Neeraj Chopra : ভারত-পাক সংঘর্ষের পরও বন্ধুত্ব থাকবে পাকিস্তানের আরশাদের সঙ্গে? চাঞ্চল্যকর জবাব নীরজের

breakingnews ক্রীড়া

নিউজ পোল ব্যুরো: প্যারিস অলিম্পিকে (Paris Olympics 2024) নীরজ চোপড়াকে (Neeraj Chopra) হারিয়ে জ্যাভলিনে সোনা জিতেছেন পাকিস্তানের আরশাদ নাদিম (Arshad Nadeem)। তবে শুধুই কি দুই যুযুধান প্রতিপক্ষ? দুজনে খুবই ভাল বন্ধু। এমনটাই জানেন সকলে। তবে সম্প্রতি ভারত-পাক সংঘর্ষের জেরে জল্পনা সৃষ্টি হয়েছে দুই জ্যাভলিন থ্রোয়ারকে নিয়ে। দুজনের বন্ধুত্ব কি আগের মতই থাকবে?

আরও পড়ুনঃ Operation Sindoor: আরও আগেই সরে যেতেন বিরাট! আটকা পড়েন সিঁদুরের বন্ধনে

এবার সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে দিলেন নীরজ স্বয়ংই। পাকিস্তানের আরশাদ নাদিম তাঁর কতটা ভাল বন্ধু, ভারত-পাক যুদ্ধের আবহে সে কথাই তুলে ধরলেন তিনি। দোহা লিগের আগে জনৈক সাংবাদিক ভারতের হয়ে অলিম্পিকে সোনাজয়ী নীরজ চোপড়াকে (Neeraj Chopra) প্রশ্ন ছুঁড়ে দেন আরশাদের সঙ্গে তাঁর বন্ধুত্বের বিষয়ে। তিনি জিজ্ঞেস করেন, “আপনারা ঘনিষ্ঠ বন্ধু। বর্তমানের ঘটনাবলী আপনাদের বন্ধুত্বে প্রভাব ফেলবে কি?”

এই প্রশ্নের জবাবে যে উত্তর নীরজ চোপড়া (Neeraj Chopra) দিয়েছেন তা অবাক করেছে অনেককেই। তিনি সরাসরি জানিয়েছেন, আরশাদ নাদিমকে তাঁর ঘনিষ্ঠ বন্ধু বললে ভুল বলা হবে। দুজনে একে অপরের সঙ্গে কথা বলতেন। ব্যস, এটুকুই। তবে নীরজ মনে করেন বর্তমানে ভারত এবং পাকিস্তানের মধ্যে যে যুদ্ধকালীন পরিস্থিতির সৃষ্টি হয়েছে তাতে এই সম্পর্কটুকুও নষ্ট হয়ে যাবে। নীরজের কথায়, “আপনাদের সামনে এই বিষয়টা পরিষ্কার করে দিতে চাই যে আমাদের মধ্যে দারুণ কিছু সম্পর্ক ছিল না। আমাদের মধ্যে কথা হত, এই পর্যন্তই। কেউ যদি আমার প্রতি শ্রদ্ধাশীল হয়ে কথা বলে তাহলে আমিও তার প্রতি একইরকম শ্রদ্ধাশীল হয়ে কথা বলি। অ্যাথলেটিক্সের দুনিয়ায় আমার একাধিক বন্ধু রয়েছে।”

নিউজ পোল বাংলা ইউটিউব চ্যানেলের লিংক: https://youtube.com/@newspolebangla?si=Ygy6shQubNhWstbr

এতেই শেষ নয়। এরপরই নীরজ জানান, “সম্প্রতি যে ঘটনা ঘটেছে তাতে মনে হয় না যে আমাদের সম্পর্ক আর আগের মত থাকবে।” তবে এরই সঙ্গে ভারতের ‘সোনার ছেলে’ যোগ করেছেন, “আমার প্রতি কেউ যদি শ্রদ্ধা দেখিয়ে কথা বলে তাহলে আমিও তাঁর সঙ্গে একইভাবে কথা বলব।” ভারত সরকারের প্রতিরক্ষা মন্ত্রক অনুমোদিত সাপ্তাহিক জার্নাল ‘গেজেট অব ইন্ডিয়া’তে এই খবরটি প্রকাশিত হয়েছে।