Indian Railways Rules: ভারতীয় রেলের এই নিয়মগুলো না মানলে পস্তাবেন!

দেশ

নিউজ পোল ব্যুরো: ভারতের প্রতিটি কোণা জুড়ে ছড়িয়ে আছে যে সংস্থা, তা হল ভারতীয় রেল (Indian Railway)। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম – গোটা দেশকে এক সুতোয় গেঁথে রেখেছে এই বিশাল রেল নেটওয়ার্ক। সংখ্যার বিচারে এটি বিশ্বের অন্যতম বৃহৎ রেল ব্যবস্থাগুলির একটি। প্রতিদিন লক্ষ লক্ষ যাত্রী ট্রেনে যাত্রা করেন এই নেটওয়ার্ক ধরে (Indian Railways Rules)। শুধু যাত্রী পরিবহনই নয়, দেশের অর্থনীতি (Economy)-তেও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে রেলের। তবে এই বিশাল যাত্রীসংখ্যার মাঝেও এমন অনেকেই রয়েছেন, যারা রেলের বেশ কিছু গুরুত্বপূর্ণ নিয়ম (Indian Railway Ticket Rules) সম্পর্কে অবগত নন। বিশেষত, ট্রেনের টিকিট (Train Ticket) সংক্রান্ত কিছু নিয়ম আমাদের অজানাই থেকে যায়। যেমন ধরুন, ট্রেনের টিকিট যদি হারিয়ে যায় (Lost Train Ticket) বা ছিঁড়ে যায় (Torn Ticket), তাহলে আপনি কী করবেন জানেন?

আরও পড়ুন:- Sundarban: বাংলাদেশ থেকে সুন্দরবনে অনুপ্রবেশ, গ্রেফতার ১২

বিনা টিকিটে কেউ যদি ট্রেনে ভ্রমণ করেন, আর যদি মাঝপথে TTE (Travelling Ticket Examiner)-র হাতে ধরা পড়েন, তাহলে কিন্তু রেলের নিয়ম অনুযায়ী মোটা অঙ্কের জরিমানা (Railway Fine) গুনতে হতে পারে। জরিমানার অঙ্কও কম নয়—যে কোনও ক্লাসের টিকিটের দাম ছাড়াও ন্যূনতম ২৫০ টাকা ফাইন দিতে হয়। আর যদি কেউ এই জরিমানা দিতে অস্বীকার করেন, তাহলে TTE আপনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পারেন। এমনকি, ট্রেন থেকে নামিয়ে দেওয়া বা আরপিএফের (RPF)-এর হাতে তুলে দেওয়ার অধিকারও রয়েছে তার। অনেকে জরিমানা এড়াতে ট্রেনে ওঠার পর টিকিট কাটতে চান। হ্যাঁ, সেটা সম্ভব, তবে কিছু শর্তে (Indian Railways Rules)। ট্রেনে যদি ফাঁকা সিট (Vacant Seat) থাকে, তাহলেই TTE আপনাকে সিট বরাদ্দ করতে পারেন। তবে শুধুমাত্র সিটের ভাড়াই নয়, আপনাকে একটি অতিরিক্ত চার্জ (Extra Fee) দিতে হবে অধবোর্ড টিকিটের (onboard ticket) নেওয়ার জন্য।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/live/TVayNHnh684?feature=share

এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে—যদি আপনার ট্রেনের টিকিট হারিয়ে যায় বা ছিঁড়ে যায় তাহলে কী করবেন? প্রথম কথা হল, ট্রেনে সফরের মাঝপথে যদি আপনার টিকিট হারিয়ে যায়, তবে আপনাকে ‘বিনা টিকিটের যাত্রী’ (Ticketless Passenger) বলে গণ্য করা হবে না। অর্থাৎ, আপনি চাইলে TTE-এর সাহায্যে ডুপ্লিকেট টিকিট (Duplicate Ticket) কাটতে পারেন।

  • আপনাকে একটি নির্দিষ্ট ফি দিতে হবে ডুপ্লিকেট টিকিট নেওয়ার জন্য।
  • নিজের পরিচয়পত্র (valid ID proof) দেখাতে হবে টিকিট যাচাইয়ের জন্য।
  • যদি আপনার টিকিটটা অনলাইন বুকিং (Online Ticket / e-Ticket) হয়, তাহলে চিন্তার কিছু নেই। মোবাইলে থাকা e-Ticket দেখালেই সেটা বৈধ টিকিট হিসেবে মেনে নেওয়া হবে। ডুপ্লিকেট কেটেও কোনও প্রয়োজন হবে না।

ভারতীয় রেলওয়ের নিয়মকানুন জানতে (Indian Railways Rules) পারলে আপনি অনেক সমস্যার হাত থেকে বাঁচতে পারেন। টিকিট সংক্রান্ত এই ছোট ছোট তথ্য (Railway Ticket Information) আপনাকে জরিমানার হাত থেকে রক্ষা করবে, আর ট্রেন যাত্রা হয়ে উঠবে আরও সুরক্ষিত ও নিশ্চিন্ত।