Weather Forecast: দক্ষিণবঙ্গে বাড়বে গরম, মঙ্গলবার থেকে ফের বৃষ্টির আসার সম্ভাবনা

আবহাওয়া

নিউজ পোল ব্যুরো: গরম থেকে স্বস্তি মেলার সম্ভাবনা আপাতত নেই দক্ষিণবঙ্গে (Weather Forecast)। বরং রবিবার ও সোমবার রাজ্যের তাপমাত্রা (Temperature), আরও কিছুটা বাড়লেও অস্বস্তি কমেনি। আর্দ্রতা জনিত অস্বস্তিও পাল্লা দিয়ে বাড়বে। বিশেষ করে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রচণ্ড ঘাম এবং গরমে অতিষ্ঠ হয়ে উঠবেন সাধারণ মানুষ।

আরও পড়ুন: Tuesday Astrology: বজরঙ্গবলীর আশীর্বাদ! আপনার রাশির জন্য সুখ না দুঃখ?

মঙ্গলবার দক্ষিণবঙ্গে বৃষ্টির (Weather Forecast) পরিমাণ ও সম্ভাবনা দুটোই কমবে বলে জানানো হয়েছে। তবে ওড়িশা (Orissa) সংলগ্ন কিছু জেলায় বিকেলের দিকে সামান্য দমকা হাওয়া ও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমের জেলাগুলিতে রুক্ষ গরম এবং আর্দ্রতার কারণে অস্বস্তি আরও তীব্র হতে পারে। যদিও এখনই রাজ্যের কোনও জেলায় তাপপ্রবাহের বিশেষ সতর্কতা নেই।

উত্তরবঙ্গের জেলাগুলিতে মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি (Weather Forecast) হতে পারে। কোচবিহার ও আলিপুরদুয়ারে (Alipurduar) তুলনামূলকভাবে বেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের আটটি জেলাতেই বজ্রপাত এবং ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

ইতিমধ্যে মৌসুমি বায়ু ঢুকে পড়েছে নিকোবর দ্বীপপুঞ্জে। মঙ্গলবার দুপুরের মধ্যে গোটা আন্দামান-নিকোবর অঞ্চল মৌসুমি বায়ুর প্রভাবে চলে যাবে। দক্ষিণ আন্দামান সাগর ও দক্ষিণ বঙ্গোপসাগরে অনুকূল পরিস্থিতি (Weather Forecast) তৈরি হয়েছে। যদিও কেরলে সাধারণত ১লা জুন বর্ষা ঢোকে, এবার তা কিছুটা দেরিতে, ৪ঠা জুন প্রবেশ করবে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

বাংলায় বর্ষা প্রথমে পৌঁছাবে উত্তরবঙ্গে, তার কিছুদিন পর দক্ষিণবঙ্গে প্রবেশ করবে। এদিকে মঙ্গলবার থেকে ফের রাজ্যে বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টির একটি নতুন ধারা শুরু হতে পারে। কলকাতাতেও বিকেলের দিকে এক পশলা বৃষ্টি হতে পারে।

এছাড়া আগামী সপ্তাহের শুরুতেই দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চলে বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টি হতে পারে বলে আভাস (Weather Forecast) পাওয়া যাচ্ছে। ফলে গরমের প্রকোপ কিছুটা কমলেও আর্দ্রতার জন্য অস্বস্তি থেকে যাবে। কৃষকদের ক্ষেত্রেও এই পরিবর্তনশীল আবহাওয়ার জন্য বিশেষ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।