Digha News: মন্দির খোলার আগেই এলেন প্রভু! দিঘার বালুচরে ঈশ্বরের সংকেত?

রাজ্য

নিউজ পোল ব্যুরো: সমুদ্র জানে কখন কোথায় কী উপহার দিতে হয়। আর সেই উপহারের অন্তর্নিহিত তাৎপর্য যেন সময়ের আগেই জানান দেয় ভবিষ্যতের ইশারা। এমনই এক আশ্চর্য ঘটনা ঘটল রবিবার (Sunday) সকালে দিঘার সোনালি বালুর বুকে। ঢেউয়ের বুকে ভেসে এলো এক কাঠের জগন্নাথ মূর্তি (Digha News), সাদা রঙের, চোখজোড়া রহস্যময় অথচ শান্তিময়।

আরও পড়ুন: Lankeshwari Goddess: মাঝি রূপে স্বয়ং দেবতা! দীঘার লঙ্কেশ্বরী মন্দিরের অজানা তথ্য

পর্যটকদের চোখে বিস্ময়, স্থানীয়দের মনে ভক্তির উচ্ছ্বাস। মূর্তিটি (Digha News) যেখানে এসে পড়ে, মুহূর্তে তা যেন এক অস্থায়ী তীর্থস্থানে রূপ নেয়। সকলে ফোনে বন্দি করতে ব্যস্ত, কেউ আবার মাথা ঠেকিয়ে প্রণাম করছেন। এ যেন আধ্যাত্মিকতা আর আধুনিকতার এক অপূর্ব মেলবন্ধন।

আরও রহস্যময় এই উপস্থিতি! কারণ ঘটনাটি ঘটল একেবারে মন্দির উদ্বোধনের প্রাক্কালে। দিঘার (Digha News) সদ্য নির্মিত জগন্নাথ মন্দিরের (Digha Jagannath Temple) উদ্বোধন আগামী ৩০ এপ্রিল। তার আগের দিন থাকবে যজ্ঞ, এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) আগমনও সম্ভাব্য। প্রস্তুতি তুঙ্গে, সাজো সাজো রব চারদিকে। এই অবস্থায় সমুদ্রের বুকে এক দেবতার আগমনকে কি নিছক কাকতালীয় বলা চলে?

স্থানীয় বাসিন্দারা বলছেন, ‘‘এ যে প্রভুর ইচ্ছা! তিনি নিজেই এসেছেন আশীর্বাদ দিতে।’’ কেউ বলছেন, ‘‘এটা এক অদ্ভুত কিন্তু শুভ লক্ষণ। মন্দির উদ্বোধনের আগে এমন অলৌকিক উপস্থিতি ঈশ্বরের আশীর্বাদ ছাড়া আর কী হতে পারে!’’

যে যেভাবেই দেখুক, এই ঘটনা দিঘার সংস্কৃতি ও পর্যটনে এক নতুন মাত্রা এনে দিল। মূর্তির সেই দৃষ্টিতে যেন শুধুই পাথরের চাহনি নয়, আছে এক রহস্যময় বার্তা, “আমি এসেছি, দেখো, আমি আছি।”

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT