Uttar Pradesh: স্বামীদের অত্যাচার থেকে বাঁচতে যা করলেন গৃহবধূরা ?

দেশ

নিউজ পোল ব্যুরো: যেমন ভাবা তেমন কাজ! স্বামীদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে মন্দিরে চার হাত এক করলেন দুই বধূ। ঘটনাটি উত্তরপ্রদেশের (Uttar Pradesh) গোরক্ষপুরের দেওরিয়া অঞ্চলে। তাঁদের এই সিদ্ধান্ত অনেকের কাছে চমকপ্রদ হলেও তাঁদের জীবন সংগ্রামের পেছনে রয়েছে এক দীর্ঘ ইতিহাস।

Summer Tips: সস্তায় পুষ্টি? দিদিমার পুরনো কৌশলেই মিলবে সমাধান

উত্তরপ্রদেশের (Uttar Pradesh) দুই গৃহবধূ কবিতা ও গুঞ্জা। দুজনের স্বামীই মদ্যপ। দুজনের সংসারেই লেগে আছে অশান্তি। এই নিত্যদিনের অশান্তি মেনে নিয়েই মুখ বুজে সংসার করছিলেন দুই স্ত্রী। স্বামীদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠছিল দুজনেই। ছয় বছর আগে ইনস্টাগ্রামে একে ওপরের সঙ্গে পরিচয় হয় কবিতা ও গুঞ্জার। স্বামীদের প্রতিদিনের অত্যাচারের মধ্যে তাঁদের একমাত্র জায়গা ছিল ইনস্টাগ্রাম, যেখানে তাঁরা নিজেদের দুঃখ কষ্ট এবং অনিশ্চিত ভবিষ্যতের গল্প শেয়ার করতেন। সময়ের সঙ্গে সঙ্গে তাঁদের বন্ধুত্ব আরও গভীর হয় এবং একে ওপরের কষ্টও বুঝতে থাকেন।

https://www.youtube.com/@newspolebangla

একদিন তাঁরা সিদ্ধান্ত নেন তাঁরা আর স্বামীদের অত্যাচার সহ্য করবে না। তাঁরা একে অপরকে বিয়ে করবে। তাঁরা তাঁদের পুরোনো সংসার ছেড়ে মন্দিরে চলে যান এবং সেখানে সিঁদুর পরিয়ে,মালাবদল করে নিজেদের নতুন জীবন শুরু করেন। মন্দিরের পুরোহিত বলেন, দুই মহিলা একে অপরকে সিঁদুর পরিয়ে মালাবদল করেন। পুরোহিত জানান, নতুন জীবনে পা রাখছেন বাধা এলে সামলাবেন কীভাবে? উত্তরে কবিতা ও গুঞ্জা জানান, আমরা একে অপরকে ভালোবাসি। এখন আমাদের আর কেউ আলাদা করতে পারবে না। ওদের মধ্যে একজনের রয়েছে চারটে সন্তান। তাঁরা একটি বাড়ি ভাড়া নিয়ে একসঙ্গে থাকবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন।

https://www.facebook.com/share/p/16NRY8XTQz/

কবিতা ও গুঞ্জা বলেন, আমরা একে ওপরের পাশে আছি, আমাদের নতুন জীবন শুরু হয়েছে এবং আমরা একসঙ্গেই সেই পথ চলব।

ভারতে সমলিঙ্গ বিবাহে এখনও আইনি স্বীকৃতি নেই। ফলে বিয়ে করলেও এর ভবিষ্যৎ কী হবে? আপাতত কবিতা এবং গুঞ্জার পাকাপাকি কোনও মাথা গোঁজার ঠাঁইও নেই। তাঁরা বাড়ি ভাড়া নিয়ে থাকার কথা ভাবছেন। বাকি জীবন একে অন্যের সঙ্গেই কাটাবেন বলে তাঁরা বদ্ধপরিকর।