নিউজ পোল ব্যুরো: হজ ও তীর্থযাত্রায় (Haj Flights) বড়সড় প্রভাব পড়ল ভারত-পাকিস্তান (India Pakistan War) সীমান্ত উত্তেজনার কারণে। দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলে চলমান যুদ্ধসদৃশ পরিস্থিতির জেরে বাতিল হয়ে যাচ্ছে একের পর এক বিমান পরিষেবা (Haj Flights)। এই অবস্থায় জম্মু ও কাশ্মীর হজ কমিটি ১৪ মে পর্যন্ত নির্ধারিত সমস্ত চার্টার্ড হজ ফ্লাইট (Haj Flights) বাতিলের সিদ্ধান্ত নিয়েছে।
আরও পড়ুন: Operation Sindoor: মাসুদের গড়েই শেষ ৫ সন্ত্রাসবাদী! ভারতীয় কৌশলের কারিশমা”
শনিবার, ৯ মে জারি করা এক সরকারি বিজ্ঞপ্তিতে হজ কমিটি (Haj Committee) জানায়, পরিস্থিতির উপর নজর রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাত্রীদের ধৈর্য ধরার ও পরবর্তী ঘোষণার জন্য অপেক্ষা করার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি জানানো হয়েছে, নতুন সূচি সরকারি মাধ্যমে জানানো হবে যথাসময়ে। একইভাবে চারধাম যাত্রার (Chardham Yatra) হেলিকপ্টার পরিষেবাও বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রশাসন। নিরাপত্তা শঙ্কার কারণে এই পরিষেবা আপাতত স্থগিত রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে আবার পরিষেবা চালু হবে বলে জানানো হয়েছে।
সম্প্রতি জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে এক মর্মান্তিক ঘটনায় (Pahalgam Terror Attack) ২৬ নিরস্ত্র ব্যক্তিকে নৃশংসভাবে হত্যা করে লস্কর-ঘনিষ্ঠ জঙ্গিগোষ্ঠী টিআরএফ। এর পরেই ৭ মে ভারত পালটা অপারেশন ‘সিঁদুর’ (Operation Sindoor) চালায়, যেখানে পাকিস্তান (Pakistan) অধিকৃত কাশ্মীরে ৯টি জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয় এবং প্রায় ১০০ জন জঙ্গির মৃত্যু হয়। এর পালটা প্রতিক্রিয়ায় পাকিস্তান ড্রোন হামলা চালায় ভারতের একাধিক সীমান্তবর্তী রাজ্যে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
এই চরম উত্তেজনার আবহে কেন্দ্রীয় সরকার ১৫ মে পর্যন্ত উত্তর, পশ্চিম ও মধ্য ভারতের ২৭টি বিমানবন্দর বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। ইতিমধ্যে দেশের ২০টিরও বেশি বিমানবন্দরে ‘নোটিস টু এয়ারমেন’ বা NOTAM জারি হয়েছে। এর ফলে প্রতিদিন গড়ে ৪০০-রও বেশি উড়ান বাতিল হচ্ছে। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, যেখানে দৈনিক ১০-১২টি ফ্লাইট বাতিল হচ্ছে।