মৃণালকান্তি সরকার,কলকাতা : অনেকেই বলেন শহর কলকাতার ময়দানে যখন বইমেলা (Book fair) হতো তখন নাকি অনেক ভালছিল, আর এখন সেই মেলার জৌলুস হারিয়ে গিয়েছে। কথাটা সর্বোতভাবে সত্যি না হলেও সিংহভাগ সত্যি। তবে এখন যেখানে বইমেলা (Book fair) হয় সেখানে থাকে বিভিন্ন রকমের চমক, যাতে বইপ্রেমীরা সহজেই এসে নিজেদের সেই পুরনো স্বাদ গ্রহণ করতে সক্ষম হয়।
আরও পড়ুন: https://thenewspole.com/2025/03/26/sajna-danta-recipes-bengali/
এটা ঠিক যে এখন অনেকটাই দূর হয়ে গিয়েছে বইমেলা প্রাঙ্গন, তাই অনেকেরই অনেকসময় ইচ্ছে থাকলেও বইমেলায় যাওয়া হয়ে ওঠে না। আর তারপর যদি ওই বিশাল ভার বয়ে নিয়ে আসতে হয় তাহলে তো সত্য়িই সেটা দুঃখজনক।

কিন্তু আপনাদের সকলের সেই দুঃখকে ভোলাতেই এবার ভারতের ডাক ও তার বিভাগ এই সমস্যার নিরসন করেছে খুব সহজেই। আপনাকে আর বইমেলায় এসে বই কিনে বয়ে নিয়ে যেতে হবে না, বই কিনুন আর পাঠিয়ে দিন সেই ঠিকানায় যেখানে থাকে আপনার সেই প্রিয়জন।
নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/p/14ntxvWaWn/
যার কথা ভেবেই হয়তো আপনি এসেছিলেন এবারের বইমেলাতে, কিন্তু সাধ থাকলেও সেই সাধ্যি পূরণের ক্ষমতা ছিল না এতোদিন।

এবার আর চিন্তা নেই, বইমেলাতেই বই কিনে পোস্ট করে দিতে পারবেন আপনি ডাক বিভাগের নিয়ম অনুযায়ী বইমেলায় তাঁদের দোকানে, আর সেই বই উল্লিখিত ঠিকানায় পৌঁছে যাবে এক থেকে সাতদিনের মধ্যেই যা আপনি কখনও কোনোদিন ভাবেননি। ভাবছেন এ আবার কি বলছি, হ্যাঁ একদম ঠিক কথা বলেছি। আপনি এবার একবার বইমেলায় আসুন, নিজের পছন্দ মতো বই কিনুন আর তারপর বইমেলার ২৯১ নম্বর স্টলে চলে আসুন সোজা। এটাই ভারতের ডাক ও তার বিভাগের স্টল, এখান থেকেই আপনার পছন্দের মানুষের ঠিকানায় পাঠিয়ে দিতে পারবেন সেই বই,যে বই আপনি ভেবেছিলেন পাঠাবেন বলে।

মাঘের শেষে ফাল্গুনের প্রাক্কালে মন যখন উথাল পাতাল করছে তখন শুধুই বই নয়, চাইলে নিজের ছবি দিয়ে স্ট্যাম্প তৈরি করেও পাঠাতে পারবেন আপনি। চাইলে আপনি সেলফি তুলে নিজের স্ট্যাম্প বানাতে পারবেন। সাম্প্রতিক অতীতে শুধু নয়, এই সুবিধা কশ্মিনকালেও ছিল না বইমেলায়, সেই অভূতপূর্ব সুযোগ নিয়ে হাজির ভারতের ডাক ও তার বিভাগ। অপেক্ষা এখন শুধুই আপনার উপস্থিতির, তারপরেই সব সমস্যার নিরসন হয়ে যাবে ডাক বিবাগের এই স্টলে।