নিউজ পোল ব্যুরো: শুক্রবার (Friday Weather Forecast)ফের বৃষ্টির সম্ভাবনা, দক্ষিণবঙ্গে পারদ পতনের আভাসআবহাওয়া দফতরের পূর্বাভাসে আশার আলো, পশ্চিমবঙ্গে সপ্তাহের শেষে মিলতে পারে স্বস্তি | তীব্র গরম আর আর্দ্রতাজনিত (Friday Weather Forecast)অস্বস্তির মাঝখানে কিছুটা স্বস্তির খবর দিল হাওয়া অফিস। বৃহস্পতিবার রাত পেরিয়ে শুক্রবার সকাল থেকেই রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির(Friday Weather Forecast) সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বৃষ্টির (rain) হাত ধরে সামান্য হলেও নামবে তাপমাত্রা, সেইসঙ্গে ফিরতে পারে ঠান্ডা হাওয়ার ছোঁয়া। দক্ষিণবঙ্গের পাঁচ থেকে ছ’টি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছেন আবহাওয়াবিদেরা।
আরও পড়ুন: Weather Update Today: তাপপ্রবাহের কবলে একাধিক জেলা!
সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া এবং হুগলির কিছু অংশে। হালকা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শুক্রবার(Friday) ভোর থেকে বিকেল পর্যন্ত। কলকাতার আকাশ সকালের দিকে আংশিক মেঘলা থাকবে, দুপুর গড়াতেই গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি কিছুটা বেড়ে যেতে পারে। তবে বিকেলের দিকে আকাশের রং পাল্টাতে পারে বলেই আশা। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। বৃহস্পতিবার কলকাতার (Kolkata)সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় সামান্য বেশি। শুক্রবার তা ২-৩ ডিগ্রি কমতে পারে বলে আশা করা হচ্ছে।
উত্তরবঙ্গেও (North Bengal)মিলতে পারে বৃষ্টির স্বস্তি। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ারে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাহাড়ি এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতাও জারি করেছে আবহাওয়া দফতর। বিগত কয়েকদিন ধরে উত্তরবঙ্গের জেলাগুলিতে কখনও গুমোট গরম, আবার কখনও হালকা বৃষ্টি দেখা গেছে। শুক্রবার থেকে সেখানে বৃষ্টির দাপট কিছুটা বাড়তে পারে বলেই পূর্বাভাস।
সব মিলিয়ে সপ্তাহের শেষে একটু হলেও স্বস্তি পেতে পারে রাজ্যবাসী। তবে বৃষ্টি হলেও আর্দ্রতা-জনিত অস্বস্তি একেবারে কমবে না এখনই। বাতাসে জলীয় বাষ্পের আধিক্য থাকায় ঘেমে-নেয়ে যাওয়ার পরিস্থিতি থাকবে অনেকটাই। স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ, খালি পেটে রাস্তায় না বেরোনোই শ্রেয়, সঙ্গে রাখুন জলের বোতল ও ছাতা।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT