Fake news:ফেক নিউজ নিয়ে সতর্ক করলেন রাজীব কুমার

কলকাতা দেশ রাজনীতি শহর

মৃণাল কান্তি সরকার, কলকাতা:– ফেক নিউজ Fake news বা ফেক ভিডিও নিয়ে চিন্তিত প্রশাসন থেকে শুরু করে সমাজের প্রায় সব অংশ। প্রায় সময়ই ফ্যাক্ট চেক করে এইসব ফেক ভিডিও নিয়ে সতর্ক করা হয়। এই ফেক নিউজ বা ভিডিও নির্বাচনকেও প্রভাবিত করতে পারে বলে সতর্ক করলেন দেশের প্রধান নির্বাচন কমিশনার রাজীব কুমার।

Summer Tips: সস্তায় পুষ্টি? দিদিমার পুরনো কৌশলেই মিলবে সমাধান

শনিবার জাতীয় ভোটার দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ফেক নিউজ Fake news বা ফেক ভিডিও ভাইরাল হ‌ওয়া নিয়ে নিজের আশঙ্কার কথা জানালেন জাতীয় প্রধান নির্বাচন কমিশনার রাজীব কুমার। এদিন জাতীয় ভোটার দিবস উপলক্ষে ন্যাশানাল লাইব্রেরীর ভাষা ভবন অডিটোরিয়ামে রাজ্যস্তরীয় অনুষ্ঠানের আয়োজন করে নির্বাচন কমিশনের পশ্চিমবঙ্গ শাখা। সেখানেই ভার্চুয়াল বক্তব্য রাখার সময় নিজের এই আশঙ্কার কথা জানান প্রধান নির্বাচন আধিকারিক। তিনি বলেন, “আজকের পৃথিবীতে যেভাবে ফেক নিউজ বা ফেক ভিডিও ছড়ানো হচ্ছে তা খুব আশঙ্কাজনক। এসব খুব দ্রুতগতিতে ছড়িয়ে দেওয়া হয়। এমনকি এর মাধ্যমে নির্বাচন পদ্ধতির বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ‌ও আনা হয়।”

২০২৪ এর লোকসভা নির্বাচন নিয়ে তিনি বলেন, “প্রায় কোনরকম পুনর্নির্বাচন ও হিংসা ছাড়াই ২০২৪ এর নির্বাচন সম্পন্ন করা গিয়েছে। এই নির্বাচনে সারা দেশের প্রায় ৬৪.৬ কোটি মানুষ ভোট দিয়েছেন যা সারা পৃথিবীতে একটা রেকর্ড। এই মূহুর্তে দেশের মোট ভোটার ৯৯ কোটি, যা খুব শীঘ্রই ১০০ কোটি ছাড়িয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত হয়ে রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ বলেন, “ভোট একটা শুধু অধিকার নয়, ভোট হলো একটা কর্তব্য যা দেশের ভবিষ্যৎ সুনিশ্চিত করে।” সেই সঙ্গে দেশের প্রথম নির্বাচন কমিশনার সুকুমার সেন কে উদ্বৃত করে মুখ্যসচিব বলেন, “ইউ মাস্ট বিলিভ ইন দ্য পাওয়ার অফ ভোটিং” অর্থাৎ ভোটের শক্তিতে বিশ্বাস রাখতে হবে।

জাতীয় ভোটার দিবস উপলক্ষে এদিনের অনুষ্ঠানে নির্বাচনের কাজে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য এরাজ্যের চার জেলাশাসক তথা জেলা নির্বাচন আধিকারিককে পুরষ্কৃত করা হয়। তাঁরা হলেন, দক্ষিণ ২৪ পরগনার সুমিত গুপ্তা, জলপাইগুড়ি জেলার শামা পারভীন, পশ্চিম বর্ধমান জেলার এস পোনামবাল্লাম এবং বাঁকুড়া জেলার এন সৈয়দ।