নিউজ পোল ব্যুরো: মানুষের আবেগ, ভালোবাসা এবং প্রশান্তির অন্যতম বহিঃপ্রকাশ হলো আলিঙ্গন (Hug)। আমরা সাধারণত প্রিয়জনদের জড়িয়ে ধরে মানসিক শান্তি লাভ করি। কিন্তু আপনি কি জানেন, কেউ একজন এটিকে পেশা হিসেবে গ্রহণ করেছেন? যুক্তরাজ্যের (United Kingdom) ব্রিস্টল (Bristol) শহরের বাসিন্দা ট্রেভর হুটন (Trevor Hooton) ঠিক এমনই এক ব্যতিক্রমী পেশার সঙ্গে যুক্ত হয়েছেন। তিনি একজন পেশাদার আলিঙ্গন প্রদানকারী বা ‘কাডল থেরাপিস্ট’ (Cuddle Therapist)।
‘কাডল থেরাপি’ (Cuddle Therapy) মূলত একটি বিশেষ ধরণের মানসিক স্বাস্থ্যসেবা (Mental Health Service), যেখানে মানুষ শারীরিক স্পর্শ (Physical Touch) এবং নির্দোষ আলিঙ্গনের (Platonic Hug) মাধ্যমে প্রশান্তি এবং আরাম খুঁজে পায়। ট্রেভর হুটন এই পেশায় নিয়োজিত থেকে মানুষকে নির্ভেজাল আদর, ভালোবাসা ও যত্ন প্রদান করেন। ট্রেভর জানান, অনেক মানুষই তাদের জীবনে নিঃসঙ্গতা (Loneliness), মানসিক চাপ (Stress), উদ্বেগ (Anxiety) এবং বিষণ্ণতার (Depression) শিকার হন। আলিঙ্গন থেরাপির মাধ্যমে এই সমস্যাগুলোর থেকে সাময়িক মুক্তি পাওয়া সম্ভব। এক ঘণ্টার ‘কাডল থেরাপি’ সেশনের জন্য তিনি ৭৫ ইউরো (Euro) বা ভারতীয় টাকায় প্রায় ৭ হাজার টাকা নেন। তার প্রতিটি সেশনই আলাদা এবং ব্যক্তির চাহিদার ওপর নির্ভরশীল। সেশনের আগে তিনি তার ক্লায়েন্টের (Client) সঙ্গে কথা বলেন এবং বুঝতে চেষ্টা করেন তারা কী চান। কেউ যদি একাকিত্ব অনুভব করেন বা কারও সান্নিধ্য চান, তবে তিনি তাদের আরামদায়কভাবে আলিঙ্গন করেন এবং যত্নশীল আচরণ করেন।
আরও পড়ুনঃ Health Risk: বরফে ভাইরাস, জানুন কেন সাবধানে শরবত খাবেন!
মূলত, সেবার মধ্যে শুধুমাত্র মানসিক প্রশান্তি এবং ইতিবাচক অনুভূতি (Positive Vibes) প্রদান করা হয়। এটি সম্পূর্ণরূপে প্ল্যাটোনিক (Platonic), কোনো যৌনতা (Sexual Intimacy) এতে জড়িত নয়। তার ভাষায়, ‘এটি শুধু আলিঙ্গনের মাধ্যমে মানুষকে স্বস্তি দেওয়ার পেশা। আমাদের প্রথম সাক্ষাতে নীতিমালা (Guidelines) নিয়ে আলোচনা হয় এবং উভয় পক্ষ সম্মত হলেই সেশন শুরু করা হয়।’ প্রায় দশ বছর আগে ট্রেভর মানুষের সম্পর্ক এবং আবেগ নিয়ে বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণা (Scientific Research) পড়েন। তিনি বুঝতে পারেন, মানুষের মধ্যে স্পর্শের (Human Touch) অভাব মানসিক স্বাস্থ্যকে প্রভাবিত করে। এরপর চলতি বছরের মে মাসে তিনি ‘কাডল থেরাপি’কে পেশা হিসেবে গ্রহণ করেন। তবে এই ব্যতিক্রমী পেশার কারণে অনেকেই তাকে ভুল বোঝেন। অনেকেই তার কাজকে যৌনকর্মের (Sex Work) সঙ্গে গুলিয়ে ফেলেন।
বর্তমান সমাজে দ্রুতগতির জীবনযাত্রা, কাজের চাপ (Work Pressure) এবং প্রযুক্তির আধিপত্যের কারণে অনেকেই নিঃসঙ্গতা অনুভব করেন। আলিঙ্গন এবং সান্নিধ্য শরীরে অক্সিটোসিন (Oxytocin) হরমোন নিঃসরণ করে, যা মানসিক প্রশান্তি এনে দেয় এবং উদ্বেগ কমাতে সাহায্য করে। ট্রেভরের মতে, ‘যদি আপনার হাতে এক ঘণ্টা অবসর থাকে এবং সে সময়ে আপনি ভালোবাসা, যত্ন ও প্রশান্তি পান, তাহলে কেমন লাগবে? আমি সেটাই মানুষকে দেওয়ার চেষ্টা করি।’
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/