নিউজ পোল স্পোর্টস ব্যুরো : ভারতীয় ক্রিকেট দলের উইকেটকিপার-ব্যাটসম্যান ঋষভ পন্থ এবার সমাজসেবার পথে। শুধু ক্রিকেট মাঠেই নয়, এবার মানুষের সাহায্য করতেও সামনে এলেন তিনি। সম্প্রতি তিনি জানিয়েছেন, নিজের আয়ের ১০ শতাংশ দান করবেন এবং একটি ফাউন্ডেশনও গড়েছেন, যা সমাজের দূঃস্থ ও সুবিধাবঞ্চিত মানুষদের সাহায্য করবে। সোশাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে পন্থ জানান, তিনি ‘আরপি১৭ ফাউন্ডেশন’ নামে একটি সংস্থা গড়েছেন। এই ফাউন্ডেশনের প্রধান উদ্দেশ্য হবে স্বাস্থ্যসেবা, শিক্ষা ও ক্রীড়া ক্ষেত্রে সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাঁড়ানো। ভিডিও বার্তায় পন্থ বলেন, ‘জীবনে অনেক কিছু পেয়েছি, এখন সময় এসেছে সমাজকে কিছু ফিরিয়ে দেওয়ার। তাই আরপি১৭ ফাউন্ডেশন তৈরি করেছি, যা সমাজের নানা স্তরের মানুষের জন্য কাজ করবে।’
https://www.instagram.com/reel/DFsACVOtpti/?igsh=dzc0Z3Z2amZxZWpn
এই ঘোষণার সবচেয়ে উল্লেখযোগ্য দিক হল, পন্থ তাঁর ব্যক্তিগত আয়ের ১০ শতাংশ এই ফাউন্ডেশনের মাধ্যমে দান করবেন। এটি নিঃসন্দেহে এক অনন্য উদ্যোগ, কারণ একজন আন্তর্জাতিক তারকার এভাবে সামাজিক দায়বদ্ধতার বার্তা দেওয়া সত্যিই প্রশংসনীয়। তিনি আরও বলেন, ‘এই ফাউন্ডেশন শুধুমাত্র সাহায্য করবে না, বরং সমাজের পিছিয়ে পড়া মানুষদের এগিয়ে নিয়ে যাওয়ার পথ দেখাবে। আমি চাই, প্রত্যেকেই একটা সুন্দর জীবন পাক।’
পন্থ জানিয়েছেন, তাঁর ছোটবেলা খুব সহজ ছিল না। অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে তাঁকে। বিশেষ করে উত্তরাখণ্ডের রূঢ় পরিবেশে বড়ো হয়ে ওঠার অভিজ্ঞতা তাঁকে অনেক কিছু শিখিয়েছে। তাই এখন তিনি চান, যাঁরা অর্থনৈতিকভাবে দুর্বল, তাঁদের পাশে দাঁড়াতে। পন্থের কথায়, ‘আমিও একসময় কঠিন সময়ের মধ্য দিয়ে গিয়েছি। জানি, সঠিক সুযোগ আর সাহায্য পেলে একজন মানুষ জীবনে কতটা এগিয়ে যেতে পারে। তাই আমার এই ছোট্ট প্রচেষ্টা, যাতে অন্যরা উপকৃত হতে পারে।’
এই ফাউন্ডেশন মূলত তিনটি ক্ষেত্রে কাজ করবে তাহল —-
১. স্বাস্থ্যসেবা: গরিব ও দুস্থদের চিকিৎসা সুবিধা দেওয়া হবে, বিশেষ করে শিশু ও প্রবীণদের জন্য।
২. শিক্ষা: অর্থের অভাবে যারা পড়াশোনা চালিয়ে যেতে পারে না, তাদের জন্য শিক্ষাবৃত্তি ও অন্যান্য সহায়তা দেওয়া হবে।
৩. ক্রীড়া: তরুণ প্রতিভাবান খেলোয়াড়দের জন্য প্রশিক্ষণ ও সুযোগ তৈরির ব্যবস্থা করবে ফাউন্ডেশন।
পন্থের এই উদ্যোগের প্রশংসা করেছেন বহু ক্রিকেটার ও বিশিষ্ট ব্যক্তিত্ব। বিরাট কোহলি, রোহিত শর্মা ও শচীন তেন্ডুলকর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং তার জন্য শুভকামনা জানিয়েছেন। সোশাল মিডিয়ায় পন্থের এই ঘোষণার পর থেকেই ভক্তরা তাঁকে প্রশংসায় ভাসাচ্ছেন। অনেকেই লিখেছেন, ‘শুধু মাঠেই নয়, হৃদয়েও বড় মানুষ ঋষভ পন্থ!’ ক্রিকেট মাঠের বাইরে মানুষের পাশে দাঁড়িয়ে এক দারুণ দৃষ্টান্ত স্থাপন করলেন ঋষভ পন্থ। তার এই উদ্যোগ নিঃসন্দেহে অনেক দুস্থ মানুষের জীবনে পরিবর্তন আনবে। এখন দেখার বিষয়, কিভাবে এই ফাউন্ডেশন কাজ করে এবং কীভাবে সমাজের জন্য আরও বড় ভূমিকা নিতে পারে!
উল্লেখ্য, ২০২২ সালে ডিসেম্বরে ভয়ঙ্কর পথদুর্ঘটনায় কবলে পড়েন পন্থ। দীর্ঘদিন ভর্তি ছিলেন হাসপাতালে। ধীরে ধীরে সুস্থ হয়ে নিজেকে ফের ২২ গজের জন্য প্রস্তুত করেন। ২০২৪ সালে পুনরায় মাঠে ফেরেন। ২০২৫-এর আইপিএল-এ সবচেয়ে দামি ক্রিকেটার হিসেবে লখনউ সুপার জায়েন্টের হয়ে খেলবেন। সূত্রের খবর, লখনৌয়ের অধিনায়কের দায়িত্ব সামলাবেন।