Kolkata Metro: মোদীর হাত ধরে ২৪ তারিখেই খুলছে নতুন দিগন্ত?

কলকাতা প্রযুক্তি

নিউজ পোল ব্যুরো: একসময় যে শহরে মেট্রো (Kolkata Metro) ছিল শুধু উত্তর-দক্ষিণ করিডরে সীমাবদ্ধ, আজ সেই কলকাতা বিস্তার করছে তার মেট্রো নেটওয়ার্ক বহু দিকেই পূর্ব, পশ্চিম, উত্তর ও দক্ষিণ। মেট্রো মানেই আর শুধু নোয়াপাড়া থেকে কবি সুভাষ নয় শহর এখন প্রস্তুত হচ্ছে আরও উন্নত ও আধুনিক রুটগুলির জন্য। গত কয়েকবছরে রাজ্যে মেট্রো পরিকাঠামোয় ব্যাপক উন্নয়ন হয়েছে। ইস্ট-ওয়েস্ট মেট্রো, এয়ারপোর্ট মেট্রো এবং রুবি-বেলেঘাটা করিডরের মতো একাধিক প্রকল্প এখন প্রায় সম্পূর্ণতার পথে। রাজ্য সরকার ও মেট্রো রেল কর্তৃপক্ষ এগিয়ে চলেছে দ্রুত যাত্রী পরিষেবা চালুর লক্ষ্য নিয়ে।

গত বছর ৬ই মার্চ, গঙ্গার নিচ দিয়ে মেট্রো সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। সেদিন এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত মেট্রোয় সফর করে তিনি ইস্ট-ওয়েস্ট করিডরের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় জনসাধারণের জন্য খুলে দেন। এবার ফের রাজ্যে আসতে পারেন প্রধানমন্ত্রী। সূত্র অনুযায়ী, আগামী ২৪ এপ্রিল তিনি পশ্চিমবঙ্গে বেশ কিছু নতুন রেল প্রকল্পের (Railway Projects in West Bengal) উদ্বোধন ও সূচনা করবেন বলে আশা করা হচ্ছে। এর মধ্যে থাকবে একাধিক গুরুত্বপূর্ণ মেট্রো রেল প্রকল্প, যা শহরের গণপরিবহণ ব্যবস্থায় বড় পরিবর্তন আনতে চলেছে।

ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরের নির্মাণ দীর্ঘ সময় ধরেই নানা সমস্যায় ভুগেছে। বিশেষ করে বউবাজার (Bowbazar) এলাকায় সুড়ঙ্গ ধস প্রকল্পের গতি আটকে দেয়। বহু বাড়ি ক্ষতিগ্রস্ত হওয়া ও নিরাপত্তা ঝুঁকির কারণে শিয়ালদহ (Sealdah) থেকে এসপ্ল্যানেড পর্যন্ত কাজ দীর্ঘদিন থমকে ছিল। তবে শেষমেশ টানা পাঁচ বছরের প্রচেষ্টায় সেই সমস্যা কাটিয়ে উঠেছে কলকাতা মেট্রো রেল কর্পোরেশন। বর্তমানে শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড অংশে চলছে ট্রায়াল রান , আর আজ থেকেই রেলওয়ে সেফটি কমিশনার এই রুটে পরিদর্শন শুরু করেছেন।

আরও পড়ুন:Kalighat Skywalk: মুখ্যমন্ত্রীর হাত ধরে নতুন রূপে কালীঘাট

নোয়াপাড়া থেকে জয়হিন্দ পর্যন্ত মেট্রো (Kolkata Metro) রুটের পরিকাঠামো নির্মাণ প্রায় সম্পূর্ণ। এই অংশ চালু হলে উত্তর কলকাতার যাত্রীরা সহজেই কবি সুভাষ অথবা দক্ষিণেশ্বর রুটে নেমে এয়ারপোর্টে পৌঁছে যেতে পারবেন। এই রুটে যেই স্টেশনগুলি রয়েছে, দমদম ক্যান্টনমেন্ট যশোর রোড, ঠিক তেমনই রয়েছে আধুনিক পরিকাঠামো। বিমানবন্দরে (Kolkata Airport) যাওয়া-আসার জন্য এই রুট চালু হলে সময় এবং যাত্রী চাপ দুই-ই অনেকটাই কমবে বলে মনে করছেন পরিবহণ বিশেষজ্ঞরা।

নিউজ পোল বাংলার ইউটিউব পেজের লিঙ্ক: https://www.youtube.com/watch?v=9yTfDq4j2T8