নিউজ পোল ব্যুরো: ফের ট্রেন দুর্ঘটনা। মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ গেল আট জন যাত্রীর। বুধবার দুর্ঘটনাটি ঘটে মহারাষ্ট্রের জলগাঁও জেলার পাঁচড়া রেলওয়ে স্টেশনে। সূত্রের খবর, আগুন আতঙ্ক থেকে বাঁচতে গিয়ে রেললাইনে লাফ দিয়েছিলেন পুষ্পক এক্সপ্রেসের কয়েকজন যাত্রী। তখনই কর্ণাটক এক্সপ্রেসের ধাক্কায় মৃত্যু হয় তাঁদের।
জানা গিয়েছে, পুষ্পক এক্সপ্রেস এর আগুন লাগার গুজব আতঙ্ক ছড়িয়ে পড়ে। আতঙ্ক ছড়িয়ে পড়তেই যাত্রীরা ট্রেনের চেইন ধরে টানে। জল গাওয়ের পাঁচড়া স্টেশনের কাছে ট্রেনটি দাঁড়িয়ে যায়। সেখান থেকে পুষ্পক এক্সপ্রেস এর যাত্রীরা লাফ দিয়ে নিচে নামে আর তখনই পাশ দিয়ে কর্ণাটক এক্সপ্রেস তাঁদের ওপর দিয়ে বেরিয়ে যায়।
খবর পেয়েই রেল এবং জেলা প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে আসেন। তবে আগুন লাগার গুজব কিভাবে ছড়ালো তা এখনও স্পষ্ট নয়। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।