Mohun Bagan: আপুইয়া-মনবীরকে ছাড়াই টাটা-অভিযানে পালতোলা নৌকা

ক্রীড়া ফুটবল

শুভম দে: আর তিনটে ম্যাচ। তাহলেই ঘুচবে কাপ আর ঠোঁটের মধ্যে দূরত্ব। রয়েছে মুম্ব‌ই সিটি এফসির (Mumbai City FC) পর দ্বিতীয় দল হিসেবে এক‌ই মরশুমে লিগ শিল্ড (ISL League Shield) এবং কাপ (ISL Cup) জয়ের নজির গড়ার হাতছানি। গতবার অল্পের ভুলে যে দূরত্ব অধরাই থেকে গিয়েছিল এবার আর সেই ভুল করতে রাজি নয় সবুজ মেরুন শিবির (Mohun Bagan)। তবে কোচ মোলিনার (Jose Molina) সাফ কথা ফাইনাল নিয়ে তিনি এখন ভাবছেন‌ না। তাঁর ভাবনা শুধুই এখন সেমিফাইনালে (ISL Semi-final) জামশেদপুরকে (Jamshedpur FC) নিয়ে। একটা একটা ম্যাচ ধরে এগোতে চান বাগান কোচ।

আরও পড়ুন: Yashasvi Jaiswal: আইপিএলের মাঝেই দল বদল যশস্বীর?

চলতি মরশুমে মোহনবাগান‌ (Mohun Bagan) যেরকম ঘরের মাঠে অপরাজিত ঠিক সেরকম দূর্ভেদ্য টাটানগরে জামশেদপুর দূর্গ‌ও। ইস্পাত নগরীতে আটটি ম্যাচ জিতেছে খালিদ জামিলের ছেলেরা। তাই শুভাশীষ-সাহালদের হেডস্যার খুব ভাল করেই জানেন লড়াই কতটা কঠিন‌। তার উপর গত ৮ মার্চের পর আর কোন ম্যাচ খেলেনি লিগ চ্যাম্পিয়নরা। সেখানে নক-আউটে সদ্য নর্থ-ইস্টকে তাদের ঘরের মাঠে হারিয়ে খেলতে নামবে জামশেদপুর। তবে এসবকে পাত্তা দিচ্ছেন না মোহনবাগানের স্প্যানিশ কোচ। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন,“আমার মনে হয় না জামশেদপুর সম্প্রতি খেলে আসছে বলে তারা এগিয়ে আছে। মাত্র কয়েক সপ্তাহ আমরা খেলিনি। তাও আমাদের কিছু খেলোয়াড় জাতীয় শিবিরে ছিল এবং সেখানে ভালো পারফর্ম করেছে। হ্যাঁ, গোয়ার ম্যাচের পর থেকে আমরা আর খেলিনি, তবে আমরা প্রস্তুত। টানা লিগ শেষে এইধরণের বিশ্রাম প্রয়োজন হয়। সেমিফাইনালের জন্য প্রস্তুতির জন্য এই বিরতিটি ব্যবহার করেছি। এখন মাঠে প্রমাণ করার পালা।“

বুধবার সকালে যুবভারতীতে অনুশীলন করে জামশেদপুর উড়ে গিয়েছে মোহনবাগান (Mohun Bagan)। বৃহস্পতিবার সন্ধ্যায় ম্যাচ। লিগ শিল্ড জিতে আত্মবিশ্বাস তুঙ্গে মেরিনার্স ব্রিগেডের। শুধু চিন্তা আপুইয়া এবং মনবীরের চোট নিয়ে। দলের সঙ্গে গেলেন ও না গুরুত্বপূর্ণ এই দুই সদস্য। মোলিনা অনেক চেষ্টা করেছিলেন। মঙ্গলবার অনুশীলনে আপুইয়ার সঙ্গে দীর্ঘক্ষণ আলাদা আলোচনাও করতে দেখা গিয়েছিল তাঁকে। কিন্তু শেষমেশ আশঙ্কায় সত্যি হলো। জাতীয় দলে চোটের কারণে সেমিফাইনালের প্রথম লেগ থেকে দূরেই থাকতে হচ্ছে মিজো মিডফিল্ডার এবং মনবীর সিংকে। যা নিঃসন্দেহে বড়ো ধাক্কা সবুজ মেরুন শিবিরের কাছে। তবে এই মোহনবাগান দলে বিকল্প খেলোয়াড় তৈরি থাকে সবসময়। এখানেই এই দলটার সফলতা। দশটা ভারত সেরা। শেষ তিন মরশুমে যাদের ধারেকাছে নেই অন্য কোন ক্লাব।

আপুইয়া-মনবীর নেই তো কি হয়েছে? তৈরি আছেন সাহাল, টাংরি, সূর্যবংশীরা। গোল করার লোকের‌ও অভাব নেই। নক আউটে খালিদ জামিলের দল মূলত রক্ষণাত্মক ফুটবল খেলেই আটকে দিয়েছে আলাদিন আজেইরাদের। মোহনবাগানের (Mohun Bagan) বিপক্ষে‌ও কি এজে-প্রণয় জুটিতে ভর করেই ম্যাচ বের করতে চাইছেন প্রাক্তন ইস্টবেঙ্গল কোচ জামিল? সাংবাদিক বৈঠকে বললেন, “দুই পর্বে খেলা হবে। ওরা খুব‌ই শক্তিশালী একটা দল। তবে আমরা আশাবাদী এবং ঘরের মাঠে ইতিবাচক ফুটবল খেলবো।“ অন্যদিকে বাগানের স্প্যানিশ কোচ‌ বিপক্ষ দলকে সমীহ করলেও বলে গেলেন, “ওরাই আমাদের নিয়ে বেশি ভাববে, আমরা ন‌ই।“ তা ঠিকই বলেছেন মোলিনা। যে দলের ম্যাকলারেন-স্টুয়ার্ট-দিমি-কামিংস-কোলাসোদের মত আক্রমণভাগ এবং শুভাশিস-অলড্রেড-রদ্রিগেজদের মত রক্ষণভাগ তাদেরকে নিয়ে বিপক্ষ দল ভাববে না তো আর কাদের নিয়ে ভাববে?

নিউজ পোল বাংলা ইউটিউব চ্যানেল লিংক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

হেড টু হেড:

ম্যাচ ১০

মোহনবাগান ৫ জামশেদপুর ৩ ড্র ২

আইএস‌এল ২০২৪-২৫:

ম্যাচ ২

মোহনবাগান ১ ড্র ১