India Slams Bangladesh : ‘বাংলাদেশের উদ্বেগ অযাচিত’, বাংলা নিয়ে মুখ খোলায় কড়া জবাব নয়াদিল্লির

breakingnews আন্তর্জাতিক দেশ

নিউজ পোল ব্যুরোঃ সংশোধিত ওয়াকফ আইন (Waqf law) নিয়ে বাংলার (Bengal) বেশ কয়েকটি জায়গাতে অশান্তির ঘটনা ঘটেছে। বন্ধ করা হয়েছিল ইন্টারনেট পরিষেবা। এই বিক্ষোভ নিয়ে বাংলার সংখ্যালঘুদের (Minority) নিরাপত্তা নিয়ে মন্তব্য করেছিল বাংলাদেশ (Bangladesh’)। তারই এবার কড়া জবাব দিল নয়াদিল্লি। মুর্শিদাবাদে ওয়াকফ আইন সংশোধনের বিরুদ্ধে বিক্ষোভ চলাকালীন সহিংসতা নিয়ে বাংলাদেশের মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে ভারত (India Slams Bangladesh)। ঢাকার “অযৌক্তিক মন্তব্য” নিয়ে দিল্লি প্রতিবেশীকে দেশেকে তাদের নিজেদের দেশের সংখ্যালঘুদের সুরক্ষার দিকে মনোনিবেশ করার পরামর্শ দিয়েছে।

বাংলার ঘটনা নিয়ে বাংলাদেশের প্রেস সচিব শফিকুল আলম বলেছিলেন, ‘মুর্শিদাবাদে যে হিংসার ঘটনা ঘটেছে, সেটার সঙ্গে বাংলাদেশকে যুক্ত করার যে কোনও প্রচেষ্টার তীব্র নিন্দা করছি। আমরা মুসলিমদের উপরে হামলার তীব্র নিন্দা জানাই। এইসব ঘটনার জেরে প্রাণহানি এবং সম্মানহানি দুটোই হচ্ছে। ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকারকে সংখ্যালঘু মুসলিমদের সুরক্ষা নিশ্চিত করার আর্জি জানাচ্ছি।’ সেই মন্তব্যের জবাবে, বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল কড়া জবাব দিয়ে বলেছেন, “বাংলার হিংসা নিয়ে বাংলাদেশের উদ্বেগ অযাচিত। আমরা এই মন্তব্য প্রত্যাখ্যান করছি। এটা বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নৃশংসতা নিয়ে ভারতের উদ্বেগের সঙ্গে তুলনা টানার একটি প্রচ্ছন্ন এবং ভুল প্রচেষ্টা। বাংলাদেশে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত অপরাধীরা অবাধে ও প্রকাশ্যে ঘুরছে। বাংলাদেশের উচিত অযাচিত মন্তব্য ও নৈতিকতা প্রদর্শনের পরিবর্তে সংখ্যালঘুদের অধিকার রক্ষায় মনোযোগী হওয়া।”

আরও পড়ুনঃ BJP President : এপ্রিল মাসের শেষেই হতে পারে বিজেপি সভাপতি নির্বাচন, দৌড়ে এগিয়ে কে?

অয়াশাপাশি ভারত বাংলাদেশকে পাল্টা আক্রমণ (India Slams Bangladesh) শানিয়ে তাদের দেশের সংখ্যালঘুদের অধিকার রক্ষায় মনোনিবেশ করার আহ্বান জানিয়েছে। ভারতের পক্ষ থেকে এই মন্তব্যটি তাৎপর্যপূর্ণ কারণ বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর গত মাসে সংসদে জানিয়েছিলেন যে রাজনৈতিক অস্থিরতা শুরু হওয়ার পর থেকে ২০২৪ সালে বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপর ২,৪০০টি অত্যাচারের ঘটনা ঘটেছে এবং ২০২৫ সালে এখন পর্যন্ত এই সংখ্যা ৭২টিতে দাঁড়িয়েছে। এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভাল, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন যে ধীরে ধীরে স্বাভাবিক অবস্থা ফিরে আসছে। রাজ্যের একটি প্রতিবেদন অনুসারে, ৪ এপ্রিল জঙ্গিপুরের থানা এলাকা জুড়ে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ শুরু হয়েছিল কিন্তু ৮ এপ্রিল উমরপুরে ৫,০০০ জন জনতা জাতীয় সড়ক-১২ অবরোধ করলে তা সহিংস হয়ে ওঠে। ইট, লোহার রড, ধারালো অস্ত্র এবং আগুন বোমা দিয়ে পুলিশের উপর হামলা চালানোর অভিযোগ রয়েছে। সরকারি যানবাহনকেও লক্ষ্যবস্তু করা হয়েছিল। ১১ এপ্রিল সুতি এবং শমশেরগঞ্জে নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়ে, যার মধ্যে সরকারি ও বেসরকারি সম্পত্তি ভাঙচুরও অন্তর্ভুক্ত ছিল। পুলিশ এখন পর্যন্ত মুর্শিদাবাদ জুড়ে ২৭৮ জনকে গ্রেপ্তার করেছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT