Mamata’s gift to Dilip Ghosh : মুখ্যমন্ত্রীর পাঠানো উপহার নিয়ে দিলীপ ঘোষের বাড়িতে বিধাননগর পুলিশের দল

breakingnews কলকাতা

নিউজ পোল ব্যুরোঃ নতুন জীবন শুরু করছেন বিজেপির প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। খবর প্রকাশ্যে আসার পর থেকেই শুভেচ্ছার বন্যায় ভাসছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। রাজনীতি ভুলে বিরোধী দলের নেতারাও জানাচ্ছেন শুভেচ্ছা। এবার দিলীপ ঘোষকে শুভেচ্ছাবার্তা, ফুলের তোড়া পাঠালেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata’s gift to Dilip Ghosh)। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর পক্ষ থেকে ফুল,মিষ্টি এবং শুভেচ্ছা বার্তা নিয়ে দিলীপ ঘোষের নিউটাউন আইডিয়াল ভিলায় পৌঁছেছেন বিধাননগর পুলিশের একটি টিম।

শুধু মুখ্যমন্ত্রী নন দিলীপ ঘোষকে শুভেচ্ছা জানিয়েছেন একাধিক তৃণমূল নেতাও। কুণাল ঘোষ শুভেচ্ছা জানিয়েছেন বৃহস্পতিবারেই । গত লোকসভা নির্বাচনে দুর্গাপুর-আসানসোল কেন্দ্রে দিলীপ ঘোষের প্রতিদ্বন্দ্বী তৃণমূলের কীর্তি আজাদ বন্ধুর বিয়ে উপলক্ষে নিজের বাসভবনে মিষ্টি বিলি করেছেন । গান গেয়েছেন ‘মেরি ইয়ার কি শাদি হ্যায়’।  দিলীপ ঘোষকে শুভেচ্ছা জানিয়েছেন কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরীও।

আরও পড়ুনঃ Dilip Ghosh Wedding : দিলীপ না রিঙ্কু, কে প্রথম কাছে এসেছেন?

প্রায় চার দশক আগে আরএসএস-এর ডাকে ঘর ছেড়েছিলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh Wedding)। বছর পর বছর বাংলার প্রত্যন্ত অঞ্চলে সঙ্ঘ প্রচারক হিসেবে কাজ করেছেন তিনি। আর সেই ভূমিকা পালন করতে গিয়ে অবিবাহিত থাকার শর্তও মেনে চলেছেন দীর্ঘদিন। তবে এবার সেই ‘প্রচারক’-এর তকমা ছেড়ে ব্যক্তিগত জীবনের সুখ খুঁজতে চলেছেন তিনি। এমন সিদ্ধান্তে সঙ্ঘ নেতৃত্ব অসন্তুষ্ট। এমনকি সরাসঙ্ঘচালক মোহন ভাগবত বর্ধমানে এসে তাঁর সঙ্গে একান্তে বৈঠক করেন। প্রধানমন্ত্রীর দপ্তর থেকেও তাকে বিয়ের ব্যাপারে সাবধান করা হয়েছিল। বহু বিজেপি কর্মী-সমর্থকও আবেগপ্রবণ হয়ে দিলীপবাবুকে সিদ্ধান্ত বদলের অনুরোধ জানান। কিন্তু সিদ্ধান্তে অনড় ছিলেন তিনি। মায়ের জন্যই বিয়ে করছেন বলে জানিয়েছেন বিজেপি নেতা। তবে যাই হোক মুখ্যমন্ত্রী থেকে বাকিরা সকলেই নতুন জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন। মুখ্যমন্ত্রীর উপহার পেয়ে খুশি দিলীপ ঘোষ (Mamata’s gift to Dilip Ghosh)।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT