New Town : নববর্ষে নিউটাউনে মর্মান্তিক দুর্ঘটনা, আশঙ্কাজনক বাইক আরোহী

breakingnews কলকাতা

নিউজ পোল ব্যুরো: বাংলার নতুন বছর শুরুর দিনে মর্মান্তিক পথ। নিউটাউন (New Town) গোল বিল্ডিং এর সামনে গাড়ির চাকায় পিষ্ট বাইক আরোহী। অবস্থা আশঙ্কাজনক। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে নিউটাউন থানার পুলিশ। দুর্ঘটনার পর আহত যুবককে বিধান নগর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে আর জি কর রেফার করা হয়।

সূত্রের খবর মঙ্গলবার পয়লা বৈশাখের দিন দুপুর সাড়ে তিনটে নাগাদ নিউটাউন গোল বিল্ডিং এর কাছে একটি চারচাকা গাড়ি দাঁড়িয়ে ছিল রাস্তার পাশে। সেই সময় একটি বাইক দ্রুতগতিতে আসছিল বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। সেই সময়েই আচমকা চারচাকা গাড়ির খোলা দরজায় ধাক্কা খেয়ে বাইক আরোহী রাস্তায় পড়ে যান। ঠিক তখনই উল্টোদিক থেকে আসা অন্য একটি চারচাকা গাড়ি চলে আসাতেই ঘটে বিপত্তি। দ্রুত গতিতে আসা গাড়ির তলায় পিষ্ট হয়ে যান বাইক আরোহী। গুরুতর আহত অবস্থায় বাইক আরোহীকে স্থানীয় বিধাননগর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাকরা তাকে আর জি কর হাসপাতালে রেফার করে দেয়। কিভাবে দুর্ঘটনা ঘটল টা খতিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুনঃ Bengali New Year: নিজের লেখা গানের মাধ্যমে রাজ্যবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

আহত বাইক আরোহীর নাম ব্রিজু তেলেগু ওরফে সুজন। বাড়ি আসাম। নিউটাউন (New Town) যাত্রাগাছি বিবেকানন্দ পল্লীতে ভাড়া থাকতো। দুটি চারচাকা গাড়ির চালককে আটক করেছে পুলিশ। পাশাপাশি গাড়ি দুটিকে বাজেয়াপ্ত করা হয়েছে। কলকাতা (Kolkata) জুড়ে পরপর এই পথ দুর্ঘটনা বেশ আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। কিছুদিন আগেই সল্টলেক সেক্টর ফাইভের কাছে এক তরুণীর মিত্যু হয়েছিল। আইটি কর্মী বাসের নিচে পরে গেলে তার মৃত্যু হয়। সেই ঘটনার কিছুদিন পরেই চিংরিঘাটার কাছে আরও একটি বাইক দুর্ঘটনায় এক বাইক আরোহীর মৃত্যু হয়েছিল। তারপর ফের এই ঘটনা ঘটল।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT