অসুস্থ ‘বিনোদিনী’ !

কলকাতা বিনোদন

নিউজ পোল বিনোদন ব্যুরো :- টলিউডের ব্যস্ততম নায়িকাদের মধ্যে অন্যতম রুক্মিণী মৈত্র। সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি ‘বিনোদিনী – এক নটীর উপাখ্যান’ নিয়ে প্রচারের দৌড়ে বেশ কয়েকদিন ধরেই ব্যস্ত ছিলেন তিনি। বিভিন্ন শহরে ছবির প্রচারে অংশ নেওয়া, ইভেন্ট, সাক্ষাৎকার—সব মিলিয়ে যেন দম ফেলার ফুরসত ছিল না তাঁর। তিনি এইসব নিয়ে এতটাই ব্যস্ততার মধ্যে ছিলেন যে, শরীরের দিকে বিশেষ খেয়াল দেওয়ার সুযোগ পাননি। অবশেষে তারই মাশুল গুনতে হল। টানা কাজের ধকল সহ্য করতে না পেরে অসুস্থ হয়ে পড়লেন পর্দার ‘বিনোদিনী’।

টানা প্রচার, কম ঘুম ও শারীরিক পরিশ্রমের ফলে চরম ক্লান্ত হয়ে পড়েছেন রুক্মিণী। সূত্রের খবর, বেশ কিছুদিন ধরেই তিনি অসুস্থতা বোধ করছিলেন, কিন্তু ছবির প্রচারের ব্যস্ততার কারণে বিশ্রাম নেওয়ার সুযোগ হয়নি। অবশেষে তাঁর শরীর বিদ্রোহ ঘোষণা করে। প্রচারপর্ব চলাকালীনই তিনি অসুস্থ হয়ে পড়েন, যার ফলে তাঁকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। রুক্মিণীর তাঁর ইনস্টাগ্রামের স্টোরিতে জানিয়েছেন যে তাঁর ১০২ জ্বর।

‘বিনোদিনী – এক নটীর উপাখ্যান’ রুক্মিণীর কেরিয়ারে অন্যতম গুরুত্বপূর্ণ সিনেমা। বাংলা থিয়েটারের আইকনিক চরিত্র বিনোদিনী দাসীর জীবন কাহিনি ফুটিয়ে তুলতে প্রচণ্ড পরিশ্রম করেছেন তিনি। লুক সেট, ভাষার ধরন, শরীরী অভিব্যক্তি—সবকিছু নিখুঁত করতে দিনের পর দিন রিহার্সাল করেছেন। সিনেমাটি মুক্তির পর দর্শকদের প্রশংসা কুড়িয়েছে, বিশেষ করে রুক্মিণীর অভিনয় আলাদা করে নজর কেড়েছে। কিন্তু এই সাফল্যের মুহূর্তেও তাকে বাধ্য হয়েই বিশ্রাম নিতে হচ্ছে।

রুক্মিণীর অসুস্থতার খবর প্রকাশ্যে আসতেই তাঁর ভক্তরা উদ্বেগ প্রকাশ করেছেন। সোশাল মিডিয়ায় অনেকেই তাঁর দ্রুত সুস্থতা কামনা করে বার্তা দিয়েছেন। তবে রুক্মিণী নিজে আশ্বস্ত করেছেন সবাইকে যে, তিনি দ্রুত সুস্থ হয়ে আবার কাজের ময়দানে ফিরবেন। তারকারা যেমন ক্যামেরার সামনে ঝলমলে থাকেন, ঠিক তেমনই পর্দার আড়ালে তাঁদের রয়েছে পরিশ্রম, কঠোর অনুশীলন আর আত্মত্যাগের গল্প। রুক্মিণীর এই অসুস্থতা আবারও প্রমাণ করল, শোবিজ দুনিয়ায় সাফল্যের সঙ্গে আসে প্রচণ্ড পরিশ্রমের চাপও। এখন সকলেই চাইছেন, তিনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার স্বমহিমায় ফিরতে পারেন।