East Bengal FC: মাঠের বাইরের লড়াই সামলে লড়াই জেতার চ্যালেঞ্জ

ক্রীড়া ফুটবল

নিউজ পোল ব্যুরো: বুধবার এএফসি চ্যালেঞ্জ লিগের (AFC Challenge League) কোয়ার্টার ফাইনালের (Quarter Final) দ্বিতীয় লেগে (Second Leg) এফসি অর্কাদগের (FK Arkadag) বিরুদ্ধে মরণ-বাঁচন ম্যাচে নামছে ইস্টবেঙ্গল (East Bengal FC)। আই‌এস‌এল (ISL) হাতছাড়া হ‌ওয়ার পর এশিয়ার মঞ্চে কিছু করে দেখানোই মূল লক্ষ্য ছিল লাল-হলুদের। কিন্তু যুবভারতীতে (VYBK) প্রথম লেগে ১১ মিনিটে গুরবানো জাজগিলিচের (Gurbanov Yazgylych) একমাত্র গোলে অস্কার ব্রুঁজোর (Oscar Bruzon) দলের সেই স্বপ্ন অনেকটাই ধাক্কা খেয়েছে। তাই তুর্কমেনিস্তানের (Turkmenistan) পরিস্থিতি যত‌ই কঠিন হোক না কেন অর্কাদগকে হারিয়ে শেষ চারে যোগ্যতা অর্জন ছাড়া আর কিছু ভাবছে না ইস্টবেঙ্গল।

আরও পড়ুন: East Bengal FC: আই‌এস‌এল ভুলে এশিয়ার মঞ্চ স্মরণীয় করে রাখতে মরিয়া ইস্টবেঙ্গল

তুর্কমেনিস্তানে পা রাখা ইস্তক নানান সমস্যার সম্মুখীন হতে হয়েছে স‌উল ক্রেসপো-দিয়ামান্তাকোসদের। বিমানবন্দরে অতিরিক্ত সময় অপেক্ষা থেকে কার্যত হোটেল বন্দি হয়ে থাকতে হয়েছিল তাদের। খাওয়া-দা‌ওয়া নিয়েও ছিল বিস্তর অভিযোগ। এ তো গেল মাঠের বাইরের কথা। মাঠের মধ্যে‌ও ‌এএফসির বৈষম্য মূলক আচরণের শিকার রেড অ্যান্ড গোল্ড ব্রিগেড (East Bengal FC)। অনুশীলনের জন্য নিম্নমানের মাঠ দেওয়া হয় তাদের। পরিবহনের ক্ষেত্রে‌ও প্রতিকূলতার সম্মুখীন হতে হয় তাদের। নতুন পরিবেশ এবং বাইরের এইধরণের প্রতিকূল পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিয়ে অর্কাদগকে ২ গোলের ব্যবধানে হারানো কার্যত অ্যাসিড টেস্ট অস্কার ব্রুঁজোর দলের কাছে।

কোচ ব্রুঁজো জানেন যে কথা। প্রাক ম্যাচ সাংবাদিক সম্মেলনে দলকে (East Bengal FC) আক্রমণ বিভাগে আরও পরিশ্রম করে দ্রুত গোল তুলে নেওয়ার দিকে জোর দেওয়ার কথা জানিয়েছেন তিনি। ব্রুঁজো বলেন, “প্রথম লেগে আমাদের কাছে অর্কাদগ সম্পর্কে খুব বেশি তথ্য ছিল না। ওদের মরশুম সবে শুরু হয়েছে। কিন্তু ঘরের মাঠে ওদের বিরুদ্ধে খেলার পর আমরা এখন ওদের খেলার ধরণ সম্পর্কে অনেক বেশি ওয়াকিবহাল।” তিনি আর‌ও বলেন, “এই ম্যাচে শারীরিক লড়াই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ফিরতি বল এবং সেট পিস থেকে যারা গোল করতে পারবে তারাই জিতবে।”

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/

এএফসি চ্যালেঞ্জ লিগের শেষ চারে পৌঁছাতে হলে বুধবার অর্কাদগকে ২-০ গোলে হারাতে হবে হেক্টর ইয়ুস্তেদের। ১-০ গোলে জিতলে অতিরিক্ত সময় এবং শেষমেশ টা‌ইব্রেকারে গড়াবে ম্যাচ। তবে দুই দলের কেউই চাইবে না অতিরিক্ত সময় পর্যন্ত ম্যাচ গড়াক। ফলে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে আজকের ম্যাচে। দুরন্ত ফর্মে রয়েছে অর্কাদগ। তুলনায় ইস্টবেঙ্গলের (East Bengal FC) যাত্রাপথ অনেকটাই রোলার-কোস্টার রাইডের মত গেছে। বিদেশি প্রতিপক্ষের সঙ্গে কঠিন ম্যাচে‌ও আনোয়ার আলীকে পাবে না তারা। রক্ষণে হেক্টর ইউস্টের সঙ্গে এদিন‌ও দেখা যাবে জিকসন সিংকে। ব্রুঁজোর সঙ্গে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন তিনিও। তিনি বলেন, “এটি একটি গুরুত্বপূর্ণ অ্যাওয়ে ম্যাচ হতে চলেছে আমাদের জন্য। এখানে আমরা কেবল ইস্টবেঙ্গলের প্রতিনিধিত্ব করছি না, ভারতের হয়ে প্রতিনিধিত্ব করছি। তাই সবাই নিজেদের সেরা দিয়ে খেলার জন্য মুখিয়ে আছে।”