বিশ্বদীপ ব্যানার্জি: অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেল এবারের আইপিএল (IPL 2025)। ভারত-পাক যুদ্ধের (Indo-Pak War) আবহে নিরাপত্তাজনিত এবং মানবিক কারণে আইপিএল স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর এই ঘটনাই ফিরিয়ে আনছে ১৭ বছর আগের স্মৃতি। ২০০৮ সালে অনেকটা এভাবেই ভারতের বুকে আচমকা থেমে গিয়েছিল একটি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্টের পথ চলা। তবে তা আইপিএল নয়।
করোনা ভাইরাসের জেরে ২০২১ সালে মাঝপথেই থেমে গিয়েছিল আইপিএল। পরে তা সরিয়ে নিয়ে যাওয়া হয় সংযুক্ত আরব আমিরশাহীতে। তার আগে লোকসভা নির্বাচনের কারণে ২০০৯ সালের সম্পূর্ণ আইপিএল এবং ২০১৪ সালের প্রতিযোগিতাটির প্রথমার্ধ অনুষ্ঠিত হয় যথাক্রমে দক্ষিণ আফ্রিকা এবং সংযুক্ত আরব আমিরশাহীতে। এছাড়া ২০২০ সালের কোভিড আবহেও ভারতের বদলে মরুদেশে আয়োজিত হয়েছিল পূর্ণাঙ্গ আইপিএল। তবে যুদ্ধ বা সন্ত্রাসবাদের কারণে আইপিএল স্থগিত হওয়ার নজির এবারেই প্রথম।
এমনটা ঘটেছিল জি নেটওয়ার্কের কর্ণধার সুভাষচন্দ্র আগরওয়ালের আইসিএল (ICL) -এর ক্ষেত্রে। ২০০৮ সালে ‘বিদ্রোহী লিগ’ নামে খ্যাত এই টুর্নামেন্ট থেমে গিয়েছিল ২৬/১১ মুম্বই হামলার ঘটনায়। সেই সময় আইসিএলের ওয়ার্ল্ড সিরিজ চলছিল। যেখানে অংশ নিয়েছিল ভারত, পাকিস্তান, বাংলাদেশ এবং বিশ্ব একাদশ। মুম্বইয়ের তাজ হোটেলে জঙ্গি হামলার জেরে মাত্র ৪ ম্যাচেই ইতি ঘটে যায় টুর্নামেন্টটির।

২৬/১১ -এর ঘটনায় পাকিস্তানি যোগ ছিল প্রত্যক্ষ। এই হামলায় জড়িত জঙ্গিরা পাকিস্তানের করাচি থেকে জলপথে এসে পৌঁছয় মুম্বইয়ে। অন্যদিকে এই হামলার মাস্টারমাইন্ড ছিল লস্কর-ই-তৈবার (Lashkar-e-Taiba) প্রতিষ্ঠাতা হাফিজ সঈদ। এবারেও লস্করের একটি ছায়া সংগঠন ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ কর্তৃক পহেলগাঁও হামলার জেরে সৃষ্টি হয়েছে ভারত-পাক যুদ্ধ পরিস্থিতি। আর তার ফলেই মাঝপথে থেমে গেল এবারের আইপিএল (IPL 2025)। তাই না চাইতেও ফিরে আসছে ২০০৮ সালে ২৬/১১ এর কারণে আইসিএল বন্ধ হওয়ার স্মৃতি।
নিউজ পোল বাংলা ইউটিউব চ্যানেলের লিংক: https://youtube.com/@newspolebangla?si=Ygy6shQubNhWstbr
উল্লেখযোগ্য বিষয় হল, এরপর কখনওই আর আয়োজিত হয়নি সুভাষচন্দ্র আগরওয়ালের আইসিএল। ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) সঙ্গে সংঘাতে গিয়ে এই প্রতিযোগিতার জন্ম দিয়েছিলেন জি নেটওয়ার্কের কর্ণধার। এরপর আবার এই প্রতিযোগিতাই বিসিসিআইকে উৎসাহিত করে ললিত মোদীর প্রস্তাবে সাড়া দিয়ে আইপিএল চালু করতে। আবার আইপিএলের ক্রমবর্ধমান জনপ্রিয়তাই শেষ পেরেক পুঁতে দেয় আইসিএলের কফিনে। এবারে সেই আইপিএল-ও (IPL 2025) মাঝপথে স্থগিত হয়ে গেল আইসিএলের মত। বলা যেতে পারে প্রায় একই কারণে। এবং নেপথ্যে সেই পাকিস্তান। এইজন্যই কি বলে ইতিহাস ফিরে ফিরে আসে?