Argentina vs Brazil: ব্রাজিল বধে বিশ্বকাপ যোগ্যতা অর্জনের সেলিব্রেশন আর্জেন্টিনার

breakingnews ক্রীড়া ফুটবল

শুভম দে: ২০২৬ ফিফা বিশ্বকাপের (FIFA World Cup 2026) টিকিট পকেটে পুড়ল বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা (Argentina) বুধবার (ভারতীয় সময়) ঘরের মাঠে চিরপ্রতিদ্বন্দ্বী সেলেকাওদের (Brazil) ৪-১ গোলে (Argentina vs Brazil) উড়িয়ে দিল মেসি (Lionel Messi) বিহীন আলবিসেলেস্তেরা। যদিও বিশ্বকাপের ছাড়পত্র পেয়ে মাত্র এক পয়েন্টের‌ই প্রয়োজন ছিল নীল-সাদা বাহিনীর। যা উরুগুয়ের বিরুদ্ধে বলিভিয়া গোলশূন্য ড্র (Uruguay vs Bolivia) করায় ব্রাজিলের বিরুদ্ধে খেলতে নামার আগেই নিশ্চিত হয়ে যায়। ফলে ব্রাজিলের বিরুদ্ধে খোলা মনে খেলতে নেমে সম্মানের লড়াই দাপটের সঙ্গে জিতল লিওনেল স্কালোনির (Lionel Scaloni) দল।

আর‌ও পড়ুন: India vs Bangladesh Football: ছন্নছাড়া ফুটবলে পয়েন্ট নষ্ট সুনীলদের

মাত্র চার মিনিটেই অ্যাটলেটিকো মাদ্রিদ ফরোয়ার্ড আলভারেজ জুলিয়ান গোলের খাতা খোলেন। থিয়াগো আলমাদার বাড়ানো বলে ব্রাজিল ডিফেন্ডারদের কাটিয়ে গোলরক্ষক বেন্টোর খুব কাছ থেকে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন তিনি। এর ঠিক আট মিনিট পরে সেলেকাও রক্ষণকে বোকা বানিয়ে আর্জেন্টিনার দ্বিতীয় গোলটি করেন এনজো ফার্নান্দেজ। বক্সের বাইরে থেকে শট নিয়েছিলেন নাহুয়েল মোলিনা। কিন্তু তা গোলে না পৌঁছালেও ব্রাজিল ডিফেন্ডাররা বল ক্লিয়ার করতে ব্যর্থ হলে চেলসি মিডফিল্ডার এনজো হালকা চালে বল জড়িয়ে দেন প্রতিপক্ষের জালে। ২-০ গোলে এগিয়ে যায় আর্জেন্টাইনরা (Argentina vs Brazil)।

ক্রমশ ম্যাচ থেকে হারিয়ে যেতে থাকে সেলেকাওরা (Argentina vs Brazil)। নেইমারহীন ব্রাজিলকে ভিনিসিয়াস রদরিগোরা থাকা সত্ত্বেও রীতিমত ছন্নছাড়া দেখায়। তীরের মত ধেয়ে আসতে থাকে একের পর এক আর্জেন্টাইন আক্রমণ। বুয়েন্স আইরেসের এস্টাডিও মনুমেন্টাল তখন উত্তাল হয়ে উঠেছে নীল-সাদা সমর্থকদের ‘ওলে ওলে’ ‘র সুরে। কিন্তু ঠিক এইসময় আর্জেন্টিনার সেন্টার ব্যাক ক্রিশ্চিয়ান রোমেরোর ভুলে ব্রাজিলের হয়ে একমাত্র গোলটি করে যান ম্যাথিউজ কুনহা। ২৬ মিনিটে রোমেরো বেশিক্ষণ বল ধরে রাখতে গিয়ে কুনহাকে গোল উপহার দিয়ে বসেন। ঠান্ডা মাথায় নীচু শটে আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজকে পরাস্ত করেন তিনি।

কিন্তু ৩৭ মিনিটে ফের ব্যবধান বারিয়ে ফেলে আর্জেন্টিনা (Argentina vs Brazil)। অ্যালিস্টারের দুর্দান্ত গোলে ব্রাজিলিয়ানদের লড়াইয়ে ফেরার আশা শেষ হয়ে যায়। লিভারপুল মিডফিল্ডার ম্যাক অ্যালিস্টারের প্রথম প্রয়াসেই ভলিতে গোল করে ৩-১ -এ বিরতিতে যান। লিওনেল মেসির অভাব এতটুকু‌ও নজর পড়েনি আর্জেন্টিনার খেলায়। প্রত্যেকে নিজেদের সেরা দিয়ে খেললেন। অন্যদিকে ব্রাজিলকে ততটাই ফ্যাকাশে দেখায়। দ্বিতীয়ার্ধে গোল করার চেষ্টা করলেও তা সফল হয়নি। শেষমেশ ৭১ মিনিটে আর্জেন্টাইন কিংবদন্তি তথা অ্যাটলেটিকো মাদ্রিদ কোচ দিয়েগো সিমেওন পুত্র জিউলিয়ানো সিমিওনের গোলে দল ৪-১ ব্যবধানে জয়লাভ করে আলবিসেলেস্তেরা। জাতীয় দলের জার্সি গায়ে এটিই প্রথম গোল বছর বাইশের সিমিওনের।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/

এই জয়ের (Argentina vs Brazil) ফলে ১৪টি ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকার ১০ দলের বাছাইপর্বের গ্রুপে শীর্ষ ধরে রাখল আর্জেন্টিনা এবং সেরা ছয়টি দলে মধ্যে নিজেদের জায়গা সুনিশ্চিত করে আগামী বছর বিশ্বকাপে নিজেদের জায়গা পাকা করল তারা। অন্যদিকে সমসংখ্যক ম্যাচ খেলে ২১ পয়েন্ট নিয়ে ব্রাজিল র‌ইল চতুর্থ স্থানে। ইতিমধ্যেই বিশ্বকাপের যোগ্যতা অর্জন করেছে জাপান, নিউজিল্যান্ড এবং ইরান। এবার চতুর্থ দল হিসেবে ছাড়পত্র পেয়ে গেলেন মেসিরা।

সংক্ষিপ্ত স্কোর:

আর্জেন্টিনা ৪
জুলিয়ান আলভারেজ ৪’
এনজো ফার্নান্দেজ ১২’
ম্যাক অ্যালিস্টার ৩৭’
জিউলিয়ানো সিমিওনে ৭১’

ব্রাজিল ১
ম্যাথিউজ কুনহা ২৬’