নিজস্ব প্রতিনিধি: ভোরের কুয়াশা সরতে না সরতেই সকালের আলোয় মেঘের আনাগোনা। রোদের দেখা মিলছে ক্ষণিকের জন্য, যেন ছুটিতে রয়েছে সে! বসন্ত পঞ্চমীতে বঙ্গের আবহাওয়া এক অদ্ভুত স্থবিরতায় আচ্ছন্ন। মাঘের শীতের কামড় তেমন নেই, এমনকি সরস্বতী পুজোতেও ঠান্ডার আমেজ খুব একটা টের পাচ্ছেন না মানুষ। উত্তুরে হাওয়া এ বছর গাঙ্গেয় বঙ্গে ঠিকমতো প্রবেশ করতে পারেনি পশ্চিমী ঝঞ্ঝার কারণে। এর ফলে জাঁকিয়ে ঠান্ডা পড়ার সুযোগই পায়নি। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ফেব্রুয়ারির মাঝামাঝি থেকেই শীত বিদায় নেবে বাংলা থেকে। দক্ষিণবঙ্গে আগামী চার-পাঁচ দিন তাপমাত্রা স্বাভাবিকের থেকে কিছুটা বেশি থাকবে, যদিও চলতি সপ্তাহে সামান্য হ্রাসের সম্ভাবনা রয়েছে।
রাজ্যজুড়ে মেঘলা আকাশ ও ঘন কুয়াশার পূর্বাভাস রয়েছে। আজ, সোমবার উত্তর-পশ্চিম ভারতে প্রবেশ করবে পশ্চিমী ঝঞ্ঝা। এর প্রভাবে দক্ষিণবঙ্গের প্রতিটি জেলাতেই থাকবে হালকা থেকে মাঝারি কুয়াশা।উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে। বিশেষত জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদায় দৃশ্যমানতা ৫০ মিটারে নেমে আসতে পারে। বাকি জেলাগুলোতেও হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে।
রবিবার সকালে কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় মাঝারি কুয়াশা দেখা গিয়েছে, আর দুপুরে ছিল আংশিক মেঘলা আকাশ। শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৪ ডিগ্রি কম। তবে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.২ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে ৬.৫ ডিগ্রি বেশি। ৩ ফেব্রুয়ারি, সোমবার কলকাতার আকাশ ভোরে কুয়াশাচ্ছন্ন থাকবে, আর বেলায় থাকবে আংশিক মেঘ। আজকের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রির আশেপাশে, আর সর্বনিম্ন ২১ ডিগ্রি। বাতাসে আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯৫ শতাংশ এবং সর্বনিম্ন ৮১ শতাংশ থাকবে।
আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী চার থেকে পাঁচ দিনে তাপমাত্রায় বড় কোনো পরিবর্তন হবে না। বেশিরভাগ জেলায় স্বাভাবিকের তুলনায় উষ্ণতা বেশি থাকবে। আপাতত রাজ্যে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, তবে পশ্চিমী ঝঞ্ঝার কারণে আকাশ থাকবে মেঘাচ্ছন্ন ও কুয়াশাচ্ছন্ন। সার্বিকভাবে, বসন্ত পঞ্চমীতে শীতের পরশ খুব একটা অনুভব করতে পারছেন না রাজ্যবাসী। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সরস্বতী পুজোয় উষ্ণতার ছোঁয়া থাকবেই, এবং আগামী কয়েকদিনেও শীতের প্রকোপ ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ।