নিউজ পোল ব্যুরো: আর ঝক্কি পোহাতে হবে না ট্রেন (Rail) যাত্রীদের। বিশেষ করে বারুইপুর-ডায়মন্ড হারবার (Baruipur-Dimond Harbour) শাখার যাত্রীদের জন্য বড়সড় সুখবর। দীর্ঘদিন ধরে ট্রেন (Rail) চলাচলের সময় দেরি, ভোল্টেজ সমস্যা (Voltage Problem) এবং অন্যান্য অপারেশনাল ব্যাঘাতের কারণে যাত্রীরা নানা সমস্যার মুখোমুখি হতেন। তবে এখন সেই সমস্ত সমস্যা অতীত। ২ এপ্রিল, ২০২৫ থেকে শিয়ালদহ বিভাগের (Sealdah Division) হোটর স্টেশনে চালু হয়েছে অত্যাধুনিক ট্রাকশন সাবস্টেশন (TSS), যা সম্পূর্ণভাবে বদলে দেবে ট্রেন (Rail) চলাচলের গতিপথ। বারুইপুর-ডায়মন্ড হারবার (Baruipur Dimond Harbour) শাখার যাত্রীদের জন্য এই প্রকল্প একটি যুগান্তকারী পদক্ষেপ।
আরও পড়ুন: SSC recruitment scam: শিক্ষকরা কি আর আদৌ যেতে পারবেন স্কুলে?
এই নতুন ট্রাকশন সাবস্টেশন (TSS) চালু হওয়ার ফলে, শিয়ালদহ সাউথ সাবার্বান সেকশনে ট্রেন চলাচলের সময়ের নির্ভরযোগ্যতা ও স্থিতিশীলতা বৃদ্ধি পাবে। আগে যেসব সমস্যাগুলি বারবার উঠে আসত, যেমন—ওভারহেড ইকুইপমেন্ট (OHE) ভোল্টেজের সমস্যা, সেগুলি আর হবে না। এর ফলে, ট্রেনের সময়ানুবর্তিতা বৃদ্ধি পাবে এবং অপারেশনাল ব্যাঘাতও কমে যাবে। বিশেষভাবে, বারুইপুর-ডায়মন্ড হারবার শাখায় কম ভোল্টেজের (Voltage) কারণে ট্রেন দেরি (Train Late) হওয়ার সমস্যা সহজেই সমাধান হবে।
এই উন্নত ট্রাকশন সাবস্টেশনটি, WBSETCL এবং WBSEDCL-এর সহযোগিতায় একটি যুগান্তকারী প্রকল্প হিসেবে গড়ে উঠেছে। ট্র্যাকশন পাওয়ার বিতরণের সিস্টেম আরও শক্তিশালী এবং কার্যকরী হওয়ার কারণে যাত্রীরা পাবেন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে এই সাবস্টেশনটি অন্যান্য অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ সম্প্রসারণে সক্ষম হবে। এই কৌশলগত নমনীয়তার ফলে, শিয়ালদহ বিভাগের (Sealdah Division) ট্রেন চলাচল আরও কার্যকর এবং নির্ভরযোগ্য হবে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
এই নতুন সিস্টেমের প্রবর্তন শুধুমাত্র যাত্রীদের জন্য নয়, রেলওয়ের অপারেশনাল সক্ষমতাও এক নতুন উচ্চতায় পৌঁছাবে। শিয়ালদহ বিভাগের এই উন্নয়ন, বিশেষত বারুইপুর-ডায়মন্ড হারবার (Baruipur-Dimond Harbour) শাখার যাত্রীদের জন্য একটি বড় সাফল্য। এক কথায়, এটি রেলওয়ে যাতায়াতের এক নতুন দিগন্ত উন্মোচন করেছে।