নিউজ পোল ব্যুরো: নতুন বছরের উপহার হিসেবে রাজ্য পরিবহণ দফতর (State Transport Department) এবার যাত্রীদের জন্য নিয়ে আসছে অত্যাধুনিক Volvo বাস পরিষেবা (Volvo Bus Service)। এতদিন কলকাতা থেকে পুরী যাওয়ার জন্য শুধুমাত্র বেসরকারি বাসই ছিল ভরসা। এবার সেই জায়গায় প্রথমবারের মতো সরকারি Volvo বাস (Government Volvo Bus) চালু করতে চলেছে রাজ্য সরকার। শুধু পুরী নয়, আরও বেশ কিছু জনপ্রিয় পর্যটনস্থল যেমন দিঘা (Digha), মায়াপুর (Mayapur), তারাপীঠ (Tarapith), শিলিগুড়ি (Siliguri), এবং পুরুলিয়া (Purulia)-তেও মিলবে এই আরামদায়ক যাত্রার সুযোগ। রাজ্য পরিবহণ দপ্তরের তরফ থেকে খবর, মোট ৯.৫ কোটি টাকা ব্যয়ে কেনা হয়েছে ছ’টি ৯,৬০০ সিসির আধুনিক মডেলের Volvo বাস। এই বাসগুলিতে যাত্রীদের জন্য থাকছে সর্বোচ্চ আরাম—পুশব্যাক সিট (Pushback Seats), রিডিং লাইট (Reading Lights), এবং সম্পূর্ণ শীতপ নিয়ন্ত্রিত (Air-Conditioned) ব্যবস্থা। চালক ও কন্ডাক্টরের আসন বাদ দিলে প্রতিটি বাসে ৪৩টি যাত্রীর আসন থাকছে।
আরও পড়ুন:- Adyapeath Kali Temple: গঙ্গায় বিসর্জন? কেন দেবী চেয়েছিলেন নিজের বিসর্জন?
সাধারণ বাসের তুলনায় এই Volvo গুলি অনেক বেশি আরামদায়ক (Comfortable Travel) ও নিরাপদ (Passenger Safety)। বাসগুলির ভেতরের পরিবেশও আধুনিক ও যাত্রীবান্ধব (Volvo Bus Service)। সবক’টি বাস করুণাময়ী ও ধর্মতলা (Karunamoyee & Dharmatala) থেকে যাত্রা শুরু করবে, যা শহরের অন্যতম গুরুত্বপূর্ণ ট্রান্সপোর্ট হাব। এই বাস পরিষেবার অন্যতম বড় আকর্ষণ হল ভাড়ার ক্ষেত্রে স্বচ্ছতা। বেসরকারি বাসের মতো চাহিদা অনুযায়ী হঠাৎ করে ভাড়া বাড়বে না। পরিবহণ দপ্তরের এক কর্তা জানিয়েছেন, এই সরকারি Volvo বাসগুলিতে ভাড়া নির্ধারিত (Fixed Fare) থাকবে, এবং তা বেসরকারি পরিষেবার তুলনায় ৩০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত কম হতে পারে। এতে স্বাভাবিকভাবেই মধ্যবিত্ত পর্যটকদের মধ্যে জনপ্রিয়তা বাড়বে বলে আশা করা হচ্ছে। যাত্রার দিনে ভিড় বা টিকিট না পাওয়ার চিন্তা এবার অতীত হতে চলেছে। উদ্বোধনের তারিখ ঘোষণা হলেই শুরু হয়ে যাবে অনলাইন টিকিট বুকিং (Online Ticket Booking)। আধুনিক যাত্রীসেবার এই দিকটিতে বিশেষ জোর দেওয়া হচ্ছে, যাতে বাড়িতে বসেই যাত্রীরা সহজেই নিজেদের যাত্রার পরিকল্পনা করতে পারেন।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
বর্তমানে দিঘা, পুরুলিয়া ও শিলিগুড়ির মতো দূরপাল্লার রুটে (Long-Distance Bus Routes) বেসরকারি ভলভো চলাচল করছে এবং সেখানে যাত্রীসংখ্যা যথেষ্ট। তাই সরকার মনে করছে, একই রুটে সরকারি ভলভো চালালে চাহিদার ঘাটতি হবে না (Volvo Bus Service)। বরং নির্দিষ্ট ভাড়ার কারণে পর্যটকদের মধ্যে বিশ্বাসযোগ্যতা তৈরি হবে। এছাড়াও ভবিষ্যতে রাজ্য সরকার কলকাতা–বকখালি (Bakkhali), কলকাতা–মন্দারমণি (Mandarmani) রুটেও এই Volvo পরিষেবা চালুর পরিকল্পনা করছে। এই সিদ্ধান্তে শুধুমাত্র পর্যটকদের সুবিধা হবে না, বরং পর্যটন শিল্প (Tourism Sector) এবং সরকারি রাজস্বের ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়বে।