নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মঙ্গলবার এক ভয়াবহ ঘটনার সাক্ষী থাকল নিউটাউনের কারিগরী ভবন। ছুটি না পেয়ে এক কর্মী ছুরি নিয়ে হামলা চালায় তাঁর ঊর্দ্ধতন আধিকারিকের ওপর। ওই কর্মীর নাম অমিত কুমার সরকার। অমিত টেকনিক্যাল এডুকেশন দফতরে কর্মরত ছিলেন। সূত্রের খবর, মঙ্গলবার সকালে অফিসের ভিতর আচমকাই অমিত কুমার সরকার তাঁর ঊর্দ্ধতন আধিকারিকের ওপর ছুরি দিয়ে এলোপাথাড়ি কোপাতে শুরু করেন। তাঁকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে সহকর্মীরাও আক্রান্ত হন এবং গুরুতর আহত হন।
হামলার পর রক্তাক্ত ছুরি হাতে নিয়ে অফিস থেকে বেরিয়ে নিউটাউনের রাস্তাতে হাঁটতে থাকেন অভিযুক্ত। আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। তাঁর সহকর্মীরা তাঁকে ধাওয়া করে তৎক্ষনাৎ পুলিশে খবর দেয়। ঘটনার খবর পেয়ে টেকনোসিটি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে গ্রেফতার করে। এই হামলায় চারজন কর্মী আহত হয়েছেন। তাঁদের অবস্থা গুরুতর হওয়ায় দ্রুত স্থানীয় এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তাঁদের চিকিৎসা চলছে।
সূত্রের খবর, ঠিক কী কারণে অমিত কুমার সরকার এমন ভয়াবহ হামলা চালান তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, ছুটি না পাওয়ার ক্ষোভ থেকেই এই ঘটনা ঘটিয়ে থাকতে পারেন তিনি। তবে পুরো বিষয়টা তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় নিউটাউনের কারিগরী ভবনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে বলে জানিয়েছেন আধিকারিকরা।