India-Pakistan: তিন সেনা প্রধানের সঙ্গে বৈঠক রাজনাথের! এবার কি বড় প্রত্যাঘাতের ছক?

দেশ

নিউজ পোল ব্যুরো: পাকিস্তানের (Pakistan) বর্বর আক্রমণের কড়া জবাব দিল ভারত (India-Pakistan)। সেটাও শুধু এখানেই সীমিত নয়! জল, স্থল ও আকাশ—তিন পথেই একযোগে। রাত যত গভীর হয়েছে, ততই আক্রমণের গতি ও ব্যাপ্তি বেড়েছে। ভারতীয় সেনার (Indian Army) এই অভিযানে পাকিস্তানের প্রতিরোধ ব্যবস্থা কার্যত ছিন্নভিন্ন হয়ে যায়। করাচি বন্দরে আইএনএস বিক্রান্তের (INS Vikrant) নেতৃত্বে চালানো ভয়ঙ্কর হামলায় একের পর এক বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে এলাকা (India-Pakistan)। ইসলামাবাদেও (Islamabaad) শোনা গেছে বিস্ফোরণের শব্দ। সূত্রের খবর,অন্তত ১৬টি পাক শহরে একইসঙ্গে হামলা চালানো হয়।

আরও পড়ুন: Jaisalmer Bomb Scare: বোমার মত দেখতে বস্তু! জয়সলমেরে আতঙ্ক, জারি সতর্কতা

এই পরিস্থিতিতে (Operation Sindoor) প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh) দিল্লির সাউথ ব্লকে তিন বাহিনীর প্রধান ও সেনা সর্বাধিনায়ক অনিল চৌহানকে (Anil Chowhan) নিয়ে জরুরি বৈঠকে বসেন। বৈঠকের (Meeting) ছবি ইতিমধ্যেই সামনে এসেছে—যেখানে সবার মুখে ছিল এক রহস্যময় শান্ত হাসি। কূটনৈতিক মহলে প্রশ্ন উঠছে, এই হাসির আড়ালে কি তাহলে আরও বড় প্রত্যাঘাতের (India-Pakistan) ইঙ্গিত লুকিয়ে আছে? জানা যাচ্ছে, সেনাবাহিনীর সর্বোচ্চ প্রস্তুতি এবং দেশের নিরাপত্তা নিয়ে বিশদ আলোচনা হয়েছে বৈঠকে।

অন্যদিকে, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) নিজের বাসভবনে বিএসএফ (BSF) ও সিআইএসএফ (CISF) প্রধানদের সঙ্গে বৈঠক করেন বিমানবন্দরগুলির নিরাপত্তা নিয়ে। অপারেশন ‘সিঁদুর’-এর (Operation Sindoor) পরই দেশের ২৮টি বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে, এবং বাকি গুলিতে চলছে কঠোর নিরাপত্তা। ভবিষ্যতে আরও কী পদক্ষেপ নেওয়া হবে, তা নিয়েই এই বৈঠকে আলোচনা হয়েছে বলে খবর।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

আরও পড়ুন: India-Pakistan War: আইএনএস বিক্রান্তের দুঃসাহসিক হামলা! করাচি বন্দরে ১২টি ভয়াবহ বিস্ফোরণ