নিউজ পোল ব্যুরো: গ্রীষ্ম এখনও পুরোপুরি আসেনি, অথচ পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় তীব্র গরমে নাজেহাল জনজীবন। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় পারদ লাগাতার ঊর্ধ্বমুখী। গরমের (heatwave) তীব্রতা এতটাই যে, কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগে (traffic police) কর্মরত আধিকারিকদের কাজের সময় কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার শহরের বিভিন্ন ট্রাফিক গার্ড পরিদর্শনে যান কলকাতা পুলিশ কমিশনার (Kolkata Police Commissioner) মনোজ ভর্মা। গ্রীষ্মের দাবদাহে দীর্ঘক্ষণ রাস্তায় ডিউটি করতে গিয়ে যাতে পুলিশ কর্মীরা অসুস্থ না হয়ে পড়েন, সে কারণে ট্রাফিক পুলিশের দৈনিক কাজের সময় ৮ ঘণ্টা থেকে কমিয়ে ৬ ঘণ্টা করা হয়েছে।
আরও পড়ুন:- Ram Navami : রামনবমীতে প্রশাসনকে কড়া বার্তা শুভেন্দুর
শুধু সময় কমানোই নয়, ট্রাফিক পুলিশ কর্মীদের স্বাস্থ্যরক্ষার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিটি কর্মীকে ওআরএস (ORS), ছাতা (umbrella), এবং পর্যাপ্ত পরিমাণ পানীয় জল (drinking water) দেওয়া হচ্ছে, যাতে তারা(Traffic Police) গরমে সুস্থ থাকতে পারেন। তবে এই তীব্র গরমের মধ্যেই স্বস্তির খবর দিয়েছে আবহাওয়া দফতর (Meteorological Department)। তাদের পূর্বাভাস অনুযায়ী, ১৯ মার্চ (March 19) থেকেই রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে (western districts) আবহাওয়ার পরিবর্তন হতে পারে। বাঁকুড়া (Bankura), পুরুলিয়া (Purulia), পশ্চিম মেদিনীপুর (West Midnapore) ও ঝাড়গ্রাম (Jhargram) জেলায় বজ্রবিদ্যুৎ-সহ (thunderstorm) হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত (rainfall) হতে পারে। এছাড়া, ২০ মার্চ (March 20) থেকে দক্ষিণবঙ্গের (South Bengal) প্রায় সব জেলাতেই ঝড়-বৃষ্টি (storm) হওয়ার সম্ভাবনা রয়েছে।
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/1EA79Afcw5/
আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, বঙ্গোপসাগর (Bay of Bengal) থেকে প্রচুর জলীয় বাষ্প (moisture) প্রবেশ করায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আরও বাড়বে। বিশেষ করে ২০ ও ২১ মার্চ (March 20-21) বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান (East Burdwan) ও হুগলি (Hooghly) জেলায় কালবৈশাখী (Kalbaisakhi) হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। ২১ মার্চ (March 21) দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। হাওড়া (Howrah) ও হুগলিতেও ঝড়ের পূর্বাভাস রয়েছে। ফলে টানা কয়েকদিনের দাবদাহের পর সাময়িক স্বস্তি মিলতে পারে রাজ্যবাসীর। অকাল দাবদাহের (heatwave in spring) জেরে যখন মানুষ রীতিমতো অতিষ্ঠ, তখন কলকাতা পুলিশের (Kolkata Police) এই নতুন সিদ্ধান্ত ট্রাফিক কর্মীদের জন্য কিছুটা হলেও স্বস্তি দেবে। একইসঙ্গে, আসন্ন বৃষ্টি ও ঝড়-বজ্রপাত (thunderstorm in Bengal) সাধারণ মানুষকে গরম থেকে কিছুটা রেহাই দিতে পারে। এখন শুধু অপেক্ষা প্রকৃতির করুণার।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT