Railway Station: ট্রেনেও পাসপোর্ট লাগে? দেখুন ভারতের ইউনিক স্টেশন!

দেশ

নিউজ পোল ব্যুরো: বিশ্বের অন্যতম বৃহৎ রেল নেটওয়ার্ক গড়ে তুলেছে ভারত (India), যার জালে যেন গোটা দেশ বাঁধা পড়ে আছে। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম—প্রতিটি প্রান্তই যুক্ত হয়েছে এই বিশাল রেলপথে (Railway Station)। প্রায় ৬৮ হাজার কিলোমিটার রেলপথ এবং ৮০০০-এরও বেশি স্টেশন রয়েছে ভারতের বুকজুড়ে। তবে এর মাঝেই কিছু স্টেশন রয়েছে যাদের পরিচয় অন্যরকম, যাদের গাঁথা ইতিহাস আর বৈশিষ্ট্যে ভরা। এমনই এক অভিনব স্টেশন (Railway Station) রয়েছে বিহারের মধুবনী জেলায়। জয়নগর রেলওয়ে স্টেশন (Railway Station), যা শুধু ভারতের নয়, নেপালেরও।

আরও পড়ুন: Viral video: জলহস্তী নাকি মানুষ? ভাইরাল ভিডিওর আসল সত্য

হ্যাঁ, ঠিকই পড়েছেন। জয়নগর (Joynagar) এমন একমাত্র স্টেশন, যা ভারত ও নেপাল উভয় দেশ ব্যবহার করে। ভারতীয় ভূখণ্ডের অংশে থাকা এই স্টেশনটি নর্থ ইস্টার্ন রেলওয়ের অধীনস্থ। এর একটি অংশ রয়েছে ভারতের মাটিতে, অপরটি নেপালে। দুই দেশের মধ্যে রয়েছে একটি ওভারব্রিজ, যা দুই দেশের স্টেশনকে যুক্ত করে। একপাশে ভারতের প্ল্যাটফর্ম, আর অপরদিকে নেপালের। এ যেন দুই দেশের বন্ধুত্বের সেতুবন্ধন।

এখান থেকে ভারতীয় যাত্রীদের দিল্লি (Delhi), মুম্বই (Mumbai)-সহ বিভিন্ন বড় শহরে যাওয়ার সুযোগ যেমন আছে তেমনি নেপালের (Nepal) যাত্রীরাও এখান থেকে রেলে চড়ে তাদের নিজ দেশে ফিরতে পারেন। তবে সীমান্ত পারাপারে কিছু নিয়ম রয়েছে। ভারত থেকে নেপালের স্টেশনে গেলে যাত্রীদের লাগেজ চেক ও সিকিউরিটি স্ক্যান বাধ্যতামূলক।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

এই অনন্য প্রকল্পের জন্য নেপালকে আর্থিক ও কারিগরি সাহায্য দিয়েছে ভারত সরকার। নেপালের অংশের রেলস্টেশন, রেললাইন এবং ট্রেন পরিষেবার খরচ বহন করেছে ভারত। এই রেল সংযোগের তদারকির দায়িত্বে রয়েছে কোঙ্কন রেলওয়ে কর্পোরেশন লিমিটেড।