Jharkhand Rail Accident: মুখোমুখি সংঘর্ষে লাইনচ্যুত মালগাড়ি! দুমড়ে মুচড়ে গেল ইঞ্জিন

breakingnews দেশ

নিউজ পোল ব্যুরো: ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলায় ফের ভয়াবহ ট্রেন দুর্ঘটনা (Jharkhand Rail Accident)। মঙ্গলবার ভোররাতে সাহেবগঞ্জ জেলার বারহাইট থানার এলাকার ফারাক্কা-লালমাটিয়া এমজিআর রেলপথ (MGR Railway Route)-এ সংঘর্ষে জড়িয়ে পড়ে দুটি মালগাড়ি। এনটিপিসি লালমাটিয়া এমজিআর নামে পরিচিত রেলপথটি মূলত একটি মালগাড়ি চলাচলের ট্র্যাক, যা ভারতীয় রেলের নিয়ন্ত্রণাধীন নয়। এটি সম্পূর্ণরূপে এনটিপিসি ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন (NTPC) পরিচালিত একটি রেল নেটওয়ার্ক। ঘটনায় মৃত্যু হয়েছে এক লোকো পাইলট (Loco Pilot)-সহ মোট তিনজনের। এছাড়া আহত হয়েছেন পাঁচজন রেলকর্মী ও এক সিআরপিএফ (CRPF) জওয়ান। আহতদের তৎক্ষণাৎ বারহাইট কমিউনিটি হেলথ সেন্টারে ভর্তি করা হয়েছে। সূত্রের খবর, একটি কয়লা বোঝাই মালগাড়ি (Coal Loaded Goods Train) সাহেবগঞ্জ জেলার বারহাইট এমটি স্টেশনের কাছে দাঁড়িয়ে থাকা একটি খালি মালগাড়িকে পেছন থেকে ধাক্কা মারে। প্রচণ্ড গতিতে ধাক্কা লাগার ফলে ট্রেনের একাধিক বগি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারান লোকো পাইলট সহ ২ জন।

আরও পড়ুন:- Train Accident: দাঁড়িয়ে থাকা মালগড়ির পেছনে ধাক্কা, বেলাইন ট্রেন

শুধু এই দুর্ঘটনাই (Jharkhand Rail Accident) নয়, শুক্রবার ওড়িশার কাছে কামাখ্যা এক্সপ্রেস লাইনচ্যুত হয়েছিল। সেই ঘটনার আতঙ্ক কাটতে না কাটতেই ফের ঝাড়খণ্ডে মালগাড়ির সংঘর্ষে প্রাণহানির ঘটনা ঘটল। দুর্ঘটনার পরই ঘটনাস্থলে পৌঁছয় উদ্ধারকারী দল। আহতদের দ্রুত হাসপাতালে পাঠানোর পাশাপাশি, ঘটনাস্থলে উপস্থিত রেলওয়ে সেফটি টিম (Railway Safety Team) পরিস্থিতি পর্যবেক্ষণ শুরু করেছে। তদন্তের জন্য প্রশাসনের পক্ষ থেকে একটি বিশেষ দল গঠন করা হয়েছে। তদন্তে জানা গিয়েছে, খালি মালগাড়িটি বারহাইট এমটি স্টেশনের কাছে দাঁড়িয়ে ছিল। সেই সময় লালমাটিয়া থেকে আসা কয়লা বোঝাই একটি থ্রু-পাস মালগাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে। তবে দুর্ঘটনার আসল কারণ খতিয়ে দেখা হচ্ছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

এই ট্রেন দুর্ঘটনায় (Jharkhand Rail Accident) সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। বিশেষজ্ঞদের মতে, ট্র্যাক মেইনটেন্যান্স (Track Maintenance) বা সিগন্যাল সিস্টেম (Signal System)-এ গাফিলতির কারণেও এই ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। দুর্ঘটনায় মৃতদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার বিষয়েও আলোচনা চলছে। আহতদের চিকিৎসার যাবতীয় খরচ রেল প্রশাসনের তরফ থেকে বহন করা হবে বলে সূত্রের খবর।