নিউজ পোল ব্যুরো: আজকের দিনে মোবাইল ফোন আর বিলাসিতা নয় বরং এটি আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছে। ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতের শেষ মুহূর্ত পর্যন্ত আমরা মোবাইল ফোন (Mobile Phone) হাতে নিয়েই থাকি। অফিসের কাজ হোক বা বিনোদন সব ক্ষেত্রেই এটি আমাদের নিত্যসঙ্গী। এমনকি অনেকেই বাথরুমেও ফোন নিয়ে যান! কিন্তু জানেন কি এই অভ্যাস আপনার প্রজনন ক্ষমতার (fertility) মারাত্মক ক্ষতি করতে পারে? বিশেষজ্ঞদের মতে, মোবাইল ফোন প্যান্টের পকেটে (pants pocket) রাখার ফলে পুরুষদের স্পার্ম কাউন্ট (Sperm Count) কমে যেতে পারে, যা বন্ধ্যাত্ব (infertility) বাড়িয়ে তুলতে পারে।
আরও পড়ুন: Asteroid: মহাজাগতিক দানব ধেয়ে আসছে পৃথিবীর দিকে
বিশেষজ্ঞদের মতে, পুরুষদের শুক্রাণু (Sperm Production) উষ্ণতা সহ্য করতে পারে না। এ কারণেই মানবদেহের অন্য অঙ্গের তুলনায় শুক্রাণু থলির (scrotum) তাপমাত্রা কম থাকে। এটি শরীরের বাইরের অংশে অবস্থিত কারণ বেশি তাপ শুক্রাণুর উৎপাদন (Sperm Count) এবং গুণগত মান (sperm quality) নষ্ট করতে পারে। অথচ অনেকেই নিজেদের অজান্তেই মোবাইল ফোন পকেটে রেখে দীর্ঘক্ষণ ধরে শরীরের কাছেই রাখেন, যা শুক্রাণুর জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে।
যেভাবে মোবাইল ফোন ক্ষতি করছে শুক্রাণুকে
- বিকিরণ: মোবাইল ফোন থেকে একধরনের ইলেক্ট্রোম্যাগনেটিক রে নির্গত হয় যা শুক্রাণুর ওপর নেতিবাচক প্রভাব ফেলে। গবেষণায় দেখা গেছে, দীর্ঘসময় ধরে মোবাইল ফোনের বিকিরণের সংস্পর্শে এলে স্পার্ম কাউন্ট (Sperm Count) কমে যায় এবং বীর্যের গুণমানও (semen quality) খারাপ হয়ে যায়।
- ডিএনএ ক্ষতি: মোবাইল ফোনের বিকিরণ শুক্রাণুর ডিএনএ স্ট্রাকচারকে দুর্বল করতে পারে। ফলে শুক্রাণুর গঠনগত সমস্যা তৈরি হয়, যা ভবিষ্যতে বন্ধ্যাত্ব বা গর্ভধারণে (conception) সমস্যা সৃষ্টি করতে পারে।
- তাপমাত্রা বৃদ্ধি: মোবাইল ফোন ব্যবহারের সময় একটি নির্দিষ্ট পরিমাণ তাপ (heat) উৎপন্ন করে। যখন ফোনটি পকেটে থাকে তখন এটি পুরুষাঙ্গের চারপাশের তাপমাত্রা বাড়িয়ে দেয়। ফলে শুক্রাণু উৎপাদনে ব্যাঘাত ঘটে।
শুধু মোবাইল ফোনই নয়, যারা ল্যাপটপ (laptop) বা ট্যাব (tablet) কোলে নিয়ে দীর্ঘসময় ধরে কাজ করেন, তারাও একই ধরনের সমস্যার শিকার হতে পারেন। ল্যাপটপ থেকে উৎপন্ন তাপ শুক্রাণুর তাপমাত্রা বাড়িয়ে দিয়ে এর গুণগত মান নষ্ট করতে পারে। তাই পুরুষদের প্রজনন স্বাস্থ্য ভালো রাখতে কিছু গুরুত্বপূর্ণ অভ্যাস গড়ে তোলা প্রয়োজন।
- মোবাইল ফোন প্যান্টের পকেটে না রাখা সম্ভব হলে মোবাইল ফোন ব্যাগে বা হাতের বাইরে কোথাও রাখার অভ্যাস করুন।
- ল্যাপটপ কোলে রেখে কাজ না করা। ল্যাপটপ ব্যবহার করলে এটি টেবিলের উপর রাখুন।
- নরম কাপড়ের প্যান্ট পরা। টাইট জিন্স বা সিন্থেটিক কাপড় শুক্রাণুর জন্য ক্ষতিকর হতে পারে তাই সুতির কাপড়ের পোশাক পরার চেষ্টা করুন।
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/
আজকের ডিজিটাল যুগে মোবাইল ফোন ছাড়া আমাদের জীবন প্রায় অচল। তবে এর সঠিক ব্যবহার জানা অত্যন্ত জরুরি। মোবাইল ফোনের বিকিরণ এবং তাপমাত্রা বৃদ্ধির ফলে পুরুষদের প্রজনন ক্ষমতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই আজ থেকেই সতর্ক হন এবং নিজের স্বাস্থ্য সুরক্ষিত রাখুন!