১২ লাখ টাকা পর্যন্ত ছাড় আয়করের

Budget 2025 দেশ

নিউজ পোল ব্যুরো: রেকর্ড গড়ে আজ শনিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ একটানা অষ্টমবার বাজেট পেশ করলেন। টানা আটবার বাজেট পেশ করে নজির গড়লেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ। বাজেট বক্তৃতায় তিনি বলেন, ‘সবার উন্নয়নই আমাদের লক্ষ্য। বিশ্বে দ্রুতগতিতে এগোচ্ছে ভারতীয় অর্থনীতি।’

এদিন সকালে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই বাজেটকে আম আদমীর বাজেট বলে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে রাষ্ট্রপতির ভবনে গিয়ে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে তাঁর আশীর্বাদ নেন নির্মলা। তাঁকে প্রথা মেনে দই চিনি খাইয়ে দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এরপরেই শনিবার তৃতীয় মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করেন তিনি। আর এই বাজেটকে ঘিরে আমজনতার প্রত্যাশা ছিল তুঙ্গে। এদিন বাজেট পেশ করার আগেই শেয়ার বাজার ক্রমশ ঊর্ধমুখী হওয়ায় তা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এদিন সকাল ১০টা পর্যন্ত এক ধাক্কায় ৩০০ পয়েন্ট বেড়ে সেনসেক্স দাঁড়িয়েছে ২৩ হাজার ৫৬০ পয়েন্টে। নিফটি পৌঁছেছে ৫০। সকাল ১০টা পর্যন্ত প্রায় হাজার পয়েন্ট বেড়ে সেনসেক্স দাঁড়ায় ৭৭ হাজার ৬৮৪ পয়েন্টে। গতকাল সংসদে দেশের আর্থিক সমীক্ষার রিপোর্ট পেশ করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ। যেখানে গত বছর দেশের আর্থ-সামাজিক পরিস্থিতি কেমন ছিল ও আগামী দিনে তা কেমন হতে চলেছে, সেই তথ্যই তুলে ধরেছেন তিনি। অর্থমন্ত্রীর রিপোর্টের জেরেই এদিন সকাল থেকেই চাঙ্গা শেয়ার বাজার।

‘বাজেটে মধ্যবিত্তদের গুরুত্ব দেওয়া হবে। কৃষক, নারী, ক্ষুদ্রশিল্পে গুরুত্ব দেওয়া হবে। আমাদের কাছে আগামী পাঁচ বছর উন্নয়নের সুযোগ রয়েছে।’ – নির্মলা সীতারমণ

ভোজ্য তেল এবং ডালজাতীয় শস্যে আত্মনির্ভর হওয়ার চেষ্টা করা হবে। বিহারে মাখনা বোর্ড তৈরি হবে বলেও বাজেটে জানালেন নির্মলা। তিনি আরও জানিয়েছেন, ধনধান্য যোজনার আওতায় ১.৭ কোটি কৃষককে সাহায্য করা হবে।

বাজেটে মধ্যবিত্তদের গুরুত্ব দেওয়ার পাশাপাশি কৃষক, নারী, ক্ষুদ্রশিল্পে গুরুত্ব দেওয়ার কথা উল্লেখ করেন নির্মলা। তিনি বলেন, ‘৭০ শতাংশ মহিলা যাতে আর্থিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকেন, সে দিকে নজর দেওয়া হবে। আমাদের কাছে আগামী পাঁচ বছর উন্নয়নের সুযোগ রয়েছে।’ বিদ্যুৎ, কৃষি এবং ক্ষুদ্রশিল্প-সহ ছ’টি ক্ষেত্রে সংস্কার করা হবে বলেও জানালেন অর্থমন্ত্রী।

কিসান ক্রেডিট কার্ডে ঋণ নেওয়ার পরিমাণ বৃদ্ধির বিষয়ে বাজেটে ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ।

