নিউজ পোল ব্যুরো: পাকিস্তানের (Pakistan) মরিয়া আবেদন সত্ত্বেও সিন্ধু জলচুক্তি (Indus Water Treaty) সংক্রান্ত ভারতের অবস্থানে একচুলও নড়চড় হয়নি। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রী এস জয়শংকর (S Jaishankar) স্পষ্ট জানিয়ে দেন, সন্ত্রাসবাদ (Terrorism) বন্ধ না হলে ভারতের সঙ্গে কোনও চুক্তি কার্যকর হবে না। নয়াদিল্লির (Delhi) স্পষ্ট বার্তা, শান্তির পথে প্রথম পদক্ষেপ পাকিস্তানকেই (Pakistan) নিতে হবে।
আরও পড়ুন: Maoist: মাওবাদী-উচ্ছেদে ঐতিহাসিক সাফল্যের পথে ‘অপারেশন সংকল্প’
জয়শংকরের (S Jaishankar) কথায়, “সিন্ধু জলচুক্তি (Indus Water Treaty) আপাতত স্থগিত। সীমান্তে সন্ত্রাস বন্ধ না হলে এই চুক্তি পুনরায় কার্যকর হওয়ার প্রশ্নই ওঠে না।” তিনি আরও বলেন, কাশ্মীর (Kashmir) নিয়ে ভারতের আলোচনার জন্য একটিই মাত্র এজেন্ডা রয়েছে, পাক অধিকৃত কাশ্মীরের মুক্তি। অন্য কোনও প্রসঙ্গ নয়াদিল্লির আলোচ্য নয়।
উল্লেখযোগ্যভাবে, ইসলামাবাদ (Islamabaad) সম্প্রতি ভারতকে চিঠি দিয়ে সিন্ধু চুক্তি বাতিলের (Indus Water Treaty) সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য অনুরোধ জানায়। তাদের বক্তব্য, চুক্তি ভঙ্গের ফলে পাকিস্তানে জলসংকট ভয়াবহ রূপ নিচ্ছে—একদিকে খরার হাহাকার, অন্যদিকে হঠাৎ বন্যার প্রকোপ। এমন অচিন্তনীয় সংকট পরিস্থিতিতে তারা ফের ভারতের দ্বারস্থ হয়েছে। কিন্তু ভারতের জবাব স্পষ্ট! জলকষ্ট বা কূটনৈতিক চাপ নয়, বরং সন্ত্রাসবাদের মূলোচ্ছেদই শান্তির একমাত্র উপায়।
জয়শংকর (S Jaishankar) আরও ইঙ্গিত দেন, যারা কিছুদিন আগেও আলোচনায় বসতে রাজি ছিল না, তারাই এখন আলোচনার অনুরোধ করছে। এ থেকেই বোঝা যায়, কারা সংঘর্ষবিরতির প্রস্তাব নিয়ে এসেছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
পহেলগাঁও হামলার (Pahalgam Attack) পর ভারত ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor) শুরু করে এবং পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের নয়টি জঙ্গিঘাঁটি ধ্বংস করা হয়। শতাধিক জঙ্গি নিকেশ হয়। সংঘর্ষবিরতিতে ভারত সম্মত হলেও, সিন্ধু চুক্তি বাতিলের সিদ্ধান্তে কোনও পরিবর্তন আসেনি। নয়াদিল্লি একেবারে পরিস্কার করে দিয়েছে—সন্ত্রাস চলবে না, আর জলও বইবে না।