Bankura:পুলিশ হেফাজতে মৃত্যু,SP-র রিপোর্টে খুশি কোর্ট

আইন কলকাতা জেলা রাজ্য

নিজস্ব প্রতিনিধি, কলকাতা:- বাঁকুড়ায় (Bankura) পুলিশি হেফাজতে মৃত্যুর ঘটনায় এসপি র রিপোর্টে খুশি কলকাতা হাইকোর্ট। রিপোর্টে আছে তদন্ত অগ্রগতি হয়ছে। তাই পরবর্তী তদন্তের রিপোর্ট নিম্ন-আদালতে দেওয়ার নির্দেশ কলকাতা হাইকোর্টের। বাঁকুড়া (Bankura) এসপি,অ্যাডিশনাল এসপি-র তত্ত্বাবধানে সেই রিপোর্ট নিম্ন আদালতে জমা দেবার নির্দেশ দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।

https://thenewspole.com/2025/03/26/sajna-danta-recipes-bengali/

নির্দেশে বলা হয়েছে, বাঁকুড়ার পুলিশ সুপারের রিপোর্ট রেকর্ডে নেওয়া হয়েছে। যথোপযুক্ত পদক্ষেপ করা হয়েছে তদন্তকারী আধিকারিকের বিরুদ্ধে। কেস ডায়েরি এই কোর্টে জমা করা হয়েছে। যে ঘটনা ঘটেছে তাকে পরিবর্তন করবেন না, যা হয়েছে সেটাই রাখুন। মামলার আবেদনকারীর অভিযোগ, তদন্তকারী সংস্থা নিরপেক্ষ আচরণ করছে না।

https://www.facebook.com/share/p/14ntxvWaWn/

শুধু তাই নয়, তাঁরা তদন্তে গা-ছাড়া মনোভাব দেখাচ্ছে। এই আদালত নিজের অসন্তোষ জানাতে পারে তদন্ত ঠিক করে না হলে কিন্তু কিভাবে তদন্ত হবে সেটা বলতে পারে না। সঠিকভাবে তদন্ত করা হোক। রাজ্যের আইনজীবী জানিয়েছেন, তদন্ত শেষের পথে। রিপোর্ট খুব তাড়াতাড়ি সাবমিট করতে পারবেন তাঁরা। এসপি-র রিপোর্ট অনুযায়ী তদন্তের অনেকটা অগ্রগতি হয়েছে। রিপোর্ট জুরিস ডিকশনাল কোর্টে সাবমিট করতে হবে এসপি বা অ্যাডিশনাল সুপার বা এসডিপিও যিনি বাঁকুড়া পুলিশ স্টেশনের ইনচার্জ থাকবেন তাঁকে দেখিয়ে নিয়ে। আবেদনকারী যদি চান অ্যাডিশনাল ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করতে পারেন। বুধবার এমনই নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।

https://youtu.be/P29UjdiL1dw?si=X9tLLJp6AZAGoS8I

উল্লেখ্য, ১৯৯১ সালে প্রকাশিত চূড়ান্ত RCIADIC প্রতিবেদনে আদিবাসীদের মৃত্যুর হার আদিবাসীদের তুলনায় বেশি পাওয়া যায়নি; তবে, এটি ঐতিহাসিক ও সামাজিক কারণে যত্নের ক্ষেত্রে পদ্ধতিগত এবং ব্যক্তিগত উভয় ক্ষেত্রেই ঘাটতি এবং কারাবাসের অসামঞ্জস্যপূর্ণ হার তুলে ধরেছে।