Howrah: বিনামূল্যে সরকারি আধিকারিক তৈরির প্রশিক্ষণ কেন্দ্র

জেলা রাজ্য শিক্ষা

নিজস্ব প্রতিনিধি,হাওড়া: লক্ষ্য আগামী দিনে ছাত্র ছাত্রীদের আইএস, আইপিএস, ডবলুবিসিএস তৈরি করা। হাওড়ার (Howrah) জগদীশপুর হাট প্রাঙ্গনে তৃণমূল বিধায়ক কল্যাণ ঘোষের উদ্যোগে একটি সম্পূর্ণ বিনামূল্যে কোচিং একাডেমির উদ্বোধন করা হল। এই একাডেমি, যা নেতাজি সুভাষচন্দ্র বসু একাডেমি নামে পরিচিত, বিশেষত ডবলুবিসিএস, আইএস, আইপিএস পরীক্ষায় প্রস্তুতির জন্য শিক্ষার্থীদের সাহায্য করবে।

Summer Tips: সস্তায় পুষ্টি? দিদিমার পুরনো কৌশলেই মিলবে সমাধান

এই উদ্যোগের মাধ্যমে, ছাত্র-ছাত্রীরা একাডেমিক সাফল্যের পাশাপাশি তাদের লক্ষ্যে পৌঁছানোর পথ খুঁজে পাবে। এই বিনামূল্যে কোচিং সেন্টারের সহযোগিতায় রয়েছে হাওড়ার (Howrah) জগদীশপুর গ্রাম পঞ্চায়েত। এই কোচিং একাডেমিটি বিশেষ করে গরীব এবং প্রান্তিক জনগণের জন্য অত্যন্ত সহায়ক হবে।

https://www.facebook.com/share/p/14ntxvWaWn/

এদিন বিধায়ক কল্যাণ ঘোষ বলেন, ২০১১ সালের বিধানসভা নির্বাচনে জয়লাভ করার পর ডোমজুড়ে তার টিমের সঙ্গে মিলিত হয়ে বিনামূল্যে কম্পিউটার শিক্ষা প্রদান শুরু করেন। এরপর ডাক্তারি ও ইঞ্জিনিয়ারিং কোচিংও চালু করা হয়, যেখানে মক টেস্ট ও স্টাডি মেটেরিয়াল দেওয়া হয়। এই প্রকল্পের ফলস্বরূপ, এরইমধ্যে ১৫ জন ডাক্তার এবং ৪৫ জন ইঞ্জিনিয়ারিং ছাত্র-ছাত্রী সরকারি কলেজে পড়াশোনা করছেন। আজকের এই উদ্যোগের অংশ হিসেবে, নতুন প্রজন্মকে আইএস এবং ডবলুবিসিএস পরীক্ষার জন্য প্রস্তুত করার লক্ষ্যে নেতাজি সুভাষচন্দ্র বসু একাডেমি প্রতিষ্ঠিত হয়েছে। এখানে বিনামূল্যে কোচিং, মক টেস্ট এবং স্টাডি মেটেরিয়াল সরবরাহ করা হবে, যেখানে ৩০ জন ছাত্র-ছাত্রী অফলাইনে এবং বাকি সবাই অনলাইনে ক্লাস করতে পারবেন।

https://www.youtube.com/@newspolebangla

এছাড়া মৌলিক পরিষেবা’র সুযোগ রাজ্যের মানুষের কাছে পৌঁছে দেওয়ার পাশাপাশি কর্মসংস্থান ও আর্থিক উন্নয়নের জন্যও নানাবিধ প্রকল্প চালু করেছে রাজ্য সরকার। এইসব সরকারি প্রকল্পের সুযোগ-সুবিধা গ্রহণ করে রাজ্যের সাধারণ মানুষ তাঁদের দৈনন্দিন জীবনযাত্রার মানোন্নয়ন ঘটাতে পারছেন। রাজ্যের সার্বিক উন্নয়নে এই ঘটনা বিশেষ মাত্রা যোগ করছে।

বর্তমান রাজ্য সরকারের গত সাত বছরে রাজ্যে চালু হওয়া ও চালু থাকা গুরুত্বপূর্ণ পথিকৃৎ প্রকল্পগুলির মাধ্যমে যেসব সরকারি সুযোগ-সুবিধা পাওয়া যাচ্ছে ও যাবে সেই সম্পর্কে সংক্ষেপে প্রয়োজনীয় তথ্য-সহ এই পুস্তিকা প্রকাশ করা হল।