Fire : আগুনে পুড়ল গ্যারেজে, ঘটনাস্থলে দমকলের ২টি ইঞ্জিন

breakingnews জেলা

নিউজ পোল ব্যুরোঃ শিলিগুড়িতে অগ্নিকাণ্ড (Fire)। ইস্টার্ন বাইপাস সংলগ্ন শিলিগুড়ি পৌরসভার ৪১নম্বর ওয়ার্ডের এলাকার একটি গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। ঘটনাকে ঘিরে এলাকাজুড়ে ব্যপক চাঞ্চল্য ছড়ায়।

আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন। সূত্রের খবর ওই গ্যারেজে প্রচুর পরিমাণে কিছু কাঠ মজুদ করা ছিল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রথমেই পার্শ্ববর্তী একটি গ্যারেজের মালিক দেখতে পান অগ্নিকাণ্ডের ঘটনা। তারপরে ই স্থানীয়রা গেট ভেঙে ভিতরে ঢুকে নিজেরাই আগুন নেভানোর চেষ্টা করেন। পরবর্তীতে খবর দেওয়া হয় দমকলকে এবং ভক্তিনগর থানার পুলিশকে। তবে কি কারনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তার কারণ জানা যায়নি। এই আগুন (Fire) লাগার ঘটনায় কোন হতাহতের খবর মেলেনি।

আরও পড়ুনঃ Biriyani: ধারে বিরিয়ানি না দেওয়ায় ব্যবসায়ীকে মারধরের অভিযোগ

অন্যদিকে মঙ্গলবারে  শিলিগুড়ির দেবিডাঙ্গার কাছে চলন্ত স্কুলের গাড়িতে (School Van) আচমকাই আগুন (Fire) লাগে। কপাল জোড়ে প্রাণে বেঁচেছে পড়ুয়ারা। গাড়িতে ১২ জন স্কুল পড়ুয়া ছিল বলে সূত্রে জানা গিয়েছে। স্থানীয় সূত্রে খবর, শিলিগুড়ির মাটিগাড়ার একটি বেসরকারী স্কুলের ছাত্রদের নিয়ে বাড়ির উদ্দ্যেশ্যে যাচ্ছিলো একটি পুলকার। তখনই গাড়িতে আগুন লাগে। শিলিগুড়ির মাটিগাড়ার একটি বেসরকারী স্কুলের ছাত্রদের নিয়ে ফেরার সময় দেবীডাঙ্গার কাছে যান্ত্রিক ত্রুটির কারনে গাড়িটিতে আগুন (Fire) ধরে যায় এবং গাড়িটি সম্পূর্ন ভষ্মীভূত হয়ে যায়। গাড়িতে আগুন লাগার পরেই গাড়ির ভেতর থেকে তৎক্ষণাৎ চালকের তৎপরত বের করা হয় ১২জন পড়ুয়াকে। স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন এবং প্রধান নগর থানার পুলিশ পৌঁছায়।


নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/

সোমবার এনবিএসটিসির (NBSTC) একটি যাত্রীবাহী বাস জলপাইগুড়ি থেকে মালবাজার যাচ্ছিল সেই সময় ময়নাগুড়ির সুভাষ নগর এলাকায় হঠাৎ বাসটিতে (NBSTC) আগুন লেগে যায় । এই দুর্ঘটনায় বাসের ভেতর থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন এবং তড়িঘড়ি করে বাস থেকে নামার চেষ্টা করেন। এই সময় বাস চালকসহ চারজন যাত্রী আহত হন। খবর পেয়ে পুলিশও দমকল কর্মীরা (Firefighter), দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শর্ট সার্কিট (Short circuit) থেকেই এই অগ্নিকাণ্ড ঘটেছে। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং বর্তমানে তারা চিকিৎসাধীন।