‘বাজেটে মধ্যবিত্তদের গুরুত্ব দেওয়া হবে। কৃষক, নারী, ক্ষুদ্রশিল্পের ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হবে। ৭০ শতাংশ মহিলা যাতে আর্থিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হতে পারেন, সেই দিকে নজর দেওয়া হবে। আমাদের কাছে আগামী পাঁচ বছর উন্নয়নের সুযোগ রয়েছে।’ বিদ্যুৎ, কৃষি এবং ক্ষুদ্রশিল্প-সহ ছ’টি ক্ষেত্রে সংস্কার করা হবে বলেও জানালেন অর্থমন্ত্রী।তুলো চাষিদের জন্য নেওয়া হচ্ছে বিশেষ উদ্যোগ।

মহিলা উদ্যোগপতিদের জন্য প্রকল্প। প্রথম উদ্যোগপতি পাঁচ লক্ষ তফশিলি জাতি এবং তফশিলি উপজাতি ভুক্ত মহিলারা দু’কোটি টাকা পর্যন্ত ঋণ পাবেন, বাজেট পেশ করার সময় ঘোষণা অর্থমন্ত্রীর। সব গ্রামীণ মাধ্যমিক স্কুলে এবার ব্রডব্যান্ড পরিষেবা। ক্ষুদ্র ও মাঝারি শিল্প তথা এমএসএমই-কে অর্থনীতির দ্বিতীয় ইঞ্জিন বলে উল্লেখ করলেন অর্থমন্ত্রী। সি ফুড রফতানিতে উৎসাহ দিচ্ছে কেন্দ্র। গুরুত্ব দেওয়া হবে আন্দামান-নিকোবর ও লাক্ষাদ্বীপে।

চর্ম শিল্পে 22 লক্ষ নতুন কর্মসংস্থান। ইউরিয়া প্লান্ট তৈরি করা হবে। শিক্ষায় এ আই প্রকল্পে ৫০০ কোটি টাকা বরাদ্দ করা হবে। ভারতে খেলনা হাব তৈরি করতে চায় কেন্দ্র। ২ কোটি টাকা পর্যন্ত ঋণ পাবে মহিলা পরিচালিত ইউনিট।সব জেলা হাসপাতালে ক্যান্সারের চিকিৎসা হবে। থাকবে ডে কেয়ার সেন্টার।

আইআইটির সংখ্যা বৃদ্ধির সিদ্ধান্তঃ আট কোটি মহিলা, এক কোটি সদ্য মা হওয়া মহিলা এবং ১৮ লক্ষ পড়ুয়াদের জন্য বিশেষ পুষ্টি প্রকল্পের ঘোষণা করলেন নির্মলা। সরকারি স্কুলে ব্রডব্যান্ড পরিষেবা যুক্ত করা এবং আইআইটির সংখ্যা বৃদ্ধির সিদ্ধান্তের কথাও ঘোষণা অর্থমন্ত্রীর। ২৩টি আইআইটিতে ছাত্রের সংখ্যা বেড়েছে। আইআইটি পটনায় হস্টেল ও পরিকাঠামো তৈরি করা হবে। এআইয়ের জন্য উৎকর্ষক কেন্দ্র তৈরি হবে। ৫০০ কোটি টাকা বিনিয়োগ হবে তার জন্য। নতুন আইআইটি কেন্দ্রের জন্য বরাদ্দ করবে কেন্দ্র।

মেডিক্যাল: মেডিক্যাল কলেজগুলিতে আগামী পাঁচ বছরে ৭৫ হাজার আসন বৃদ্ধির ঘোষণা অর্থমন্ত্রীর। আগামী বছর বৃদ্ধি করা হবে ১০ হাজার আসন। পাশাপাশি, সমস্ত জেলা হাসপাতালে ক্যান্সার সেন্টার তৈরির কথা জানালেন নির্মলা। ৩ বছরে মোট ২ হাজার ক্যান্সার সেন্টার তৈরি হবে।

