নিউজ পোল ব্যুরোঃ সৌদি আরব সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi to visit Saudi Arabia)। সৌদির যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের ( Prince Mohammed bin Salman) আমন্ত্রণেই মোদীর এই সফর। আগামী ২২ থেকে ২৩ এপ্রিল সৌদি আরব সফর করবেন বলে জানা গিয়েছে।
সৌদি আরবের জেদ্দা শহরে একটি অনুষ্ঠান হবে সেখানেই যাবেন প্রধানমন্ত্রী। সেখানেই মোদীকে স্বাগত জানাবেন সৌদির যুবরাজ। তাছারাও দুই নেতা কৌশলগত অংশীদারিত্ব কাউন্সিলের দ্বিতীয় বৈঠকে যৌথভাবে সভাপতিত্ব করবেন, যার লক্ষ্য শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্ক গড়ে তোলা। বিদেশ মন্ত্রক জানিয়েছে যে এই সফরের লক্ষ্য দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করা এবং পারস্পরিক স্বার্থের গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে সহযোগিতা বৃদ্ধি করা। বিদেশ সচিব বিক্রম মিস্রি প্রধানমন্ত্রী মোদীর সৌদি আরব সফরের গুরুত্ব তুলে ধরে বলেন, “ভারতের জন্য কৌশলগত অংশীদার হিসেবে সৌদি আরবের ভূমিকার কারণে এই সফরটি তাৎপর্যপূর্ণ। বিশ্বব্যাপী বৃহত্তম ভারতীয় প্রবাসী সম্প্রদায়ের মধ্যে একটি দেশ এই দেশ। পাশাপাশি, সৌদি আরব ইসলামী বিশ্বের একটি গুরুত্বপূর্ণ কণ্ঠস্বর এবং আঞ্চলিক বিষয়ে ক্রমবর্ধমান প্রভাবশালী। এই সফর এই কৌশলগত অংশীদারের সাথে ইতিমধ্যেই শক্তিশালী সম্পর্ককে আরও শক্তিশালী করার একটি সুযোগ উপস্থাপন করে। প্রধানমন্ত্রী এবং ক্রাউন প্রিন্স পারস্পরিক শ্রদ্ধা দ্বারা চিহ্নিত একটি শক্তিশালী ব্যক্তিগত বন্ধন ভাগ করে নেন, যা দ্বিপাক্ষিক সম্পর্ককে ব্যাপকভাবে উপকৃত করেছে।”
আরও পড়ুনঃ Nabanna Abhijan: সোমবার নবান্ন অভিযান নিয়ে বড় আপডেট দিলেন চাকরিহারারা
এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো, ভারত এবং সৌদি আরবের মধ্যে একটি শক্তিশালী এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, যার মূলে রয়েছে সামাজিক-সাংস্কৃতিক এবং বাণিজ্যিক সংযোগের দীর্ঘ ইতিহাস। কৌশলগত মিত্র হিসেবে, দুই দেশ রাজনীতি, প্রতিরক্ষা, নিরাপত্তা, বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, প্রযুক্তি, স্বাস্থ্যসেবা, শিক্ষা, সংস্কৃতি এবং জনগণের সাথে জনগণের যোগাযোগ সহ একাধিক ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে। গত দশকে, রাজ্যের সঙ্গে ভারতের সম্পর্ক আরও দৃঢ় এবং স্থায়ী অংশীদারিত্বে পরিণত হয়েছে, যেখানে বিনিয়োগ বৃদ্ধি, প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারিত হয়েছে এবং বিভিন্ন ক্ষেত্রে ঘন ঘন উচ্চ-স্তরের আদান-প্রদান হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Modi to visit Saudi Arabia) সৌদি সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT