নিউজ পোল ব্যুরো: ১৯ নভেম্বর মাঠেই কেঁদে ফেলেছিলেন। তারপর জীবনে এসেছে একটা ২৯ জুন আর একটা ৯ মার্চ। তবু এরপরেও মোতেরার সেই রাত আজও কি কাঁদায় না বিরাট কোহলিকে (Virat Kohli)? ভারতের হয়ে জোড়া বিশ্বকাপ জয়ের (পড়ুন, ৫০ ওভারের বিশ্বকাপ) মওকা হাতছানি দিয়েছিল তাঁকে। স্বয়ং ক্রিকেট ঈশ্বর সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) জীবনেও এহেন সুযোগ আসেনি। কোনও ভারতীয়ের জীবনেই আসেনি। সেখানে কোহলি পেয়েও হারিয়েছেন। প্যাট কামিন্সের (Pat Cummins) ক্ষুরধার মস্তিষ্ক আর ট্র্যাভিস হেডের (Travis Head) একটা অতিমানবীয় ইনিংস শেষ করে দিয়েছিল সবটা।
আরও পড়ুন: Yashasvi Jaiswal: আইপিএলের মাঝেই দল বদল যশস্বীর?
তবু কেঁদে কী লাভ? আর বিরাট কোহলির (Virat Kohli) মত মানুষদের ঘরের কোণে বসে চোখের জল ফেললে চলে নাকি? নাঃ, বিরাট হিপোক্রেট নন। তিনি নিজের হতাশা বা যন্ত্রণা এসব লুকানোর বিন্দুমাত্র চেষ্টা করেন না। তা বলে পুরনো কাসুন্দি নিয়ে পড়ে থাকাও তাঁর ধাতে নেই। সাফল্যই মনে রাখতে চান না কিং কোহলি। তাহলে শুধু শুধু ব্যর্থতাই বা কেন মনে পুষে রেখে দেবেন?

তবে এক্ষেত্রে কিন্তু রাখছেন বিরাট। কেননা রাখাটা দরকার। স্বামী বিবেকানন্দ (Swami Vivekananda) বলেছিলেন, “ওঠো, জাগো এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না।” কিং কোহলিও নিজের লক্ষ্যটা স্থির করে ফেলেছেন। একবার না পারিলে দেখো শতবার না হোক, অন্ততঃ দ্বিতীয়বার চেষ্টা করতে ক্ষতি কী? আর এই চেষ্টা যতক্ষণ চলবে অন্ততঃ ততক্ষণ অবধি থামার কোনও প্রশ্নই নেই।
আইপিএলের (IPL 2025) মাঝে একটি অনুষ্ঠানে গিয়ে সেকথা স্পষ্টও করে দিয়েছেন ‘রো-কো’ জুটির ‘কো’। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup 2024) জিতে বিদায় জানিয়েছিলেন আন্তর্জাতিক ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণটিকে। চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy 2025) জেতার পর এবার কি তবে ৫০ ওভার থেকে সরে যাওয়ার পালা? এই প্রশ্নের জবাব কিং কোহলি কোনও রাখঢাক না করেই জানিয়ে দিয়েছেন, “আগামী ওডিআই বিশ্বকাপ জেতার চেষ্টা করব। এটাই আমার পরবর্তী বড় পদক্ষেপ।”

নিউজ পোল বাংলা ইউটিউব চ্যানেলের লিংক: https://youtube.com/@newspolebangla?si=Ygy6shQubNhWstbr
কোহলির বক্তব্য থেকেই পরিষ্কার, এক বছরেরও কম ব্যবধানে টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফি জয় বড় সাফল্য নিঃসন্দেহে। তবে ২০২৩ ফাইনালের রেমেডি দুয়ে মিলেও নয়। হতে পারে না। কাঁটা একমাত্র দিয়েই কাঁটা তুলতে হয়। তাই সেই লক্ষ্যেই— না, হাঁটছেন না বিরাট (Virat Kohli)। রীতিমত দৌড়াচ্ছেন। স্বামীজির বাণী তাঁর মাথায় আছে কি না জানা নেই। তবে দুবছর পর দক্ষিণ আফ্রিকার মাটিতে নিজ লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত যে তিনি থামবেন না, তা বুঝিয়ে দিতে মরিয়া প্রতিনিয়ত।