এ আই এর জন্য তৈরি হবে সেন্টার ফর এক্সিলেন্স ঘোষণা অর্থমন্ত্রীর। বাড়লো জল জীবন মিশনের সময়। মিড ডে মিলের বরাদ্দ বৃদ্ধি।

বিহারে হবে গ্রিন ফিল্ড বিমানবন্দর। বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে পরমাণু বিদ্যুৎ। বিহারকে আর্থিকভাবে সাহায্য করবে কেন্দ্র জানালেন অর্থমন্ত্রী। বিহারে তৈরি হবে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফুড টেকনোলজি। পাশাপাশি, সম্প্রসারিত হবে পটনা বিমানবন্দর। পটনা বিমানবন্দরের উন্নতির জন্য বরাদ্দ ঘোষণা করলেন অর্থমন্ত্রী।

দেশে নতুন ১২০টি বিমানবন্দর তৈরির ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ। তার মধ্যে বিহারে তিনটি নতুন বিমানবন্দর তৈরির ঘোষণা।

রাজ্যকে বিনা সুদে এবার ঋণ দেবে কেন্দ্র। ইসরোর জন্য সুখবর এবারের বাজেটে। চামড়া ও জুতা শিল্পের জন্য বিশেষ প্রকল্প ঘোষণা। দেশের শহরের উন্নয়নের স্বার্থে এক লক্ষ কোটি টাকার উন্নয়নের তহবিল। হোমস্টে তৈরিতে এবার মিলবে মুদ্রা লোন। প্রযুক্তি নিয়ে গবেষণা করলে এবার মিলবে দশ হাজার ফেলোশিপ। উড়ান স্কিমে ১.৫কোটি মানুষ উপকার পেয়েছে, বললেন অর্থমন্ত্রী। নতুনভাবে আরও উড়ান স্কিম আনা হবে। যাতে আরও গতিবৃদ্ধি পায় আকাশপথে। আগামি ১০ বছরের জন্য লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে। স্কুলে এবং কলেজে এবার পড়ানো হবে স্পেস সাইন্স।

জলশক্তিতে আরও ২৫ হাজার কোটি টাকা বিনিয়োগ। আন্দামান এবং লাক্ষাদ্বীপে তৈরি হবে বিশেষ ইকোনমিক জোন। বাজেটে ‘জল জীবন মিশন’ প্রকল্প ২০২৮ সাল পর্যন্ত বৃদ্ধির ঘোষণা করলেন অর্থমন্ত্রী। বিদেশি বিনিয়োগ এবার বীমায় বাড়ল সংখ্যা, বাড়ল ১০০ শতাংশ।

অনির্ভর গোষ্ঠীর ঋণের পরিমাণ বাড়ালো কেন্দ্র ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর।

বেসরকারি খাতের জন্য PM Gati Shakti

PM Gati Shakti: বেসরকারি খাতের জন্য উন্মুক্ত করা হবে → পরিকাঠামো ও লজিস্টিক উন্নয়নে সহযোগিতা করবে।

বিনিয়োগ ও পরিকল্পনার গতি বাড়বে → দ্রুত ও কার্যকর অবকাঠামো উন্নয়ন সম্ভব হবে।

৫০টি পর্যটন গন্তব্যের উন্নয়ন:

রাজ্য সরকারগুলোর সাথে যৌথভাবে পর্যটন কেন্দ্রগুলোর আধুনিকীকরণ করা হবে। ভ্রমণ ও পর্যটন খাতের সুবিধা বাড়িয়ে বৈদেশিক পর্যটকদের আকৃষ্ট করা হবে।

হোটেল খাতের অন্তর্ভুক্তি:

