High Court Judge: বিচারপতির বাড়ি থেকে বিপুল টাকা উদ্ধার হতেই বড় পদক্ষেপ সুপ্রিম কোর্টের

দেশ

নিউজ পোল ব্যুরো: যার হাতে ন্যায় অন্যায়ের বিচারের ভার থাকে সেই বিচারপতিই কি না সৎ নয়। হাই কোর্টের (High Court Judge) বিচারপতির বাড়িতে আগুন নেভাতে গিয়ে বেড়িয়ে এল টাকার পাহাড়। দিল্লি হাইকোর্টের বিচারপতির বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণে নগদ টাকা। তার পরেই তাঁকে বদলির সিদ্ধান্ত নেয় শীর্ষ আদালত। সুপ্রিম কোর্ট কলেজিয়াম সিদ্ধান্ত নিয়েছে যে বিচারপতি যশবন্ত ভার্মাকে দিল্লি হাইকোর্ট থেকে এলাহাবাদে ফেরত পাঠানো হবে।

সূত্র জানিয়েছে যে গত সপ্তাহে হোলির বিচারপতি ছুটিতে ছিলেন। সেই সময়েই তাঁর দিল্লির বাংলোতে আগুন আগে। আগুন নেভাতে এসেই দমকলবাহিনী বাড়ি থেকে উদ্ধার করে টাকার পাহাড়। দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত ভর্মার (Justice Yashwant Verma ) বাড়ি থেকে এই টাকা উদ্ধার করা হয়েছে। জানা গিয়েছে দমকলবাহিনী ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নেভানোর পর ফায়ার পকেট রয়েছে কি না, তা দেখতে গিয়েই কয়েকটি ঘর থেকে বিপুল পরিমাণ নগদ উদ্ধার করে। তবে বিচারপতির বাড়িথেকে মোট কত টাকা উদ্ধার হয়েছে সেটা এখনও জানা জায়নি। সরকারি চ্যানেলের মাধ্যমে বিষয়টি জানানোর পর, প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বে কলেজিয়াম বিচারপতি ভর্মাকে বদলি করার সিদ্ধান্ত নেয়। বিচারপতি ভর্মা এখনও নগদ টাকা উদ্ধারের বিষয়ে কোনও প্রতিক্রিয়া জানাননি। সূত্র জানিয়েছে যে নগদ উদ্ধারের বিষয়টি প্রধান বিচারপতি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখেছেন এবং পাঁচ সদস্যের কলেজিয়াম বিচারপতি ভর্মার বদলির বিষয়ে সর্বসম্মতভাবে একমত হয়েছেন। এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো, ২০২১ সালের অক্টোবর পর্যন্ত এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি ছিলেন যশবন্ত ভর্মা।

আরও পড়ুনঃ Space Station: স্পেস স্টেশন তৈরি হচ্ছে কলকাতায়! জানতে হলে বিস্তারিত পড়ুন

হাই কোর্টের (High Court Judge) বিচারপতির বাড়িতে টাকা উদ্ধারের পরেই নানা চর্চা শুরু হয়েছে। তবে সূত্র জানিয়েছে যে কিছু সদস্য মনে করেন বিচার বিভাগের সুনাম নষ্ট না করার জন্য কঠোর ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন, যার ফলে জনগণের কাছে ন্যায়বিচার পৌঁছে দেওয়ার বিষয় নিয়ে কোনও প্রশ্ন না ওঠে। বিচারপতি ভর্মাকে পদত্যাগ করতে বলা হচ্ছে বলেও আলোচনা হয়েছিল। সূত্রের খবর, কলেজিয়ামের কিছু সদস্য মনে করেন যে, তিনি টাকা উদ্ধারের ঘটনা বিচারপতি অস্বীকার করেন তাহলে প্রধান বিচারপতি একটি অভ্যন্তরীণ তদন্ত শুরু করতে পারেন এটি হবে সংসদ কর্তৃক বিচারপতি ভর্মাকে অপসারণের প্রথম পদক্ষেপ।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:https://www.facebook.com/share/1XhiZuM5DK/