমের সঙ্গে সঙ্গে ট্রেনের ভিড়ও বাড়বে এবং এর ফলে চলতে থাকা ট্রেনগুলোতে অস্বাভাবিক ধীরে সৃষ্টি হতে পারে, যা যাত্রীদের জন্য আরো সমস্যার (Probelm) সৃষ্টি করবে।
আরও পড়ুন:Jhargram: সবজি ফেলে বিক্ষোভ চাষীদের!
রেল কর্তৃপক্ষ এই বিষয়ে আগামী সোমবার চূড়ান্ত সিদ্ধান্ত (Decision) নেবে, এবং তারপরেই যাত্রীদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সেক্ষেত্রে, যাত্রীরা এই সিদ্ধান্তের দিকে তাকিয়ে রয়েছে যাতে তারা প্রয়োজনীয় প্রস্তুতি নিতে পারেন।
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:https://www.facebook.com/share/1XhiZuM5DK/