নিউজ পোল ব্যুরো: কলকাতার বুকে শুরু হতে চলেছে এক অভিনব উদ্যোগ—‘সুন্দরবন ট্রামযাত্রা’ (Sunderban Tram Yatra)। পরিবেশ সংরক্ষণ ও সুন্দরবনের জীবনধারা শহরবাসীর (Kolkata Tram) কাছে তুলে ধরার জন্য আয়োজিত এই উৎসব চলবে ২৮ থেকে ৩১ মার্চ পর্যন্ত। এই সময় শহরের ঐতিহ্যবাহী ট্রামের মধ্যেই ধরা দেবে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ সুন্দরবন (Sunderban)। এই চারদিন গড়িয়াহাট-এসপ্ল্যানেড-শ্যামবাজার (Gariahat-Esplanade-Shyambazar) রুটে একটি বিশেষভাবে সজ্জিত ট্রামে (Decorated Tram) বিনামূল্যে ভ্রমণ (Free Tram Ride) করতে পারবেন যাত্রীরা। তবে এই সুযোগ সব ট্রামে নয়, একমাত্র এই বিশেষ সুন্দরবন-থিমযুক্ত ট্রামের জন্যই বরাদ্দ। ট্রামের ভিতরে থাকবে সুন্দরবনের লোকসংস্কৃতি (Folk Culture), নাটক (Drama), গান (Music) এবং আড্ডার (Interactive Sessions) আসর।
আরও পড়ুন:- Jadavpur University: উপাচার্যহীন যাদবপুর, ভাস্কর গুপ্তকে অপসারণ রাজ্যপালের
এই অনুষ্ঠানে যোগ দিতে কলকাতায় আসছেন বিশ্বের বিভিন্ন দেশের ট্রামপ্রেমী (Tram Enthusiasts)। বিশেষ আকর্ষণ অস্ট্রেলিয়ার প্রতিনিধি দল, যার নেতৃত্বে থাকবেন মেলবোর্নের ট্রাম কন্ডাক্টর (Tram Conductor) রবের্তো আন্দ্রেয়া। তিনি প্রতীকী টিকিট (Symbolic Ticket) দিয়ে যাত্রীদের স্বাগত জানাবেন এবং আড্ডায় অংশ নেবেন। অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যে পরিবেশ ও পরিবহন সংরক্ষণ (Sustainable Transport) নিয়ে আলোচনার ক্ষেত্র বিস্তৃত করতেই এই বিশেষ আয়োজন। ট্রামযাত্রার (Kolkata Tram) মাধ্যমে তুলে ধরা হবে কলকাতা ও সুন্দরবনের জলবায়ু সংকট (Climate Crisis of Kolkata & Sundarbans)। এই উৎসবের জন্য নোনাপুকুর ট্রাম ডিপোতে (Nonapukur Tram Depot) বিশেষ ট্রামটি সজ্জিত করা হয়েছে। ট্রামের অন্দরসজ্জায় ফুটিয়ে তোলা হয়েছে সুন্দরবনের জীববৈচিত্র্য (Biodiversity)। এই ট্রামযাত্রায় থাকছে তথ্যমূলক টিকিট (Informative Tickets), যেখানে সুন্দরবনের পরিবেশ ও জীববৈচিত্র্য সংক্রান্ত গুরুত্বপূর্ণ বার্তা দেওয়া হয়েছে।পাশাপাশি, চারদিনের এই উৎসবের প্রতিটি সন্ধ্যায় এসপ্ল্যানেড ট্রাম টার্মিনাসে (Esplanade Tram Terminus) সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সেখানে তৈরি হয়েছে নৌকোর আদলে (Boat-shaped Pavilion) এক অনন্য মঞ্চ।
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/164mWXbsyp/
উৎসবের চতুর্থ দিন, ৩১ মার্চ বিকেল সাড়ে চারটেয় আইসিসিআর রবীন্দ্রনাথ ঠাকুর সেন্টার (ICCR Rabindranath Tagore Centre), সত্যজিৎ রায় অডিটোরিয়ামে (Satyajit Ray Auditorium) অনুষ্ঠিত হবে এক বিশেষ সেমিনার। বিষয়— কলকাতা ও সুন্দরবনের জলবায়ু সংকট (Climate Crisis of Kolkata & Sundarbans)।পরিবেশবিদ, গবেষক ও ট্রামপ্রেমীরা এখানে নিজেদের মতামত জানাবেন। কলকাতা (Kolkata Tram) ও মেলবোর্ন (Melbourne) ট্রামের ঐতিহ্যে সমৃদ্ধ দুটি শহর। এই উদ্যোগ শুধু পরিবেশ রক্ষার বার্তাই বহন করছে না, বরং ভারত-অস্ট্রেলিয়ার বন্ধুত্বের (India-Australia Friendship) এক নতুন দিগন্ত খুলে দিচ্ছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT