নিউজ পোল ব্যুরো: চৈত্রের গরমে যখন দক্ষিণবঙ্গবাসী (South Bengal Weather) প্রায় হাঁসফাঁস করছে, তখন স্বস্তির খবর নিয়ে এল আবহাওয়া দপ্তর (Weather Today)। আগাম পূর্বাভাস অনুযায়ী, নিমেষেই রূপ বদলেছে আবহাওয়া। আপাতত গরম থেকে খানিকটা রেহাই মিললেও, সামনে অপেক্ষা করছে প্রবল ঝড়-বৃষ্টির দাপট। আবহাওয়া দপ্তরের (IMD Forecast) তথ্য অনুযায়ী, বঙ্গোপসাগরে (Bay of Bengal Low Pressure) একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে, যার প্রভাব আগামী কয়েকদিনে পড়তে চলেছে বাংলার বিস্তীর্ণ অঞ্চলে। আগামী ১৩ এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের একাধিক জেলায় ঝড়-বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
আরও পড়ুন:- Monday Weather: গরমে হাঁপিয়ে উঠেছেন? বৃষ্টি তো আসবে, তবে সঙ্গে আসবে নতুন বিপদ!
উত্তরবঙ্গে (North Bengal Weather Alert) ঝড়-বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে বেশি। দার্জিলিং, কালিম্পং-এর মতো পার্বত্য জেলাগুলিতে ইতিমধ্যেই জারি হয়েছে হলুদ সতর্কতা (Yellow Alert)। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে এই অঞ্চলে, যা বুধবার থেকে শুক্রবার পর্যন্ত জারি থাকতে পারে। অন্যদিকে দক্ষিণবঙ্গের (South Bengal Rain Update) হাওয়া ও তাপমাত্রায় ইতিমধ্যেই পরিবর্তন দেখা যাচ্ছে। যদিও কলকাতা সহ অন্যান্য জেলাগুলিতে এখনও তেমন বৃষ্টিপাত দেখা যায়নি, কিন্তু আবহাওয়া দপ্তর জানাচ্ছে—বুধবার থেকেই রাজ্যের প্রায় সব জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে (Weather Today)। কলকাতায় (Kolkata Weather) বুধবার তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস পাওয়া গিয়েছে। দোসর হিসেবে থাকবে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে থাকা ঝোড়ো হাওয়া (Gusty Wind 30-40 kmph)।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগণা এবং পশ্চিমের একাধিক জেলায়ও (West Bengal Rain Forecast) একই ধরনের আবহাওয়া দেখা দিতে পারে। কিছু এলাকায় দমকা হাওয়ার গতি পৌঁছতে পারে ৫০ কিমি প্রতি ঘণ্টা পর্যন্ত (Wind Speed 50 kmph)। বুধবার থেকেই রাজ্যের তাপমাত্রা কমতে শুরু করবে। শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলায় ঝড়-বৃষ্টির তীব্রতা আরও বাড়বে। এমনকি কিছু জেলায় কালবৈশাখীর (Kalbaisakhi Alert) মতো পরিস্থিতিও তৈরি হতে পারে বলে আশঙ্কা। এদিকে সোম ও মঙ্গলবারের মধ্যেও তাপমাত্রা (Weather Today) অনেকটাই একই রকম থাকবে, তবে চলবে দমকা হাওয়া। সার্বিকভাবে বলা যায়, চৈত্রের শেষভাগে বঙ্গের আকাশে ও মাটিতে এক বিরাট রূপান্তর (Weather Change in Bengal)। বৃষ্টি ও দমকা হাওয়ার সঙ্গে সঙ্গে কিছুটা হলেও গরম থেকে মুক্তি পাওয়ার আশা রাখছে দক্ষিণবঙ্গবাসী। তবে যাতায়াত এবং নিরাপত্তার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করাই বুদ্ধিমানের কাজ হবে।