পর্যটন অবকাঠামো উন্নয়নের জন্য হোটেলগুলোকেও ‘হরমোনাইজড স্কিম’-এর আওতায় আনা হবে। নতুন বিনিয়োগ এবং পর্যটন শিল্পের সম্প্রসারণ সহজ হবে।

প্রত্যাশিত প্রভাবঃ বেসরকারি বিনিয়োগ ও পরিকাঠামো উন্নয়ন বৃদ্ধি। ভারতের পর্যটন খাতে আরও প্রতিযোগিতামূলক হবে। নতুন কর্মসংস্থান সৃষ্টি ও রাজস্ব বৃদ্ধি। এই উদ্যোগ পর্যটন ও পরিকাঠামো খাতের উন্নয়নে বড় ভূমিকা রাখবে।

আয়কর বিলঃ আগামী সপ্তাহে নতুন আয়কর বিল বাজেট পেশ করার সময় অর্থমন্ত্রী জানিয়েছেন, আগামী সপ্তাহে নতুন আয়কর বিল পেশ করা হবে। বিমায় প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বেড়ে ১০০ শতাংশ করা হবে বলেও ঘোষণা নির্মলার।

লিথিয়াম ব্যাটারি নিয়ে বিশেষ ঘোষণা।

রোগ নিরাময়ে মানুষের পাশে কেন্দ্রঃ ক্যান্সার সহ ৩৬টি জীবন দায়ী গুরুত্বপূর্ণ বিরল রোগের ওষুধের থেকে সম্পূর্ণ কর প্রত্যাহার করল কেন্দ্র। ওষুধকে কাস্টমস ডিউটির আওতা থেকে বাদ রাখা হলো।

জ্ঞানভারত মিশন- পাণ্ডুলিপিকে অন্তর্ভুক্ত করা হবে। রাষ্ট্রীয় সংগ্রহালয় স্থাপন করা হবে। ২০২৫ অর্থবর্ষে রাজস্ব ঘাটতি ৪.৮ শতাংশ। জানালেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। বিমাক্ষেত্রে ১০০ শতাংশ বিদেশি বিনিয়োগ। আগামী সপ্তাহে নতুন আয়কর বিল পেশ সংসদে। কেওয়াইসির সরলীকরণ। যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো মজবুত করতে রাজ্যগুলিকে দেড় লক্ষ কোটি টাকা পর্যন্ত সুদহীন ঋণ। বিদেশি বিনিয়োগ টানতে নীতি সরলীকরণ। রপ্তানি বৃদ্ধিতে এবং ‘নন ট্যারিফ’ বিষয়ে রপ্তানিকারীদের সুবিধা দিতে বিশেষ পরিকাঠামো। রাজস্ব ঘাটতি ৪.৮ শতাংশ অর্থাৎ আয়ের চাইতে খরচ বাড়ল ৪.৮ শতাংশ। বাজার থেকে ঋণ নেবে ১১ লক্ষ কোটি টাকার বেশি। ক্ষুদ্র আমানত বেচে সরকার আরও ১৪ লক্ষ কোটি তুলবে।

আয়কর কাটছাঁটের জোরাল দাবির মধ্যেই কৌশলী কেন্দ্র। নির্মলার বাজেটে ইনকাম ট্যাক্সে নেই কোনও ঘোষণা। আগামী সপ্তাহে সংসদে সংশোধনী বিল। বিমা ক্ষেত্রে ১০০ শতাংশ বিদেশি বিনিয়োগে ছাড়েও সিঁদুরে মেঘ।

প্রবীনদের কথা মাথায় রেখে দেশকে কর প্রদানে বদল। প্রবীনদের ক্ষেত্রে টিডিস-এ ছাড়, ঘোষণা অর্থমন্ত্রীর।

১২ লক্ষ টাকা পর্যন্ত আয়কর ছাড়। ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়কর ছাড়। সহজভাবে বললে ১২ লক্ষ টাকা পর্যন্ত উপার্জন করেন এমন কাউকেই দিতে হবে না কর।